বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অপারেটর
সূর্য দীঘল বাড়ী উপন্যাসের রচয়িতা -
- ক. শহীদুল্লাহ কায়সার
- খ. জহির রায়হান
- গ. রশীদ করিম
- ঘ. আবু ইসহাক
উত্তরঃ আবু ইসহাক
রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন -
- ক. কালের যাত্রা
- খ. শেষ প্রশ্ন
- গ. শ্যামা
- ঘ. সঞ্চিতা
উত্তরঃ কালের যাত্রা
বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা -
- ক. সেলিনা হোসেন
- খ. রশীদ করিম
- গ. ড. মাজহারুল ইসলাম
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ড. মাজহারুল ইসলাম
- ক. আমার কথাই প্রমান্য হলো
- খ. আমার কথাই প্রমাণ হলো
- গ. আমার কথাই প্রমানীত হলো
- ঘ. আমার কথাই প্রমাণিত হলো
উত্তরঃ আমার কথাই প্রমাণিত হলো
নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?
- ক. সে ঘুমায়
- খ. সে লিখছে
- গ. সে বই পড়ছে
- ঘ. রিপা হাসছে
উত্তরঃ সে বই পড়ছে
- ক. বর্ণ সংস্করণ
- খ. যতি সংস্থাপন
- গ. নতুন শব্দ গঠন
- ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
উত্তরঃ নতুন শব্দ গঠন
‘কপোল ভিজিয়া গেল দুই নয়নের জলে’ - এখানে ‘কপোল’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. ললাট
- খ. গাল
- গ. কপাল
- ঘ. চিবুক
উত্তরঃ গাল
‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়?
- ক. একাদশে বৃহস্পতি
- খ. চাঁদের হাট
- গ. পোয়াবারো
- ঘ. রাহুর দশা
উত্তরঃ একাদশে বৃহস্পতি
‘যে শুনেই মনে রাখতে পারে’ - এর বাক্য সংকোচন
- ক. মনযোগী
- খ. মেধাবী
- গ. শ্রুতিধর
- ঘ. স্মৃতিবান
উত্তরঃ শ্রুতিধর
- ক. giving up
- খ. to give up
- গ. in giving up
- ঘ. from giving up
উত্তরঃ to give up
What is the adjective of the wore ' Heart'?
- ক. Heart
- খ. Hearten
- গ. Heartening
- ঘ. Heartful
উত্তরঃ Heartening
- ক. Giving up
- খ. To give up
- গ. In giving up
- ঘ. From giving up
উত্তরঃ To give up
Who is the author of 'Animal Farm'?
- ক. Thomas More
- খ. George Orwell
- গ. Boris Pasternak
- ঘ. Charles Dicken
উত্তরঃ George Orwell
He worked with all sincerity. The underlined phrase is -
- ক. A noun phrase
- খ. An adjective phrase
- গ. An infinitive phrase
- ঘ. An adverbial phrase
উত্তরঃ An adverbial phrase
- ক. eating only fruits
- খ. eating all types of food
- গ. eating only meat
- ঘ. eating grassed plant only
উত্তরঃ eating all types of food
What is the meaning of 'musk'?
- ক. a from a drama
- খ. a face cover
- গ. a substance used in making perfume
- ঘ. a disquise
উত্তরঃ a substance used in making perfume
Identify the determiner in the sentence 'Bring me the book'?
- ক. bring
- খ. that
- গ. me
- ঘ. book
উত্তরঃ that
Look at the flying bird. The word 'flying' in the sentence is a -
- ক. gerund
- খ. verbal noun
- গ. gerundial infinitive
- ঘ. participle
উত্তরঃ participle
একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো। কলমটির বিক্রয়মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত?
- ক. 11 : 10
- খ. 9 : 10
- গ. 10 : 11
- ঘ. 10 : 9
উত্তরঃ 11 : 10
- ক. ২ : ৩
- খ. ১ : ৪
- গ. ৪ : ১
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৪ : ১
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫। বড় বৃত্তের ও ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত?
- ক. ৯ : ১৬
- খ. ১৬ : ৯
- গ. ১৬ : ২৫
- ঘ. ২৫ : ১৬
উত্তরঃ ২৫ : ১৬
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
- ক. ৪২
- খ. ৩৯
- গ. ৩৬
- ঘ. ৩৭
উত্তরঃ ৩৯
- ক. ৯০
- খ. ১২০
- গ. ১১০
- ঘ. ১০০
উত্তরঃ ১০০
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?
- ক. ৪৫
- খ. ৭৫
- গ. ৯০
- ঘ. ১৮০
উত্তরঃ ৪৫
- ক. ৩০০০
- খ. ৬০০০
- গ. ৪৫০০
- ঘ. ৭৫০০
উত্তরঃ ৪৫০০
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত?
- ক. ৭/৯
- খ. ৯/৭
- গ. ৯/১১
- ঘ. ৩/১৩
উত্তরঃ ৯/৭
২৫০ টাকার ১/২% এর সাথে ১০০ যোগ করলে কত টাকা হবে?
- ক. ১০১
- খ. ১৫১
- গ. ২০১
- ঘ. ৩০১
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. ১২২০০
- খ. ১১২০০
- গ. ১০২০০
- ঘ. ১৩২০০
উত্তরঃ ১১২০০
৩ ভাইয়ের বয়সের গড় ১৭ বছর। বাবাসহ তাদের বয়সের গড় ২৬ হলে পিতার বয়স কত?
- ক. ৫২
- খ. ৫১
- গ. ৫৩
- ঘ. ৬৮
উত্তরঃ ৫৩
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?
- ক. ৩০
- খ. ৬০
- গ. ৪০
- ঘ. ৫০
উত্তরঃ ৬০
বাংলাদেশের প্রথম ডাকটিকেটের ডিজাইনার কে ছিলেন?
- ক. কামরুল হাসান
- খ. নিতুন কান্ডু
- গ. কাইয়ুম চৌধুরী
- ঘ. বিমান মল্লিক
উত্তরঃ বিমান মল্লিক
বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত?
- ক. ৫০০০ টাকা
- খ. ১০০০০ টাকা
- গ. ১৫০০০ টাকা
- ঘ. ২০০০০ টাকা
উত্তরঃ ২০০০০ টাকা
বাংলাদেশে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেয়ায়?
- ক. ঝিনাইদহ
- খ. ঠাকুরগাঁও
- গ. বান্দরবান
- ঘ. কুষ্টিয়া
উত্তরঃ বান্দরবান
বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?
- ক. ভুটান
- খ. সিঙ্গাপুর
- গ. আইসল্যান্ড
- ঘ. আফগানিস্তান
উত্তরঃ আইসল্যান্ড
আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ১৯৬৯ সালের কত তারিখে?
- ক. ২০ ফেব্রুয়ারি
- খ. ২১ ফেব্রুয়ারি
- গ. ২২ ফেব্রুয়ারি
- ঘ. ২৩ ফেব্রুয়ারি
উত্তরঃ ২২ ফেব্রুয়ারি
বাংলাদেশের পানিতে প্রতি লিটারে কতটুকু আর্সেনিক অনুমোদনযোগ্য?
- ক. 0.01 mg
- খ. 0.05 mg
- গ. 0.1 mg
- ঘ. 0.5 mg
উত্তরঃ 0.05 mg
ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
- ক. ব্রাসেলস
- খ. লুক্সেমবার্গ
- গ. ফ্রাঙ্কফুট
- ঘ. দ্য হেগ
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
- ক. ১৯ নভেম্বর ২০১৩
- খ. ২৬ সেপ্টেম্বর ২০১৭
- গ. ২০ মার্চ ২০১৯
- ঘ. ৩০ সেপ্টেম্বর ২০২০
উত্তরঃ ৩০ সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
- ক. ২০ কিলোমিটার
- খ. ৩৫ কিলোমিটার
- গ. ৫৫ কিলোমিটার
- ঘ. ৭৫ কিলোমিটার
উত্তরঃ ৫৫ কিলোমিটার
- ক. ভিটামিন এ
- খ. ভিটামিন বি
- গ. ভিটামিন সি
- ঘ. ভিটামিন ডি
উত্তরঃ ভিটামিন সি
এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি খেলোয়াড় কে?
- ক. গ্রেন ম্যাকগ্রা
- খ. ওয়াসিম আকরাম
- গ. লসিথ মালিঙ্গা
- ঘ. কোর্টনী ওয়ালশ
উত্তরঃ গ্রেন ম্যাকগ্রা
২০২১ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় গোল্ডেন বুট কে পেয়েছে?
- ক. নেইমার
- খ. লিওনেল মেসি
- গ. সুয়ারেজ
- ঘ. জেসুস
উত্তরঃ লিওনেল মেসি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. কর্নেল শফিউল্লাহ
- গ. জেনারেল এম.এ.জি ওসমানী
- ঘ. মেজর জিয়াউর রহমান
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান