জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর জুনিয়র ফিল্ড অফিসার
নিচের কোন বাগধারাটির অর্থ ‘মোসাহেব’?
- ক. খয়ের খাঁ
- খ. কাছা ঢিলা
- গ. চিনির বলদ
- ঘ. লেফাফা দুরস্ত
উত্তরঃ খয়ের খাঁ
অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. অর্থ অনর্থ ঘটায়
- খ. এ মেঘে বৃষ্টি হয় না
- গ. বাবাকে বড্ড ভয় পাই
- ঘ. পাপে বিরত হও
উত্তরঃ বাবাকে বড্ড ভয় পাই
‘সারা রাত বৃষ্টি হয়েছে ‘ বাক্যটির কারক চিহ্নিত কর?
- ক. অপাদান কারক
- খ. অধিকরণ কারক
- গ. কর্তৃকারক
- ঘ. করণ কার
উত্তরঃ অধিকরণ কারক
‘ব্যাকরণ’ শব্দের বুৎপত্তিগত অর্থ কোনটি?
- ক. অবগত হওয়া
- খ. বাক্য ধারণা
- গ. বিশেষভাবে উচ্চারণ
- ঘ. বিশেষভাবে বিশ্লেষণ
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
‘চিলেকোঠার সেপাই’ কার রচিত উপন্যাস?
- ক. আখতাতার ইলিয়াস
- খ. ইলিয়াস খান
- গ. আখতারুজ্জামান ইলিয়াস
- ঘ. আকতার জামান ইলিয়াস
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
লাল > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
- ক. সমীভবন
- খ. বিষমীভবন
- গ. স্বরাগম
- ঘ. ধ্বনি বিপর্যয়
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
Choose the correct passive form of 'Who is calling me'?
- ক. By whom am I called?
- খ. By who am being called?
- গ. By whom am I being called?
- ঘ. By whom am I called?
উত্তরঃ By whom am I being called?
Choose the correct passive form of 'What did you want'?
- ক. What was wanted by you?
- খ. What were wanted at you?
- গ. What was want by you?
- ঘ. What was wanted you?
উত্তরঃ What was wanted by you?
- ক. into
- খ. with
- গ. in
- ঘ. on
উত্তরঃ on
Fill in the blank with the right option : He went to the school on ---foot?
- ক. a
- খ. an
- গ. the
- ঘ. no article
উত্তরঃ no article
Fill in the blank with the right option : My sister really wants --- dress for Chrismas.
- ক. a
- খ. an
- গ. the
- ঘ. no article
উত্তরঃ the
- ক. toward
- খ. at
- গ. to
- ঘ. upon
উত্তরঃ at
Choose the appropriate preposition : They provided us --- food and drink.
- ক. for
- খ. with
- গ. about
- ঘ. to
উত্তরঃ with
Choose the appropriate preposition : They are going to meet the principal --- Sunday morning.
- ক. on
- খ. at
- গ. in
- ঘ. within
উত্তরঃ on
Select the correct form of adverb : 'The student has carefully submitted her examination paper."
- ক. paper
- খ. examination
- গ. carefully
- ঘ. student
উত্তরঃ carefully
I while away my pastime with novels" - here 'while' is a/an -
- ক. adverb
- খ. verb
- গ. conjunction
- ঘ. adjective
উত্তরঃ verb
Identify the correct antonym for the word 'Profligate' "
- ক. aggravate
- খ. frugal
- গ. criticize
- ঘ. copious
উত্তরঃ frugal
Identify the correct synonym for the word 'Innocuous' "
- ক. perky
- খ. bitter
- গ. dishearten
- ঘ. harmless
উত্তরঃ harmless
Choose the right Bengali translation of " Hardly I go out after dusk".
- ক. আমি সন্ধার পর মোটেও বাইরে যাই না
- খ. আমি সন্ধার পর প্রায়ই বাইরে যায়
- গ. আমি সন্ধার পরপরই বাইরে যাই
- ঘ. আমি সন্ধার পর কাদাচিৎ বাইরে যাই
উত্তরঃ আমি সন্ধার পর কাদাচিৎ বাইরে যাই
Choose the right Bengali translation of the sentence " It is fifteen minutes past four" is
- ক. এখন চারটা বেজে পনের মিনিট
- খ. এখন চারটা বাজতে পনের মিনিট
- গ. এখন চারটা বাজতে পাঁচ মিনিট
- ঘ. এখন চারটা বাজতে পনের মিনিট বাকি
উত্তরঃ এখন চারটা বেজে পনের মিনিট
Which of the following word is correctly spelt ?
- ক. palete
- খ. palet
- গ. palate
- ঘ. pelate
উত্তরঃ palate
Choose the correct form of tense : I shall visit the Ekushay Book fair tomorrow.
- ক. simple past
- খ. simple present
- গ. simple future
- ঘ. future continous
উত্তরঃ simple future
Choose the correct form of tense : The man has a gruff voice.
- ক. simple present
- খ. simple perfect
- গ. past perfect
- ঘ. present continuous
উত্তরঃ simple present
Choose the correct form of tense : I will have finished this work by the end of this month.
- ক. future perfect
- খ. present perfect
- গ. simple past
- ঘ. simple present
উত্তরঃ future perfect
- ক. Many people are dying of COVID-19
- খ. Many people are dying for COVID-19
- গ. Many people are dying by COVID-19
- ঘ. Many people are killed for COVID-19
উত্তরঃ Many people are dying of COVID-19
- ক. I was late because there was so much traffic
- খ. I was late because there was so many traffic
- গ. I was late because there was as much traffic
- ঘ. I was late because there is no much traffic
উত্তরঃ I was late because there was so much traffic
- ক. One should do his duties and responsibilities.
- খ. One should do their duties and responsibilities.
- গ. One should do ones duties and responsibilities.
- ঘ. One should do one's duties and responsibilities.
উত্তরঃ One should do one's duties and responsibilities.
- ক. ১০.৬০ টাকা
- খ. ১২ টাকা
- গ. ৮.৬০ টাকা
- ঘ. ৯.৬০ টাকা
উত্তরঃ ১২ টাকা
একটি কারখানায় ৫ দিনে ২৪৫০ টি মোটরসাইকেল তৈরি হয়। ৪ সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে?
- ক. ১৩৫২১ টি
- খ. ১৩৭২০টি
- গ. ১৫৭৩০টি
- ঘ. ১৫৩১০টি
উত্তরঃ ১৩৭২০টি
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ৫
- খ. ৭
- গ. ৯
- ঘ. ২
উত্তরঃ ৫
- ক. ১১ ফুট
- খ. ৫ ফুট
- গ. ১০ ফুট
- ঘ. ১৫ ফুট
উত্তরঃ ১০ ফুট
৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি ৭, ১১, ২১, ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
- ক. ৯৯১৭৬
- খ. ৯৫৬৩৪
- গ. ৯১৯৯৯
- ঘ. ৯০৬৩৪
উত্তরঃ ৯৫৬৩৪
একটি বই ১২০ টাকায় কিনে, ১০০ টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
- ক. ১৬.৩৩ টাকা লাভ হবে
- খ. ১৬.৬৭ টাকা লাভ হবে
- গ. ১৭.৩৩ টাকা ক্ষতি হবে
- ঘ. ১৬.৬৭ টাকা ক্ষতি হবে
উত্তরঃ ১৬.৬৭ টাকা ক্ষতি হবে
- ক. ১৯০ টাকা
- খ. ১৬০ টাকা
- গ. ১৭০ টাকা
- ঘ. ১৮০ টাকা
উত্তরঃ ১৯০ টাকা
- ক. ২৫ গ্রাম
- খ. ৩০ গ্রাম
- গ. ৩৫ গ্রাম
- ঘ. ৪০ গ্রাম
উত্তরঃ ৩০ গ্রাম
- ক. ৩০০০ টাকা
- খ. ৬০০০ টাকা
- গ. ৯০০০ টাকা
- ঘ. ১২০০০ টাকা
উত্তরঃ ১২০০০ টাকা
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
- ক. ৬ :২
- খ. ৭:২
- গ. ২৭:২
- ঘ. ২৭:৫
উত্তরঃ ৭:২
a3 - 9 + (a+1)3 রাশিটির একটি উৎপাদক (a-1) এবং অপর একটি উৎপাদক?
- ক. 2a2 + 5a + 8
- খ. 2a2 - 5a + 8
- গ. 2a2 - 6a + 8
- ঘ. 2a2 + 5a - 8
উত্তরঃ 2a2 + 5a + 8
যে কোণের ডিগ্রী এর পরিমাণ ৯০ হলে তাকে কী বলে?
- ক. সমকোণ
- খ. স্থুলকোণ
- গ. সরলকোণ
- ঘ. সূক্ষ্মকোণ
উত্তরঃ সমকোণ
ABC সমকোণী ত্রিভুজের তিনটি বাহু a, b, c হলে, নিচের কোনিট সত্য?
- ক. a + b = c
- খ. a2 + b2 = c2
- গ. (a+b)2 = c2
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ a2 + b2 = c2
- ক. ১৯৪০ সাল, ২২ মার্চ
- খ. ১৯৪০ সাল, ২৩ মার্চ
- গ. ১৯৪১ সাল, ২২ মার্চ
- ঘ. ১৯৪১ সাল, ২৩ মার্চ
উত্তরঃ ১৯৪০ সাল, ২৩ মার্চ
মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. তাজউদ্দিন আহমদ
- গ. এ এইচ এম কামরুজ্জামান
- ঘ. মনসুর আলী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে?
- ক. লর্ড বেন্টিংক
- খ. লর্ড ক্যানিং
- গ. লর্ড ক্লাইভ
- ঘ. লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ কোথায় উৎক্সেপন করা হয়?
- ক. ফ্লোরিডা
- খ. টেক্সাস
- গ. ক্যালিফোনিয়া
- ঘ. নিউইয়র্ক
উত্তরঃ ফ্লোরিডা
বাংলাদেশের পোশাক খাত রফতানির দিক থেকে বর্তমানে বিশ্বে কোন অবস্থানে রয়েছে?
- ক. প্রথম
- খ. দ্বিতীয়
- গ. তৃতীয়
- ঘ. চতুর্থ
উত্তরঃ তৃতীয়
২০২০ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল?
- ক. জাপান
- খ. রাশিয়া
- গ. কাতার
- ঘ. ইতালি
উত্তরঃ জাপান
২০২০ সালের অস্কার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি?
- ক. Judy
- খ. Parasite
- গ. Rocketman
- ঘ. Once upon a time in Hollywood
উত্তরঃ Parasite
একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারী কে?
- ক. রিকি পন্টিং
- খ. শচীন টেন্ডুলকার
- গ. সনাৎ জয়সুরিয়া
- ঘ. সাঈদ আনোয়ার
উত্তরঃ শচীন টেন্ডুলকার
বিশ্ব পানি দিবস (World water day) কোনটি?
- ক. ২০ ফেব্রুয়ারি
- খ. ২০ আগস্ট
- গ. ২২ মার্চ
- ঘ. ২১ এপ্রিল
উত্তরঃ ২২ মার্চ
পক প্রণালি কোন দুটি দেশকে আলাদা করেছে?
- ক. ভারত ও বাংলাদেশ
- খ. ভারত ও শ্রীলংকা
- গ. মালয়েশিয়া ও সিঙ্গাপুর
- ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
উত্তরঃ ভারত ও শ্রীলংকা
- ক. এক সেকেন্ডের দশ কোটি ভাগের এক ভাগ
- খ. এক সেকেন্ডের একশত কোট ভাগের একভাগ
- গ. এক সেকেন্ডের ১ কোটি ভাগের ১ ভাগ
- ঘ. এক সেকেন্ডের ১০ লক্ষ ভাগের এক ভাগ
উত্তরঃ এক সেকেন্ডের একশত কোট ভাগের একভাগ
‘সামন্তবাদ’ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয়?
- ক. ইতালি
- খ. ফ্রান্স
- গ. রাশিয়া
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ফ্রান্স
কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন?
- ক. জার্মানি
- খ. ফ্রান্স
- গ. ইংল্যান্ড
- ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ জার্মানি
রিখটার স্কেল ব্যবহার করা হয় কী পরিমাপের জন্য?
- ক. সুনামি
- খ. ভূমিকম্প
- গ. টর্নেডো
- ঘ. সাইক্লোন
উত্তরঃ ভূমিকম্প
- ক. giving up
- খ. to give up
- গ. in giving up
- ঘ. from giving up
উত্তরঃ to give up
নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
- ক. বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
- খ. সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
- গ. ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
- ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ উপরের কোনোটিই নয়
‘প্রিস্টিনা’ কোন দেশের রাজধানী?
- ক. জর্জিয়া
- খ. ক্রোয়েশিা
- গ. মেসিডোনিয়া
- ঘ. মাল্টা
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন