পদ

76. ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল’ এখানে যেন-

  • ক. অব্যয়
  • খ. বিশেষ্য
  • গ. বিশেষণ
  • ঘ. সর্বনাম

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

77. ‘গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত’ - এখানে ‘নিশীথে’ কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. নাম বিশেষণ
  • গ. ভাব বিশেষণ
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

78. ‘পরাগ, বইটি দিয়ে যাও’ বাক্যে ‘পরাগ’ কোন পদ?

  • ক. সম্বোধন পদ
  • খ. সম্বন্ধ পদ
  • গ. বিশেষ্য পদ
  • ঘ. সর্বনাম পদ

উত্তরঃ সম্বোধন পদ

বিস্তারিত

79. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. বিশেষণের বিশেষণ
  • ঘ. নাম বিশেষণ

উত্তরঃ বিশেষণের বিশেষণ

বিস্তারিত

80. ‘রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা’ - এখানে ‘রাশি রাশি’ -

  • ক. অনুকার অব্যয়
  • খ. সমষ্টিবাচক বিশেষ্য
  • গ. নির্ধারক বিশেষণ
  • ঘ. সাপেক্ষ সর্বনাম

উত্তরঃ নির্ধারক বিশেষণ

বিস্তারিত

81. ‘তাজা মাছ’ কোন ধরণের বিশেষণ?

  • ক. অবস্থাবাচক
  • খ. গুণবাচক
  • গ. রূপবাচক
  • ঘ. অংশবাচক

উত্তরঃ অবস্থাবাচক

বিস্তারিত

82. ‘লাবণ্য' কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

83. বাক্যের অন্তরগত প্রত্যেকটি শব্দকে কী বলে?

  • ক. কারক
  • খ. বর্ণ
  • গ. পদ
  • ঘ. ধ্বনি

উত্তরঃ পদ

বিস্তারিত

84. নিচের কোন শব্দ বিশেষ্য'র উদাহরণ?

  • ক. পতিত
  • খ. জান্তব
  • গ. আগ্নেয়
  • ঘ. উন্নয়ন

উত্তরঃ উন্নয়ন

বিস্তারিত

85. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ ?  

  • ক. ছড়ার শদ
  • খ. ধনাত্মক শব্দ
  • গ. শব্দের দ্বিরুক্তি
  • ঘ. পদের দ্বিরুক্তি

উত্তরঃ ধনাত্মক শব্দ

বিস্তারিত

86. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? 

  • ক. ছড়ার শব্দ
  • খ. ধ্বন্যাত্মক শব্দ
  • গ. শব্দের নিরুক্তি
  • ঘ. পদের নিরুক্তি

উত্তরঃ ধ্বন্যাত্মক শব্দ

বিস্তারিত

87. “তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে ‘না’- এর ব্যবহার কি অর্থে?

  • ক. না-বাচক
  • খ. হ্যাঁ-বাচক
  • গ. প্রশ্নবোধক
  • ঘ. বিস্ময়সূচক

উত্তরঃ হ্যাঁ-বাচক

বিস্তারিত

88.  কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত ? 

  • ক. মাথা ঝিমঝিম করছে
  • খ. তোমার পরিশ্রমের ফল ফলেছে
  • গ. মা শিশুটিকে হাসান
  • ঘ. শিশুটি কাঁদে

উত্তরঃ মা শিশুটিকে হাসান

বিস্তারিত

89. সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. বিশেষণের সর্বনাম

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

90. কোন বাক্যে ক্রিয়া-বিশেষণ রয়েছে? 

  • ক. তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন।
  • খ. তিনি প্রতিদিন বাগানে হাঁটেন।
  • গ. তিনি প্রতিদিন একা একা হাঁটেন।
  • ঘ. তিনি প্রতিদিন লাঠি হাতে হাঁটেন।

উত্তরঃ তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন।

বিস্তারিত

91. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

  • ক. পদান্বয়ী অব্যয়
  • খ. অনুসর্গ অব্যয়
  • গ. অনন্বয়ী অব্যয়
  • ঘ. অনুকার অব্যয়

উত্তরঃ অনন্বয়ী অব্যয়

বিস্তারিত

92. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ?

  • ক. উপপদ
  • খ. প্রাতিপদিক
  • গ. প্রপদ
  • ঘ. পূর্বপদ

উত্তরঃ উপপদ

বিস্তারিত

93. 'তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?

  • ক. প্রশ্নবাচক
  • খ. অব্যয়
  • গ. সর্বনাম
  • ঘ. বিশেষণ

উত্তরঃ সর্বনাম

বিস্তারিত

94. জাতিবাচক বিশেষ্যের উদাহরণ-

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

95. 'ছেলেটি চালাক'- এ বাক্যে 'চালাক' কোন জাতীয় বিশেষণ? 

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

96. অপরিবর্তনীয় পদ কোনটি?  

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

97. 'কড়কড়' কোন অব্যয়?

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects