বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসনএইচআর
- ক. অহিংস - সহিংস
- খ. প্রসন্ন - বিষণ্ণ
- গ. দোষী - নির্দোষী
- ঘ. নিষ্পাপ - পাপিন
উত্তরঃ দোষী - নির্দোষী
Education is enlightening. Here 'Enlightening' is :
- ক. A gerund
- খ. A participle
- গ. An infinitive
- ঘ. A finite verv
উত্তরঃ A gerund
What is a Funny poem of five lines called?
- ক. Quarter
- খ. Limerick
- গ. Sixtet
- ঘ. haiku
উত্তরঃ Limerick
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব দেশ কোনটি?
- ক. ইন্দোনেশিয়া
- খ. মালয়েশিয়া
- গ. মালদ্বীপ
- ঘ. পাকিস্তান
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
- ক. ইতালি
- খ. ইংল্যান্ড
- গ. ফ্রান্স
- ঘ. রাশিয়া
উত্তরঃ ইতালি
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা হয়?
- ক. ২৫৬ টি
- খ. ৪০৯৬ টি
- গ. ৬৫৬৩৬ টি
- ঘ. ৪২৯৪৯৬২৭ টি
উত্তরঃ ৬৫৬৩৬ টি
‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
- ক. বঙ্গদূত
- খ. জ্ঞানান্বেষণ
- গ. জ্ঞানাংকুর
- ঘ. সংবাদপ্রভাকর
উত্তরঃ জ্ঞানান্বেষণ
The Merchant of Venice is Shakespear play about -
- ক. a jew
- খ. a Moor
- গ. a Roman
- ঘ. a Turk
উত্তরঃ a jew
- ক. পরিবিবি
- খ. ইসলাম খান
- গ. শায়েস্তা খান
- ঘ. ঈশা খান
উত্তরঃ ইসলাম খান
মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় -
- ক. শব্দ শক্তি
- খ. তড়িৎ শক্তি
- গ. আলোক শক্তি
- ঘ. চৌম্বক শক্তি
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ব্যবহার করা হয়?
- ক. WAN
- খ. Satellite
- গ. MAN
- ঘ. TV রিমোর্ট কন্ট্রোল
উত্তরঃ TV রিমোর্ট কন্ট্রোল
“তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল” । এটি কোন বাক্য?
- ক. সরল
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. সংযুক্ত
উত্তরঃ জটিল
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
- ক. আলিবার্ড হল
- খ. এস্ট্রোলার হল
- গ. ওবেরী হল
- ঘ. কসমস
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
- ক. স্যাংগার ও পলিং
- খ. লুই পাস্তুর ও ওয়াটসন
- গ. ওয়াটমন ও ক্রিক
- ঘ. পলিং ও ক্রিক
উত্তরঃ ওয়াটমন ও ক্রিক
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে -
- ক. ইউকোসকু
- খ. গোয়াম
- গ. হাওয়াই
- ঘ. সুবিক বে
উত্তরঃ ইউকোসকু
- ক. সৈয়দ আলাওল
- খ. দীনবন্ধু মিত্র
- গ. জৈনুদ্দীন
- ঘ. অমিয় দেব
উত্তরঃ সৈয়দ আলাওল
- ক. the French people
- খ. the French language
- গ. the French manners
- ঘ. the French society
উত্তরঃ the French people
কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
- ক. জার্মানি
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. রাশিয়া
উত্তরঃ যুক্তরাষ্ট্র
সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম -
- ক. ক্রনোমিটার
- খ. কম্পাস
- গ. সিসমোগ্রাফ
- ঘ. সেক্সট্যান্ট
উত্তরঃ ক্রনোমিটার
'The people who carry a coffin at a funeral and called -
- ক. Undertakes
- খ. Supporters
- গ. Pallbearers
- ঘ. mourners
উত্তরঃ Pallbearers
অন্ধজনদের প্রতি লিখনরীতির উদ্ভাবন করেন -
- ক. ব্রেইল
- খ. কপার্নিকাস
- গ. ডেভিটবোর
- ঘ. টমাস আলভা এডিসন
উত্তরঃ ব্রেইল
- ক. ১৮১৭ সালে
- খ. ১৮৩২ সালে
- গ. ১৮৫২ সালে
- ঘ. ১৭৫৩ সালে
উত্তরঃ ১৭৫৩ সালে
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা লাইন কোনটি?
- ক. সনোরা
- খ. ম্যাকনামারা
- গ. ডুরান্ড
- ঘ. হিন্টারবার্গ
উত্তরঃ সনোরা
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করেছে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. নিউজিল্যান্ড
- গ. বাহামা
- ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ নিউজিল্যান্ড
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
- ক. ইয়াসির আরাফাত
- খ. নাগীব মাহফুজ
- গ. আনোয়ার সাদাত
- ঘ. প্রফেসর আবদুস সালাম
উত্তরঃ আনোয়ার সাদাত
‘জয়গুন’ - কোন উপন্যাসের চরিত্র?
- ক. জননী
- খ. সূর্যদীঘল বাড়ী
- গ. সারেং বৌ
- ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ সূর্যদীঘল বাড়ী
What is the meaning of 'White Elephant'?
- ক. White Elephant
- খ. A hoader
- গ. A black marketer
- ঘ. A very costly possession
উত্তরঃ A very costly possession
- ক. একটি উপজেলা
- খ. একটি নদী বন্দর
- গ. একটি উপন্যাস
- ঘ. একটি চিত্রশিল্প
উত্তরঃ একটি চিত্রশিল্প
- ক. মুক্তার দ্বীপ
- খ. পান্নার দ্বীপ
- গ. লবঙ্গ দ্বীপ
- ঘ. আগুনের দ্বীপ
উত্তরঃ আগুনের দ্বীপ
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
- ক. ৯ বছর
- খ. ১৪ বছর
- গ. ১৫ বছর
- ঘ. ১৮ বছর
উত্তরঃ ১৮ বছর
বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
- ক. চীন
- খ. ইন্দোনেশিয়া
- গ. যুগোশ্লাভিয়া
- ঘ. মালয়েশিয়া
উত্তরঃ ইন্দোনেশিয়া
- ক. সন্ধিজনিত
- খ. প্রত্যয়জনিত
- গ. উপসর্গজনিত
- ঘ. বিভক্তিজনিত
উত্তরঃ প্রত্যয়জনিত
কোন চুক্তির মাধ্যমে ‘ইইসি’ প্রতিষ্ঠা লাভ করে?
- ক. রোম চুক্তি
- খ. ম্যাসট্রিক্ট চুক্তি
- গ. ভিয়েনা কনভেনসন
- ঘ. ব্রাসেলস চুক্তি
উত্তরঃ রোম চুক্তি
মানবদেহের রক্ত চাপ নির্ণায়ক যন্ত্র -
- ক. স্ফিগমোম্যানোমিটার
- খ. স্টেথস্কোপ
- গ. কার্ডিওগ্রাফ
- ঘ. ইকোকার্ডিওগ্রাফ
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার
কোনটি হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ?
- ক. মরুমায়া
- খ. মরুভাস্কর
- গ. মরুতীর্থ
- ঘ. মরুকুসুম
উত্তরঃ মরুভাস্কর
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -
- ক. ক্রনোমিটার
- খ. ট্যাকোমিটার
- গ. হাইড্রোমিটার
- ঘ. ওডোমিটার
উত্তরঃ ট্যাকোমিটার
কে জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে যুক্ত নয়?
- ক. জহরলাল নেহেরু
- খ. মার্শাল টিটো
- গ. ড. সুকর্ণ
- ঘ. আনোয়ার সাদাত
উত্তরঃ আনোয়ার সাদাত
১টি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
- ক. ৪%
- খ. ৬%
- গ. ৫%
- ঘ. ৭%
উত্তরঃ ৫%
- ক. প্রাচীন জনপদ
- খ. তামার পাতে শাসনাদেশ
- গ. প্রাচীন গ্রন্থ
- ঘ. প্রাচীন ভাষা
উত্তরঃ প্রাচীন জনপদ
বাংলা একাডেমির ১ম মহাপরিচালক কে?
- ক. প্রফেসর আবদুল হাই
- খ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
- গ. কাজী মোতাহার হোসেন
- ঘ. ড. এনামুল হক
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. রত্নাকর দস্যু
- খ. কবীন্ত্র পরমেশ্বর
- গ. কৃত্তিবাস ওজা
- ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ রত্নাকর দস্যু
প্রথম বাংলা ‘থিসরাস’ অভিধান সংকলন করেছেন?
- ক. অশোক মুখোপাধ্যায়
- খ. জগন্নাত চক্রবর্তী
- গ. আশীষ রায়
- ঘ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
উত্তরঃ অশোক মুখোপাধ্যায়
১৭৮৩ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে -
- ক. ফ্রান্স ও জার্মানি
- খ. ফ্রান্স ও যুক্তরাজ্য
- গ. জার্মানি ও যুক্তরাজ্য
- ঘ. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
পারমাণবিক বোমার জনক ওপেন হ্যাইমার এর জম্মস্থান -
- ক. যুক্তরাষ্ট্র
- খ. রাশিয়া
- গ. যুক্তরাজ্য
- ঘ. জার্মানি
উত্তরঃ যুক্তরাষ্ট্র
- ক. লেন্সের ক্ষমতা
- খ. এক্সরে
- গ. দীপন ক্ষমতা
- ঘ. তেজস্ত্রিয়তা
উত্তরঃ তেজস্ত্রিয়তা
সমাজকর্ম ‘মূল্যবোধ নিরপেক্ষ’ বা Value Free নয় কেন?
- ক. স্বীকৃত পেশাবলে
- খ. অস্বীকৃত পেশাবলে
- গ. লাভজনক পেশাবলে
- ঘ. সামাজিক পেশাবলে
উত্তরঃ স্বীকৃত পেশাবলে