১৬তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা কলেজসমপর্যায়

1. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?

  • ক. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. দীনেশচন্দ্র সেন
  • গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ঘ. সুকুমার সেন

3. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

5. কোনটি বানানটি শুদ্ধ?

  • ক. মুমুর্ষু
  • খ. মুমূর্ষু
  • গ. মূমুর্ষু
  • ঘ. মূমূর্ষূ

6. ‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কি?

  • ক. যথেচ্ছাচারী
  • খ. বক ধার্মিক
  • গ. তোষামোদকারী
  • ঘ. কদরহীন লোক

7. ‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রীলিঙ্গ
  • গ. ক্লীবলিঙ্গ
  • ঘ. উভয়লিঙ্গ

9. ‘রাজায় রাজায় লড়াই করছে’ - এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী?

  • ক. প্রযোজক কর্তা
  • খ. মূখ্য কর্তা
  • গ. ব্যতিহার কর্তা
  • ঘ. ণিজন্ত কর্তা

11. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?

  • ক. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
  • খ. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
  • গ. ভিক্ষুককে ভিক্ষা দাও
  • ঘ. কোনোটিই নয়

12. ‘প্রসারণ‘ - এর বিপরীত শব্দ -

  • ক. সম্প্রসারণ
  • খ. বিবর্ধন
  • গ. আকুঞ্চন
  • ঘ. আকর্ণন

13. কোনটি ফারসি শব্দ?

  • ক. চাবি
  • খ. চাকর
  • গ. চাহিদা
  • ঘ. চশমা

14. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

  • ক. বড় দাদ> বড়দা
  • খ. কিছু > কিচ্ছু
  • গ. পিশাচ > পিচাশ
  • ঘ. মুক্তা > মুকুতা

15. ‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

  • ক. কৃত যে বিদ্য
  • খ. কৃত যে বিদ্যা
  • গ. কৃত বিদ্যা যার
  • ঘ. কৃত হয়েছে যার বিদ্যা

16. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

  • ক. অব্যয়ীভাব
  • খ. বহুব্রীহি
  • গ. দ্বন্দ্ব
  • ঘ. কর্মধারয়

17. যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে। এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

  • ক. ব্যাঙের আধুলি
  • খ. লেফাফা দুরস্ত
  • গ. রাশভারি
  • ঘ. ভিজে বেড়াল

18. যোগরুঢ় শব্দ কোনটি?

  • ক. বাঁশি
  • খ. তৈল
  • গ. পঙ্কজ
  • ঘ. চিকামারা

20. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. কারো ফাগুন মাস, কারো সর্বনাশ।
  • খ. সে প্রাণিবিদ্যায় দুর্বল।
  • গ. আগত শনিবার কলেজ বন্ধ থাকবে।
  • ঘ. বিধি লঙ্ঘিত হয়েছে।

21. সম্বন্ধ পদে কোন বিভক্তি ‍যুক্ত হয়?

  • ক. কে, রে
  • খ. প্রথমা, শূন্য
  • গ. র, এর
  • ঘ. এ, তে

22. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

  • ক. শুভেচ্ছা
  • খ. সংবাদ
  • গ. প্রত্যেক
  • ঘ. অতীত

23. ‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা?

  • ক. নাটক
  • খ. উপন্যাস
  • গ. রোমান্টিক প্রণয়কাব্য
  • ঘ. রম্যরচনা

24. কায়কোবাদের প্রকৃত নাম কী?

  • ক. কাজেম আল কোরেশী
  • খ. আবু নাসের কায়কোবাদ
  • গ. কায়কোবাদ ইসলাম
  • ঘ. আবুল হোসেন কায়কোবাদ

25. Choose the correct sentene:

  • ক. I know what does he want?
  • খ. I know what does he wants?
  • গ. I know what does he want.
  • ঘ. I know what he wants.


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics