জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর জুনিয়র ফিল্ড অফিসার

নিচের কোনটি ‘নঞ’ তৎপুরুষ সমাসের উদাহর?

  • ক. নৃতত্ত্ব
  • খ. আলুনি
  • গ. নাকে খত
  • ঘ. দায়ে ঠেকা

উত্তরঃ আলুনি

বিস্তারিত

একাধিক পদের এক পদীকরণের নাম -

  • ক. সন্ধি
  • খ. সমাস
  • গ. কারক
  • ঘ. বাগধারা

উত্তরঃ সমাস

বিস্তারিত

নিচের কোন বাগধারাটির অর্থ ‘মোসাহেব’?

  • ক. খয়ের খাঁ
  • খ. কাছা ঢিলা
  • গ. চিনির বলদ
  • ঘ. লেফাফা দুরস্ত

উত্তরঃ খয়ের খাঁ

বিস্তারিত

অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?

  • ক. অর্থ অনর্থ ঘটায়
  • খ. এ মেঘে বৃষ্টি হয় না
  • গ. বাবাকে বড্ড ভয় পাই
  • ঘ. পাপে বিরত হও

উত্তরঃ বাবাকে বড্ড ভয় পাই

বিস্তারিত

‘সারা রাত বৃষ্টি হয়েছে ‘ বাক্যটির কারক চিহ্নিত কর?

  • ক. অপাদান কারক
  • খ. অধিকরণ কারক
  • গ. কর্তৃকারক
  • ঘ. করণ কার

উত্তরঃ অধিকরণ কারক

বিস্তারিত

'Township' এর বাংলা পরিভাষা কী?

  • ক. শহর
  • খ. নগরায়ণ
  • গ. নগরবিদ্যা
  • ঘ. উপশহর

উত্তরঃ উপশহর

বিস্তারিত

কোনটি অশুদ্ধ বানান?

  • ক. বাল্মীকি
  • খ. সচ্যগ্র
  • গ. স্বত্ত্ব
  • ঘ. সঙ্ঘ

উত্তরঃ স্বত্ত্ব

বিস্তারিত

শুদ্ধ বানান কোনটি?

  • ক. পরিষেবা
  • খ. প্রজ্বলন
  • গ. উচ্ছাস
  • ঘ. অগ্রহায়ন

উত্তরঃ পরিষেবা

বিস্তারিত

‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?

  • ক. ফরাসি
  • খ. বর্মি
  • গ. পর্তুগিজ
  • ঘ. বাংলা

উত্তরঃ বর্মি

বিস্তারিত

‘ব্যাকরণ’ শব্দের বুৎপত্তিগত অর্থ কোনটি?

  • ক. অবগত হওয়া
  • খ. বাক্য ধারণা
  • গ. বিশেষভাবে উচ্চারণ
  • ঘ. বিশেষভাবে বিশ্লেষণ

উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ

বিস্তারিত

‘চিলেকোঠার সেপাই’ কার রচিত উপন্যাস?

  • ক. আখতাতার ইলিয়াস
  • খ. ইলিয়াস খান
  • গ. আখতারুজ্জামান ইলিয়াস
  • ঘ. আকতার জামান ইলিয়াস

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

বিস্তারিত

'Manifesto' এর বাংলা পরিভাষা কী?

  • ক. পাণ্ডুলিপি
  • খ. শপথ
  • গ. ইশতেহার
  • ঘ. সমীক্ষা

উত্তরঃ ইশতেহার

বিস্তারিত

‘খোদা’ কোন ভাষার শব্দ?

  • ক. আরবি
  • খ. ফরাসি
  • গ. ফারসি
  • ঘ. পাঞ্জাবি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

‘হ্ম’ এই যুক্তব্যঞ্জনে কী কী বর্ণ আছে?

  • ক. ক + ষ
  • খ. হ + ম
  • গ. ম + ম
  • ঘ. ঞ + জ

উত্তরঃ হ + ম

বিস্তারিত

নিচের কোনটি শিশধ্বনি?

  • ক. শ
  • খ. ড়
  • গ. ল
  • ঘ. র

উত্তরঃ

বিস্তারিত

লাল > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

  • ক. সমীভবন
  • খ. বিষমীভবন
  • গ. স্বরাগম
  • ঘ. ধ্বনি বিপর্যয়

উত্তরঃ ধ্বনি বিপর্যয়

বিস্তারিত

অগ্নির শব্দের সমার্থক নয় কোনটি?

  • ক. অনল
  • খ. বহ্নি
  • গ. পাবক
  • ঘ. মিহির

উত্তরঃ মিহির

বিস্তারিত

Choose the correct passive form of 'Who is calling me'?

  • ক. By whom am I called?
  • খ. By who am being called?
  • গ. By whom am I being called?
  • ঘ. By whom am I called?

উত্তরঃ By whom am I being called?

বিস্তারিত

Choose the correct passive form of 'What did you want'?

  • ক. What was wanted by you?
  • খ. What were wanted at you?
  • গ. What was want by you?
  • ঘ. What was wanted you?

উত্তরঃ What was wanted by you?

বিস্তারিত

Fill in the blank with the right option : He went to the school on ---foot?

  • ক. a
  • খ. an
  • গ. the
  • ঘ. no article

উত্তরঃ no article

বিস্তারিত

Select the correct form of adverb : 'The student has carefully submitted her examination paper."

  • ক. paper
  • খ. examination
  • গ. carefully
  • ঘ. student

উত্তরঃ carefully

বিস্তারিত

I while away my pastime with novels" - here 'while' is a/an -

  • ক. adverb
  • খ. verb
  • গ. conjunction
  • ঘ. adjective

উত্তরঃ verb

বিস্তারিত

Identify the correct antonym for the word 'Profligate' "

  • ক. aggravate
  • খ. frugal
  • গ. criticize
  • ঘ. copious

উত্তরঃ frugal

বিস্তারিত

Identify the correct synonym for the word 'Innocuous' "

  • ক. perky
  • খ. bitter
  • গ. dishearten
  • ঘ. harmless

উত্তরঃ harmless

বিস্তারিত

Choose the right Bengali translation of " Hardly I go out after dusk".

  • ক. আমি সন্ধার পর মোটেও বাইরে যাই না
  • খ. আমি সন্ধার পর প্রায়ই বাইরে যায়
  • গ. আমি সন্ধার পরপরই বাইরে যাই
  • ঘ. আমি সন্ধার পর কাদাচিৎ বাইরে যাই

উত্তরঃ আমি সন্ধার পর কাদাচিৎ বাইরে যাই

বিস্তারিত

Choose the right Bengali translation of the sentence " It is fifteen minutes past four" is

  • ক. এখন চারটা বেজে পনের মিনিট
  • খ. এখন চারটা বাজতে পনের মিনিট
  • গ. এখন চারটা বাজতে পাঁচ মিনিট
  • ঘ. এখন চারটা বাজতে পনের মিনিট বাকি

উত্তরঃ এখন চারটা বেজে পনের মিনিট

বিস্তারিত

Find the correctly spelt word :

  • ক. Forcast
  • খ. Forecaste
  • গ. Forcaust
  • ঘ. Forecast

উত্তরঃ Forecast

বিস্তারিত

Which of the following word is correctly spelt ?

  • ক. palete
  • খ. palet
  • গ. palate
  • ঘ. pelate

উত্তরঃ palate

বিস্তারিত

"Take one to task " means -

  • ক. resume
  • খ. imiate
  • গ. retrains
  • ঘ. rebuke

উত্তরঃ rebuke

বিস্তারিত

Choose the correct form of tense : I shall visit the Ekushay Book fair tomorrow.

  • ক. simple past
  • খ. simple present
  • গ. simple future
  • ঘ. future continous

উত্তরঃ simple future

বিস্তারিত

Choose the correct form of tense : The man has a gruff voice.

  • ক. simple present
  • খ. simple perfect
  • গ. past perfect
  • ঘ. present continuous

উত্তরঃ simple present

বিস্তারিত

Choose the correct form of tense : I will have finished this work by the end of this month.

  • ক. future perfect
  • খ. present perfect
  • গ. simple past
  • ঘ. simple present

উত্তরঃ future perfect

বিস্তারিত

Choose the correct sentence.

  • ক. Many people are dying of COVID-19
  • খ. Many people are dying for COVID-19
  • গ. Many people are dying by COVID-19
  • ঘ. Many people are killed for COVID-19

উত্তরঃ Many people are dying of COVID-19

বিস্তারিত

Choose the correct sentence.

  • ক. I was late because there was so much traffic
  • খ. I was late because there was so many traffic
  • গ. I was late because there was as much traffic
  • ঘ. I was late because there is no much traffic

উত্তরঃ I was late because there was so much traffic

বিস্তারিত

Choose the correct sentence.

  • ক. One should do his duties and responsibilities.
  • খ. One should do their duties and responsibilities.
  • গ. One should do ones duties and responsibilities.
  • ঘ. One should do one's duties and responsibilities.

উত্তরঃ One should do one's duties and responsibilities.

বিস্তারিত

একটি বই ১২০ টাকায় কিনে, ১০০ টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

  • ক. ১৬.৩৩ টাকা লাভ হবে
  • খ. ১৬.৬৭ টাকা লাভ হবে
  • গ. ১৭.৩৩ টাকা ক্ষতি হবে
  • ঘ. ১৬.৬৭ টাকা ক্ষতি হবে

উত্তরঃ ১৬.৬৭ টাকা ক্ষতি হবে

বিস্তারিত

a3 - 9 + (a+1)3 রাশিটির একটি উৎপাদক (a-1) এবং অপর একটি উৎপাদক?

  • ক. 2a2 + 5a + 8
  • খ. 2a2 - 5a + 8
  • গ. 2a2 - 6a + 8
  • ঘ. 2a2 + 5a - 8

উত্তরঃ 2a2 + 5a + 8

বিস্তারিত

যে কোণের ডিগ্রী এর পরিমাণ ৯০ হলে তাকে কী বলে?

  • ক. সমকোণ
  • খ. স্থুলকোণ
  • গ. সরলকোণ
  • ঘ. সূক্ষ্মকোণ

উত্তরঃ সমকোণ

বিস্তারিত

ABC সমকোণী ত্রিভুজের তিনটি বাহু a, b, c হলে, নিচের কোনিট সত্য?

  • ক. a + b = c
  • খ. a2 + b2 = c2
  • গ. (a+b)2 = c2
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ a2 + b2 = c2

বিস্তারিত

নিচের কোনটি মৌলিক সংখ্যা?

  • ক. ৯১
  • খ. ৮৭
  • গ. ৬৩
  • ঘ. ৫৯

উত্তরঃ ৫৯

বিস্তারিত

লাহোর প্রস্তাব কখন করা হয়?

  • ক. ১৯৪০ সাল, ২২ মার্চ
  • খ. ১৯৪০ সাল, ২৩ মার্চ
  • গ. ১৯৪১ সাল, ২২ মার্চ
  • ঘ. ১৯৪১ সাল, ২৩ মার্চ

উত্তরঃ ১৯৪০ সাল, ২৩ মার্চ

বিস্তারিত

মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. তাজউদ্দিন আহমদ
  • গ. এ এইচ এম কামরুজ্জামান
  • ঘ. মনসুর আলী

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে?

  • ক. লর্ড বেন্টিংক
  • খ. লর্ড ক্যানিং
  • গ. লর্ড ক্লাইভ
  • ঘ. লর্ড কর্নওয়ালিস

উত্তরঃ লর্ড কর্নওয়ালিস

বিস্তারিত

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ কোথায় উৎক্সেপন করা হয়?

  • ক. ফ্লোরিডা
  • খ. টেক্সাস
  • গ. ক্যালিফোনিয়া
  • ঘ. নিউইয়র্ক

উত্তরঃ ফ্লোরিডা

বিস্তারিত

২০২০ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল?

  • ক. জাপান
  • খ. রাশিয়া
  • গ. কাতার
  • ঘ. ইতালি

উত্তরঃ জাপান

বিস্তারিত

২০২০ সালের অস্কার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি?

  • ক. Judy
  • খ. Parasite
  • গ. Rocketman
  • ঘ. Once upon a time in Hollywood

উত্তরঃ Parasite

বিস্তারিত

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারী কে?

  • ক. রিকি পন্টিং
  • খ. শচীন টেন্ডুলকার
  • গ. সনাৎ জয়সুরিয়া
  • ঘ. সাঈদ আনোয়ার

উত্তরঃ শচীন টেন্ডুলকার

বিস্তারিত

বিশ্ব পানি দিবস (World water day) কোনটি?

  • ক. ২০ ফেব্রুয়ারি
  • খ. ২০ আগস্ট
  • গ. ২২ মার্চ
  • ঘ. ২১ এপ্রিল

উত্তরঃ ২২ মার্চ

বিস্তারিত

পক প্রণালি কোন দুটি দেশকে আলাদা করেছে?

  • ক. ভারত ও বাংলাদেশ
  • খ. ভারত ও শ্রীলংকা
  • গ. মালয়েশিয়া ও সিঙ্গাপুর
  • ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো

উত্তরঃ ভারত ও শ্রীলংকা

বিস্তারিত

আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?

  • ক. নীল নদ
  • খ. কঙ্গো
  • গ. নাইজার
  • ঘ. কোকো

উত্তরঃ নীল নদ

বিস্তারিত

কম্পিউটারের প্রজন্ম কয়টি?

  • ক. ৩টি
  • খ. ৪টি
  • গ. ৫টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৫টি

বিস্তারিত

ন্যানো সেকেন্ড হলো -

  • ক. এক সেকেন্ডের দশ কোটি ভাগের এক ভাগ
  • খ. এক সেকেন্ডের একশত কোট ভাগের একভাগ
  • গ. এক সেকেন্ডের ১ কোটি ভাগের ১ ভাগ
  • ঘ. এক সেকেন্ডের ১০ লক্ষ ভাগের এক ভাগ

উত্তরঃ এক সেকেন্ডের একশত কোট ভাগের একভাগ

বিস্তারিত

‘সামন্তবাদ’ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয়?

  • ক. ইতালি
  • খ. ফ্রান্স
  • গ. রাশিয়া
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন?

  • ক. জার্মানি
  • খ. ফ্রান্স
  • গ. ইংল্যান্ড
  • ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

রিখটার স্কেল ব্যবহার করা হয় কী পরিমাপের জন্য?

  • ক. সুনামি
  • খ. ভূমিকম্প
  • গ. টর্নেডো
  • ঘ. সাইক্লোন

উত্তরঃ ভূমিকম্প

বিস্তারিত

পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত?

  • ক. আফ্রিকা
  • খ. এশিয়া
  • গ. উত্তর আমেরিকা
  • ঘ. ইউরোপ

উত্তরঃ এশিয়া

বিস্তারিত

He advised me --- smoking.

  • ক. giving up
  • খ. to give up
  • গ. in giving up
  • ঘ. from giving up

উত্তরঃ to give up

বিস্তারিত

নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?

  • ক. বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
  • খ. সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
  • গ. ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
  • ঘ. উপরের কোনোটিই নয়

উত্তরঃ উপরের কোনোটিই নয়

বিস্তারিত

‘প্রিস্টিনা’ কোন দেশের রাজধানী?

  • ক. জর্জিয়া
  • খ. ক্রোয়েশিা
  • গ. মেসিডোনিয়া
  • ঘ. মাল্টা

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics