নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

101. রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী -

  • ক. আইনের প্রয়োগের অভাব
  • খ. নৈতিকতা ও মূল্যবোধের অভাব
  • গ. দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
  • ঘ. অসৎ নেতৃত্ব

উত্তরঃ নৈতিকতা ও মূল্যবোধের অভাব

বিস্তারিত

102. প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে -

  • ক. সমাজে বসবাসের মাধ্যমে
  • খ. বিদ্যালয়ে
  • গ. পরিবারে
  • ঘ. রাষ্ট্রের মাধ্যমে

উত্তরঃ পরিবারে

বিস্তারিত

103. সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন -

  • ক. ডেকার্ট
  • খ. ডেভিড হিউম
  • গ. ইমানুয়েল কান্ট
  • ঘ. জন লক

উত্তরঃ ইমানুয়েল কান্ট

বিস্তারিত

104. যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’ এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে -

  • ক. সততা
  • খ. সদাচার
  • গ. কর্তব্যবোধ
  • ঘ. মূল্যবোধ

উত্তরঃ মূল্যবোধ

বিস্তারিত

105. জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে -

  • ক. শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
  • খ. সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
  • গ. সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
  • ঘ. দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড

উত্তরঃ সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ

বিস্তারিত

106. বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে -

  • ক. ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
  • খ. ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
  • গ. ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
  • ঘ. উপরের সবগুলোতে

উত্তরঃ উপরের সবগুলোতে

বিস্তারিত

107. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে -

  • ক. দুর্নীতি দূর হয়
  • খ. বিনিয়োগ বৃদ্ধি পায়
  • গ. আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ বিনিয়োগ বৃদ্ধি পায়

বিস্তারিত

109. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান -

  • ক. নেতৃত্বের প্রতি আনুগত্য
  • খ. স্বচ্ছ নির্বাচন কমিশন
  • গ. শক্তিশালী রাজনৈতিক দল
  • ঘ. পরমসহিষ্ণুতা

উত্তরঃ পরমসহিষ্ণুতা

বিস্তারিত

110. সরকারি সিন্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ (conflict of interest) এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে -

  • ক. সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।
  • খ. প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে।
  • গ. সরকারি স্বার্থ জড়িত থাকে
  • ঘ. উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে।

উত্তরঃ সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects