১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় ২

বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?

  • ক. ৫১৩৮ কিমি
  • খ. ৫১২০ কিমি
  • গ. ৪৫০০ কিমি
  • ঘ. ৪৩০০ কিমি

উত্তরঃ ৫১৩৮ কিমি

বিস্তারিত

বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

  • ক. সিলেটের লালখানে
  • খ. নাটোরের লালপুরে
  • গ. মৌলভীবাজারের মাধবকুণ্ডে
  • ঘ. রাজশাহীর তানোরে

উত্তরঃ সিলেটের লালখানে

বিস্তারিত

‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি কার রচনা?

  • ক. তাজউদ্দীন আহমেদ
  • খ. শেরেবাংলা এ.কে. ফজলুল হক
  • গ. ক্যাপ্টেন মনসুর আলী
  • ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি?

  • ক. ৪টি
  • খ. ৫টি
  • গ. ৬টি
  • ঘ. ৭টি

উত্তরঃ ৪টি

বিস্তারিত

সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

  • ক. ভিটামিন এ
  • খ. ভিটামিন বি
  • গ. ভিটামিন ই
  • ঘ. ভিটামিন ডি

উত্তরঃ ভিটামিন ডি

বিস্তারিত

জাতীয় শিক্ষক দিবস হলো -

  • ক. ১৯ জানুয়ারি
  • খ. ২০ জানুয়ারি
  • গ. ২১ জানুয়ারি
  • ঘ. ২২ জানুয়ারি

উত্তরঃ ১৯ জানুয়ারি

বিস্তারিত

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়?

  • ক. মাগুরা
  • খ. মেহেরপুর
  • গ. যশোর
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ যশোর

বিস্তারিত

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?

  • ক. সাঁওতাল
  • খ. চাকমা
  • গ. মারমা
  • ঘ. রাখাইন

উত্তরঃ সাঁওতাল

বিস্তারিত

সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়?

  • ক. লেবার পার্টি
  • খ. ডেমোক্রেটিক ইউনিয়ন
  • গ. স্কটিশ এলায়েন্স
  • ঘ. কনজারভেটিভ পার্টি

উত্তরঃ কনজারভেটিভ পার্টি

বিস্তারিত

বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?

  • ক. পাকিস্তান
  • খ. নেপাল
  • গ. শ্রীলংকা
  • ঘ. ভারত

উত্তরঃ পাকিস্তান

বিস্তারিত

‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার রচনা?

  • ক. আবুল ফজল
  • খ. কৌটিল্য
  • গ. ইবনে খালদুন
  • ঘ. দীনেশ চন্দ্র সেন

উত্তরঃ কৌটিল্য

বিস্তারিত

‘সৎগুণই জ্ঞান’ উক্তিটি কার?

  • ক. সক্রেটিস
  • খ. প্লেটো
  • গ. জন লক
  • ঘ. এরিস্টটল

উত্তরঃ সক্রেটিস

বিস্তারিত

যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফাটি ছিল -

  • ক. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা
  • খ. পাটকল জাতীয়করণ করা
  • গ. চাকরিতে সকলের সমান অধিকার নিশ্চিত করা
  • ঘ. পূর্ব পাকিস্তানের সুষম উন্নয়ন নিশ্চিত করা

উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা

বিস্তারিত

এডিস মশা নিচের কোন রোগটির বাহন?

  • ক. গোদ রোগ
  • খ. ম্যালেরিয়া
  • গ. চিকুনগুনিয়া
  • ঘ. ফাইলেরিয়া

উত্তরঃ চিকুনগুনিয়া

বিস্তারিত

কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র্রর নারীরা ভোটাধিকার লাভ করে?

  • ক. ১৮২০ সালে
  • খ. ১৮২১ সালে
  • গ. ১৯২০ সালে
  • ঘ. ১৯২১ সালে

উত্তরঃ ১৯২০ সালে

বিস্তারিত

আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?

  • ক. ৮ মার্চ
  • খ. ৫ জুন
  • গ. ১০ ডিসেম্বর
  • ঘ. ৮ সেপ্টেম্বর

উত্তরঃ ৮ মার্চ

বিস্তারিত

জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর কোথায়?

  • ক. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
  • খ. প্যারিস, ফ্রান্স
  • গ. ভিয়েনা, অস্ট্রিয়া
  • ঘ. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র

উত্তরঃ ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া

বিস্তারিত

পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে -

  • ক. অ্যাসকরবিক এসিড
  • খ. অক্সালিক এসিড
  • গ. মিথানয়িক এসিড
  • ঘ. টারটারিক এসিড

উত্তরঃ মিথানয়িক এসিড

বিস্তারিত

২২ তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কোন দেশে?

  • ক. জার্মানি
  • খ. আর্জেন্টিনা
  • গ. মেক্সিকো
  • ঘ. কাতার

উত্তরঃ কাতার

বিস্তারিত

এয়ারফোর্স ওয়ান কি?

  • ক. ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিমান
  • খ. রাশিয়ার রাষ্ট্রপতির বিমান
  • গ. আমেরিকার রাষ্ট্রপতির বিমান
  • ঘ. স্পেনের রানির বিমান

উত্তরঃ আমেরিকার রাষ্ট্রপতির বিমান

বিস্তারিত

দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি?

  • ক. ক্রোনার
  • খ. ক্রুজিরা
  • গ. পেশো
  • ঘ. র‌্যান্ড

উত্তরঃ র‌্যান্ড

বিস্তারিত

কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?

  • ক. থার্মোমিটার
  • খ. ফ্যাদোমিটার
  • গ. স্ফিগমোম্যানোমিটার
  • ঘ. রিখটার স্কেল

উত্তরঃ ফ্যাদোমিটার

বিস্তারিত

মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?

  • ক. ইঙ্গিতের সাহায্যে
  • খ. ঠোঁটের সাহায্যে
  • গ. কণ্ঠের সাহায্যে
  • ঘ. বাগযন্ত্রের সাহায্যে

উত্তরঃ বাগযন্ত্রের সাহায্যে

বিস্তারিত

কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?

  • ক. সাধুভাষা
  • খ. আদর্শ চলিত ভাষা
  • গ. আঞ্চলিক ভাষা
  • ঘ. দেশি ভাষা

উত্তরঃ আদর্শ চলিত ভাষা

বিস্তারিত

‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ -

  • ক. একই স্বভাবের
  • খ. নিরেট মূর্খ
  • গ. একগুঁয়ে
  • ঘ. সহায় সম্বলহীন

উত্তরঃ একগুঁয়ে

বিস্তারিত

‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?

  • ক. অপদার্থ
  • খ. মূর্খ
  • গ. সক্রিয় দর্শক
  • ঘ. নিষ্ক্রিয় দর্শক

উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক

বিস্তারিত

বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?

  • ক. দাঁড়ি
  • খ. কোলন
  • গ. কমা
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ কমা

বিস্তারিত

কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতি চিহ্নটি বসবে?

  • ক. কোলন
  • খ. ড্যাস
  • গ. হাইফেন
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ সেমিকোলন

বিস্তারিত

কোন বানানটি সঠিক?

  • ক. সমিচিন
  • খ. সমীচীন
  • গ. সমীচিন
  • ঘ. সমিচীন

উত্তরঃ সমীচীন

বিস্তারিত

Man gets as much as he wants এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?

  • ক. মানুষের চাওয়া বেশি, পাওয়া বেশি
  • খ. মানুষ যত পায়, তত চায়
  • গ. মানুষের চাওয়ার শেষ নেই
  • ঘ. মানুষ যা চায় তা পায় না

উত্তরঃ মানুষ যত পায়, তত চায়

বিস্তারিত

'It is a long story' এর সঠিক বাংলা অনুবাদ -

  • ক. সে এক বিরাট ইতিহাস
  • খ. বড় কাহিনী
  • গ. সে অনেক কথা
  • ঘ. সে অনেক বড় কাহিনী

উত্তরঃ সে অনেক কথা

বিস্তারিত

কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. অনেক সন্ন্যাসিতে গাজন নষ্ট
  • খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
  • গ. অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট
  • ঘ. অধিক সন্ন্যাসীতে গান নষ্ট

উত্তরঃ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

বিস্তারিত

শুদ্ধ কোনটি?

  • ক. ভূবন
  • খ. ভুবন
  • গ. ভুবণ
  • ঘ. ভূবণ

উত্তরঃ ভুবন

বিস্তারিত

সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?

  • ক. সন্ধি
  • খ. প্রত্যয়
  • গ. বচন
  • ঘ. সমাস

উত্তরঃ সন্ধি

বিস্তারিত

নিয়ম অনুসারে সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রাজ্ + নী
  • খ. রাগ্ + নী
  • গ. রাজ্ + জ্ঞী
  • ঘ. রাগ্ + জ্ঞী

উত্তরঃ রাজ্ + নী

বিস্তারিত

সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

  • ক. অভিব্যাপক
  • খ. আধারাধিকরণ
  • গ. ঐকদেশিক
  • ঘ. কালাধিকরণ

উত্তরঃ ঐকদেশিক

বিস্তারিত

‘আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে’? - ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. করণে ৭মী
  • ঘ. অপাদানে ৭মী

উত্তরঃ অপাদানে ৭মী

বিস্তারিত

কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?

  • ক. উপপদ তৎপুরুষ
  • খ. উপমান কর্মধারয়
  • গ. উপমিত কর্মধারয়
  • ঘ. নিত্য সমাস

উত্তরঃ উপপদ তৎপুরুষ

বিস্তারিত

অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?

  • ক. প্রত্যয়ান্ত বহুব্রীহি
  • খ. সংখ্যাবাচক বহুব্রীহি
  • গ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
  • ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি

উত্তরঃ নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

বিস্তারিত

প্রাতিপদিক কী?

  • ক. সাধিত শব্দ
  • খ. বিভক্তিযুক্ত শব্দ
  • গ. বিভক্তিহীন নাম শব্দ
  • ঘ. প্রত্যয়যুক্ত শব্দ

উত্তরঃ বিভক্তিহীন নাম শব্দ

বিস্তারিত

প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?

  • ক. নীল + মা = নীলিমা
  • খ. নীল + ইমন = নীলিমা
  • গ. নী + ইলিমা = নীলিমা
  • ঘ. নিলী + মা = নীলিমা

উত্তরঃ নীল + ইমন = নীলিমা

বিস্তারিত

‘অম্বর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. চন্দ্র
  • খ. সূর্য
  • গ. নভ
  • ঘ. মেঘ

উত্তরঃ নভ

বিস্তারিত

‘প্রসারণ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অপ্রসারণ
  • খ. অপসরণ
  • গ. আকিঞ্চন
  • ঘ. আকুঞ্চন

উত্তরঃ আকুঞ্চন

বিস্তারিত

‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ - এক কথায় কী হবে?

  • ক. ইতিহাসসচেতন
  • খ. ঐতিহাসিক
  • গ. ইতিহাসবেত্তা
  • ঘ. চিন্তাবিদ

উত্তরঃ ইতিহাসবেত্তা

বিস্তারিত

‘নী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?

  • ক. অরণ্যানী
  • খ. চাকরানী
  • গ. ভাগনী
  • ঘ. মেধাবিনী

উত্তরঃ মেধাবিনী

বিস্তারিত

‘শুক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

  • ক. সারী
  • খ. শারী
  • গ. শুকী
  • ঘ. সারা

উত্তরঃ শুকী

বিস্তারিত

তিনি সৎ লোক ছিলেন, তাই না?

  • ক. He was truthful, was he?
  • খ. He was an honest man, wasn't he?
  • গ. He was an honest man, did not he?
  • ঘ. He was really an honest man?

উত্তরঃ He was an honest man, wasn't he?

বিস্তারিত

আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি?

  • ক. He received your letter just now.
  • খ. I have just received your letter
  • গ. I just have received your letter.
  • ঘ. Just I have received your letter.

উত্তরঃ I have just received your letter

বিস্তারিত

গাছে এখনও ফল ধরেনি।

  • ক. The tree has not yet borne fruit.
  • খ. There is no fruit in the tree.
  • গ. Still the tree is without fruit.
  • ঘ. The tree has not born fruit you.

উত্তরঃ The tree has not yet borne fruit.

বিস্তারিত

গুজবে কান দেওয়া উচিত নয়।

  • ক. One should not concentrate on rumour.
  • খ. We should not hear rumour.
  • গ. One should not give ear to rumour.
  • ঘ. We should not give our ear on rumour.

উত্তরঃ One should not give ear to rumour.

বিস্তারিত

সে হাঁপাতে হাঁপাতে এখানে আসল।

  • ক. He has come here exhausted.
  • খ. He had come here runing.
  • গ. He came here hurriedly.
  • ঘ. He came here panting.

উত্তরঃ He came here panting.

বিস্তারিত

কিছু করার আগে ভাল করে ভেবে নাও।

  • ক. Think before you do anything.
  • খ. Look before you leap.
  • গ. Look before you do.
  • ঘ. Think before you leap.

উত্তরঃ Look before you leap.

বিস্তারিত

The noun form of 'broad' is -

  • ক. broadly
  • খ. breath
  • গ. broaden
  • ঘ. breadth

উত্তরঃ breadth

বিস্তারিত

The verb form of 'little' is -

  • ক. belittle
  • খ. enlittle
  • গ. littlen
  • ঘ. littlise

উত্তরঃ belittle

বিস্তারিত

What part of speech is the word 'manly'?

  • ক. Noun
  • খ. Verb
  • গ. Adjective
  • ঘ. Adverb

উত্তরঃ Adjective

বিস্তারিত

The noun form of approve is -

  • ক. approveness
  • খ. approof
  • গ. approval
  • ঘ. aproval

উত্তরঃ approval

বিস্তারিত

Lima along with her friends - to school everyday.

  • ক. go
  • খ. goes
  • গ. is going
  • ঘ. are going

উত্তরঃ goes

বিস্তারিত

Mr. Ruhin - a crime.

  • ক. did
  • খ. does
  • গ. comits
  • ঘ. committed

উত্তরঃ committed

বিস্তারিত

Your watch had turn -

  • ক. down
  • খ. short
  • গ. good
  • ঘ. up

উত্তরঃ down

বিস্তারিত

What is the verb form of the worb 'beauty'?

  • ক. beautiful
  • খ. beautifully
  • গ. beautifying
  • ঘ. beautify

উত্তরঃ beautify

বিস্তারিত

The worb 'docile' refers to -

  • ক. wild
  • খ. angry
  • গ. disheartened
  • ঘ. tame

উত্তরঃ tame

বিস্তারিত

The antonym of 'candid' is -

  • ক. frank
  • খ. straight forward
  • গ. reserved
  • ঘ. truthful

উত্তরঃ reserved

বিস্তারিত

The synonym of 'decrease' is -

  • ক. abate
  • খ. destroy
  • গ. expand
  • ঘ. amplify

উত্তরঃ abate

বিস্তারিত

'At a loss' means -

  • ক. puzzled
  • খ. destroyed
  • গ. defeat
  • ঘ. harm

উত্তরঃ puzzled

বিস্তারিত

Now-a-days educative programmes are - on different TV channels.

  • ক. seen
  • খ. telecasting
  • গ. telecast
  • ঘ. telecasted

উত্তরঃ telecast

বিস্তারিত

Friendship is nothing but a name. (Interrogative)

  • ক. What is friendship but a name?
  • খ. Is friendship anything but a name?
  • গ. What is nothing but a name?
  • ঘ. Why is friendship a name?

উত্তরঃ Is friendship anything but a name?

বিস্তারিত

It is beyond doubt that he is a brave man.(Simple)

  • ক. It is doubtless that he is a brave man.
  • খ. There is no doubt that he is a brave man.
  • গ. Undoubtedly he is a brave man.
  • ঘ. He is a brave and there is no doubt about it.

উত্তরঃ Undoubtedly he is a brave man.

বিস্তারিত

We should love our country.(Imperative)

  • ক. Love our country
  • খ. Let us love our country
  • গ. We may not hate our country
  • ঘ. Should love our country

উত্তরঃ Let us love our country

বিস্তারিত

Water-logging is one of the worst problems in our country.(Positive)

  • ক. No other problem in our country is as bad as water-logging.
  • খ. Very few problems in our country are as bad as water-logging.
  • গ. Water-logging is a very worse problem in our country.
  • ঘ. Water logging is worse than any other problem in our country.

উত্তরঃ Very few problems in our country are as bad as water-logging.

বিস্তারিত

As soon as the teacher enters the classroom, the students stand up.(Negative)

  • ক. No sooner does the teacher enter the classroom than the students stand up.
  • খ. No sooner the teacher enters the classroom than students stand up.
  • গ. No sooner had the teacher enterd the classroom than the students stood up.
  • ঘ. The students stood up as the teacher entered the classroom.

উত্তরঃ No sooner does the teacher enter the classroom than the students stand up.

বিস্তারিত

What cannot be cured must be endured.(Active)

  • ক. We must be endured what we can not cure.
  • খ. We cannot cure what we must endure.
  • গ. Must be endure can cure.
  • ঘ. We must endure what we cannot cure.

উত্তরঃ We must endure what we cannot cure.

বিস্তারিত

৫ঃ৭ এবং ৩ঃ১৩ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?

  • ক. ১৫ঃ২১ঃ৯১
  • খ. ২১ঃ১৫ঃ৯১
  • গ. ২১ঃ১৫ঃ৬৫
  • ঘ. ১৫ঃ২১ঃ৩৯

উত্তরঃ ১৫ঃ২১ঃ৯১

বিস্তারিত

১৮ নিচের কোন সংখ্যার ৮% এর সমান?

  • ক. ৪৪.৪৪
  • খ. ১.৪৪
  • গ. ১৮০
  • ঘ. ২২৫

উত্তরঃ ২২৫

বিস্তারিত

16x2 - 25y2 এবং 22ax - 15ay এর গ.সা.গু. কত?

  • ক. 6ax - 10ay
  • খ. 4x + 5y
  • গ. 4ax - 5ay
  • ঘ. 4x - 5y

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

৫০০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো, ক্রয়মূল্য কত?

  • ক. ৬২৫ টাকা
  • খ. ৫২৫ টাকা
  • গ. ৪০০ টাকা
  • ঘ. ৩৭৫ টাকা

উত্তরঃ ৪০০ টাকা

বিস্তারিত

৬% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা ?

  • ক. ৫ বছর
  • খ. ৪ বছর
  • গ. ৩ বছর
  • ঘ. ২ বছর

উত্তরঃ ৫ বছর

বিস্তারিত

৪, ৬, ৮ এর ৪র্থ সমানুপাতিক কোনটি?

  • ক. ১০
  • খ. ১২
  • গ. ২৪
  • ঘ. ৪৮

উত্তরঃ ১২

বিস্তারিত

6x - 7x - 5 এর উৎপাদক নিচের কোনটি?

  • ক. (2x+1)(3x-5)
  • খ. (2x+5)(3x-1)
  • গ. (2x-1)(3x+5)
  • ঘ. (2x-5)(3x+1)

উত্তরঃ (2x+1)(3x-5)

বিস্তারিত

ax = y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?

  • ক. y = logxa
  • খ. x = logay
  • গ. a = logxy
  • ঘ. x = logya

উত্তরঃ x = logay

বিস্তারিত

কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সেমি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?

  • ক. 40 বর্গসেমি
  • খ. 30 বর্গসেমি
  • গ. 24 বর্গসেমি
  • ঘ. 12 বর্গসেমি

উত্তরঃ 24 বর্গসেমি

বিস্তারিত

বৃত্তের উপচাপে অন্তলিখিত কোণ -

  • ক. স্থুলকোণ
  • খ. সূক্ষ্মকোণ
  • গ. সমকোণ
  • ঘ. প্রবৃদ্ধকোণ

উত্তরঃ স্থুলকোণ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics