বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক এর চিফ অডিটর
ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্ত বাজার ও অর্থনৈতেক উদারতাবাদের প্রবর্তক -
- ক. ডেভিড রিকার্ডো
- খ. এরিস্টটল
- গ. অ্যাডাম স্মিথ
- ঘ. বব কলিনস
উত্তরঃ অ্যাডাম স্মিথ
‘বৈজ্ঞানিক-ব্যবস্থাপনা’ এর জনক কে?
- ক. Mary Parkell
- খ. Lithan Gilbreth
- গ. Henry Fayou
- ঘ. F.W. Taylor
উত্তরঃ F.W. Taylor
কোনাস শেয়ার সাধারণত কাদের মধ্যে ইস্যু করা হয়?
- ক. সাধারণ শেয়ারহোল্ডারগণ
- খ. ডিবেঞ্জারধারীগণ
- গ. অগ্রাধিক শেয়ারহোল্ডারগণ
- ঘ. সুরক্ষিত পাওনাদারগণ
উত্তরঃ সাধারণ শেয়ারহোল্ডারগণ
Luca Pacfoll উদ্ভাবিত 'Double Entry System' এর অর্থ -
- ক. বইয়ের দুটি দিকের জন্য এন্ট্রি
- খ. দুটি তারিখে এন্ট্রি
- গ. লেনদেনের দুটি দিক এন্ট্রি
- ঘ. উপরের সবগুলো
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
---- এর প্রধান ক্ষেত্র উৎপাদন ও বিতরণ ব্যয় নিয়ন্ত্রণ।
- ক. ফিন্যান্সিয়াল একাউন্টিং
- খ. কস্ট একাউন্টিং
- গ. মার্কেটিং
- ঘ. অর্থনীতি
উত্তরঃ কস্ট একাউন্টিং
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোনটি?
- ক. Bangladesh Securities and Exchange Commission
- খ. Bangladesh Bank
- গ. Ministry of Commerce
- ঘ. Ministry of Finance
উত্তরঃ Bangladesh Securities and Exchange Commission
বাংলাদেশ কোন পণ্য রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা উপার্জন করে?
- ক. চা
- খ. তৈরি পোশাক
- গ. পাট
- ঘ. তামা
উত্তরঃ তৈরি পোশাক
'Blue Chip' শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
- ক. আন্তর্জাতিক বাজারে
- খ. শেয়ার বাজারে
- গ. ভুয়া শেয়ার
- ঘ. খুচরা
উত্তরঃ শেয়ার বাজারে
- ক. World Intelligence Property Organization
- খ. World Intellectual Property Organization.
- গ. World Intellectual Prosperity Organization
- ঘ. World Interregional Property Organization
উত্তরঃ World Intellectual Property Organization.
Sustainable Development Goals (SDGs) এর সর্বমোট লক্ষ্য কয়টি?
- ক. ১৭টি
- খ. ৭টি
- গ. ২৭টি
- ঘ. ৮টি
উত্তরঃ ১৭টি
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
- ক. ব্যাংক এশিয়া লিমিটেড
- খ. সোনালী ব্যাংক লিমিডেট
- গ. ডাচ বাংলা ব্যাংক লিমিডেট
- ঘ. জনতা ব্যাংক লিমিডেট
উত্তরঃ ডাচ বাংলা ব্যাংক লিমিডেট
সরকার ‘ট্রেজারি বিল’ কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করে?
- ক. বাণিজ্যিক ব্যাং
- খ. কেন্দ্রীয় ব্যাংক
- গ. বিনিয়োগ ব্যাংক
- ঘ. অর্থ মন্ত্রণালয়
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক
- ক. Bangladesh International Development Authority
- খ. Bangladesh Investment Development Authority
- গ. Bangladesh Investment Development Access
- ঘ. Bangladesh Investment Developing Authority
উত্তরঃ Bangladesh Investment Development Authority
মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো -
- ক. উৎপাদন বৃদ্ধি
- খ. আমদানি বৃদ্ধি
- গ. রপ্তানি বৃদ্ধি
- ঘ. মুদ্রার যোগান বৃদ্ধি
উত্তরঃ মুদ্রার যোগান বৃদ্ধি
পেস্ট করার কী বোর্ড (Keyboard) কমান্ড কোনটি?
- ক. Ctrl + p
- খ. Ctrl + v
- গ. Ctrl + c
- ঘ. Ctrl + x
উত্তরঃ Ctrl + v
- ক. ক্রিকেট খেলায়
- খ. রাগবি খেলায়
- গ. অর্থনীতিতে
- ঘ. সংসদীয় কার্যক্রমে
উত্তরঃ অর্থনীতিতে
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
- ক. ১ নং
- খ. ৩ নং
- গ. ১১ নং
- ঘ. ২ নং
উত্তরঃ ২ নং
ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম -
- ক. ভ্যাকসিন
- খ. সেবা
- গ. সুরক্ষা
- ঘ. মায়া
উত্তরঃ সুরক্ষা
বায়ু দূষণে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় ছিল -
- ক. ভারত
- খ. পাকিস্তান
- গ. বাংলাদেশ
- ঘ. নেপাল
উত্তরঃ বাংলাদেশ
- ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
- খ. আরব অঞ্চলের বসন্তকাল
- গ. আরবের মহিলাদের ক্ষমতায়ন
- ঘ. আরব রাজতন্ত্র
উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
‘নূরজাহান’ উপন্যাসটি কে লিখেছেন?
- ক. হুমায়ুন আহমেদ
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. ইমদাদুল হক মিলন
উত্তরঃ ইমদাদুল হক মিলন
জীবনানন্দ দাশ বাংলাদেশকে কিসের দেশ বলেছেন?
- ক. নবান্নের
- খ. শালিক ও শঙ্কচিলের
- গ. কাকের
- ঘ. কার্তিকের
উত্তরঃ নবান্নের
‘চিনির বলদ’ বাগধারাটির অর্থ কি?
- ক. নিষ্ফল পরিশ্রম
- খ. সস্তা দাম
- গ. নিষ্ক্রিয় বস্তু
- ঘ. অপদার্থ
উত্তরঃ নিষ্ফল পরিশ্রম
‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ - এক কথায় কী হবে?
- ক. অপরিণামদর্শী
- খ. অবিমৃষ্যকারী
- গ. অবিসংবাদী
- ঘ. অকালদর্শী
উত্তরঃ অবিসংবাদী
বাংলাদেশে কোন সালে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করেছিল?
- ক. ১৯৯৫
- খ. ১৯৯৯
- গ. ২০০৩
- ঘ. ২০০৭
উত্তরঃ ১৯৯৯
ইংরেজি প্রবাদ 'Look before you leap' - এর অর্থ কী?
- ক. কাজের ভাবনা কেন
- খ. কাজ করতে ভাবিও
- গ. ভাবিয়া চিন্তিয়া কাজ কর
- ঘ. ভাবিয়া করিও কাজ
উত্তরঃ ভাবিয়া করিও কাজ
Which one is the correctly spelt word?
- ক. Uniamious
- খ. Unamimous
- গ. Unanomous
- ঘ. Unianomous
উত্তরঃ Unamimous
আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি - ইংরেজি অনুবাদ কোনটি সঠিক?
- ক. I have received your letter just now.
- খ. I have received your letter
- গ. I just had received your letter.
- ঘ. Just I have had received your letter
উত্তরঃ I have received your letter just now.
৩০ এবং ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির ব্যবধান কত?
- ক. ৫
- খ. ৬
- গ. ৯
- ঘ. ৭
উত্তরঃ ৬