১২তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা

76. The Transfer of Property Act, 1882 এর বিধান মতে নিম্নের কোনটি নালিশযোগ্য দাবী (actionable claim) নয় -

  • ক. জামানত বিহীন ঋণ
  • খ. জামানতে গৃহীত ঋণ
  • গ. বকেয়া করের দাবী
  • ঘ. চুক্তির সুবিধা বা লাভের দাবী

77. উত্তরকালীন অসম্ভবতা (supervening impossibillity) এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়?

  • ক. চু্ক্তি করার সময় চু্ক্তি পালন সম্ভব ছিল
  • খ. চু্ক্তি পরবর্তী কার্য সম্পাদন কার্য সম্পাদন অসম্ভব নয়
  • গ. অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়
  • ঘ. অসম্ভবতা প্রাকৃতিক বা রাষ্ট্রীয় কারণে হয়

83. As per Section 89A of the Code of Civil Procedure, 1908 after filling written statement the court -

  • ক. may refer the dispute for mediation
  • খ. may refer the dispute for conciliation
  • গ. shall may refer the dispute for mediation
  • ঘ. shall may refer the dispute for conciliation

85. দেওয়ানী আদালত গঠিত হয় নিচের কোন আইন অনুযায়ী?

  • ক. The Code of Civil Procedure, 1908
  • খ. The General Clauses Act, 1897
  • গ. The Civil Courts Act, 1887
  • ঘ. The Constitution of the People's Republic of Bangladesh

89. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী হ্যাকিং এর অপরাধের শাস্তি কী?

  • ক. অনধিক বারো বছর এবং অন্যূন পাঁচ বছর কারাদণ্ড, বা অনধিক দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
  • খ. অনধিক দশ বছর এবং অন্যূন তিন বছর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
  • গ. অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ড, বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
  • ঘ. সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক পঞ্চাশ লাখ টাকা অর্থদণ্ড

91. ‘ক’ বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ৫,০০,০০০/- টাকা ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়। ব্যাংক ‘ক’ এর বিরুদ্ধে দায়ের করতে পারবে -

  • ক. অর্থঋণ আদালতে নিয়মিত মামলা
  • খ. যুগ্ম জেলা জজ আদালতে টাকার মামলা
  • গ. সিনিয়র সহকারী জজ আদালতে টাকার মামলা
  • ঘ. সার্টিফিকেট মামলা

92. দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী কমিশনের কোন কর্মকর্তা ফাঁদ মামলা (Trap case) পরিচালনা করতে পারেন?

  • ক. সহকারী পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
  • খ. উপ পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
  • গ. পরিচালক মপমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
  • ঘ. কমিশনার পদমর্যাদার যে কোনো কর্মকর্তা

94. মিমাংসার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসার পারেন না -

  • ক. মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে
  • খ. বিরোধ সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে
  • গ. স্ব-উদ্যোগে আইনগত পশ্নে মতামত প্রদান করতে
  • ঘ. মিমাংসা সভার কার্যপদ্ধতি নির্ধারণ করতে

96. কোনো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area) ঘোষণা করতে পারে কে?

  • ক. পরিবেশ আদালত
  • খ. সমাজসেবা অধিদপ্তর
  • গ. পরিবেশ আপীল আদালত
  • ঘ. সরকার, গেজেটের মাধ্যমে

97. মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একজন নারীকে আটক করলে অর্থদণ্ডস সাজা কী হবে?

  • ক. মৃত্যুদণ্ড
  • খ. ১৪ বছর সশ্রম কারাদণ্ড
  • গ. যাবজ্জীবন কারাদণ্ড
  • ঘ. মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics