নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

3. প্রাকৃতিক আইনের উদ্ভব হয়ঃ

  • ক. থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
  • খ. ম্যাগনা কার্টা থেকে
  • গ. গ্রীক, খৃষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
  • ঘ. কনফুসিয়ানিজম থেকে

উত্তরঃ থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে

বিস্তারিত

4. কোন বছর ইউ এন ডি পি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?

  • ক. ১৯৯৫
  • খ. ১৯৯৭
  • গ. ১৯৯৮
  • ঘ. ১৯৯৯

উত্তরঃ ১৯৯৭

বিস্তারিত

5. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে -

  • ক. সুশাসনের শিক্ষা থেকে
  • খ. আইনের শিক্ষা থেকে
  • গ. মূল্যবোধের শিক্ষা থেকে
  • ঘ. কর্তব্যবোধ থেকে

উত্তরঃ মূল্যবোধের শিক্ষা থেকে

বিস্তারিত

6. সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?

  • ক. অংশ্রগহণ
  • খ. জবাবদিহিতা
  • গ. স্বচ্ছতা
  • ঘ. সাম্য ও সমতা

উত্তরঃ অংশ্রগহণ

বিস্তারিত

7. নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?

  • ক. শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন
  • খ. শাসন প্রক্রিয়া এবং সুশাসন
  • গ. শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া
  • ঘ. শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন

উত্তরঃ শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন

বিস্তারিত

8. নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?

  • ক. অংশ্রগহণ
  • খ. স্বচ্ছতা
  • গ. নৈতিক শাসন
  • ঘ. জবাবদিহিতা

উত্তরঃ নৈতিক শাসন

বিস্তারিত

9. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?

  • ক. আইন
  • খ. প্রতীক
  • গ. ভাষা
  • ঘ. মূল্যবোধ

উত্তরঃ আইন

বিস্তারিত

10. মূল্যবোধ পরীক্ষা করে -

  • ক. ভাল ও মন্দ
  • খ. ন্যায় ও অন্যায়
  • গ. নৈতিকতা ও অনৈতিকতা
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

11. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?

  • ক. দায়িত্বশীলতা
  • খ. নৈতিকতা
  • গ. দক্ষতা
  • ঘ. সরলতা

উত্তরঃ দায়িত্বশীলতা

বিস্তারিত

12. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?

  • ক. সত্য ও ন্যায়
  • খ. স্বার্থকতা
  • গ. শঠতা
  • ঘ. অসহিষ্ণুতা

উত্তরঃ সত্য ও ন্যায়

বিস্তারিত

13. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?

  • ক. রাজনীতি
  • খ. বুদ্ধিজীবী সম্প্রদায়
  • গ. সংবাদ মাধ্যম
  • ঘ. যুবশক্তি

উত্তরঃ সংবাদ মাধ্যম

বিস্তারিত

14. সরকারী সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?

  • ক. বিশ্বস্ততা
  • খ. সৃজনশীলতা
  • গ. নিরপেক্ষতা
  • ঘ. জবাবদিহিতা

উত্তরঃ সৃজনশীলতা

বিস্তারিত

16. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?

  • ক. পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
  • খ. আইনের শাসন
  • গ. সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা
  • ঘ. অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

উত্তরঃ সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা

বিস্তারিত

17. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?

  • ক. যথাসময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
  • খ. দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
  • গ. নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
  • ঘ. ঊধ্র্বতন কর্তৃপক্ষের যেকোনো নির্দেশ প্রতিপালন করা

উত্তরঃ নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

বিস্তারিত

18. নৈতিক শক্তির প্রধান উপাদান কি?

  • ক. সততা ও নিষ্ঠা
  • খ. কর্তব্যপরায়ণতা
  • গ. মায়া ও মমতা
  • ঘ. উদারতা

উত্তরঃ সততা ও নিষ্ঠা

বিস্তারিত

20. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো-

  • ক. সুশাসন
  • খ. আইনের শাসন
  • গ. রাজনীতি
  • ঘ. মানবাধিকার

উত্তরঃ সুশাসন

বিস্তারিত

21. নৈতিকভাবে বলা হয় মানবজীবনের-

  • ক. নৈতিক শক্তি
  • খ. নৈতিক বিধি
  • গ. নৈতিক আদর্শ
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

22. নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় -

  • ক. মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
  • খ. বাস্তবতার নিরখে নির্দিষ্ট আচরণের মানদন্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
  • গ. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদন্ড বা আচরণবিধি
  • ঘ. উপরের তিনটিই সঠিক

উত্তরঃ মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে

বিস্তারিত

23. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে-

  • ক. সামাজিক মূল্যবোধকে
  • খ. সামাজিক অবক্ষয় রোধ করা
  • গ. ব্যক্তিগত মূল্যবোধকে
  • ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা

উত্তরঃ সামাজিক মূল্যবোধকে

বিস্তারিত

24. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-

  • ক. দুর্নীতি রোধ করা
  • খ. সামাজিক অবক্ষয় রোধ করা
  • গ. রাজনৈতিক অবক্ষয় রোধ করা
  • ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা

উত্তরঃ সামাজিক অবক্ষয় রোধ করা

বিস্তারিত

25. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে-

  • ক. সুসম্পর্ক গড়ে তোলা
  • খ. আস্থার সম্পর্ক গড়ে তোলে
  • গ. শান্তির সম্পর্ক গড়ে তোলে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আস্থার সম্পর্ক গড়ে তোলে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects