পঙ্ক্তি ও বক্তা

26. ‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?

  • ক. বঙ্কিমচন্দ্র
  • খ. রবীন্দ্রনাথ
  • গ. মোহাম্মদ বরকতুল্লাহ
  • ঘ. মোতাহের হোসেন চৌধুরী

উত্তরঃ রবীন্দ্রনাথ

বিস্তারিত

27. ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান’ পঙ্ক্তিটির রচয়িতা কে?

  • ক. অতুল প্রসাদ সেন
  • খ. মুকুন্দরাম
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. শেখ ফজলুল করিম

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

28. ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরেন নাই’ উক্তিটি কোন গল্প লেখকের?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
  • খ. মানিক বন্দোপাধ্যায়
  • গ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

29. ‘খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হইল দোঁহে, কি ছিল বিধাতার মনে’ কবিতাংশটুকুর রচয়িতা কে?

  • ক. সুকুমার রায়
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

30. ‘হায়রে, তাহার বউমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর এবার এমন বাজখাই খাদে নামিল কেমন করিয়া?’ উদ্ধতাংশটুকু প্রবন্ধকার কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

31. নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি’।

  • ক. সুকান্ত ভট্টাচার্য
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

32. ‘এ যে দুর্লভ, এ যে মানবী, ইহাররহস্যের কি অন্ত আছে?’ এই উক্তিটি কার?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

33. ‘মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না’ --- কার কথা?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. শেক্সপিয়ার
  • ঘ. কবি কায়কোবাদ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

34. ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’- রবীন্দ্রনাথের কোন্ কাব্যের কবিতা?

  • ক. পূরবী
  • খ. শেষলেখা
  • গ. আকাশ প্রদীপ
  • ঘ. সেঁজুতি

উত্তরঃ শেষলেখা

বিস্তারিত

36. ‘একখানি ছোটো খেত, আমি একেলা’- রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ?

  • ক. চিত্রা
  • খ. বলাকা
  • গ. সোনার তরী
  • ঘ. সাধারণ মেয়ে

উত্তরঃ সোনার তরী

বিস্তারিত

38. ‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’- পঙ্ক্তিটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. মোহিতলাল মজুমদার

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

43. ‘আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে’ উদ্ধৃতাংশটি কোন কবির কোন কবিতার অংশ?

  • ক. প্রশ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. রক্তাম্বরধারিণী মা-কাজী নজরুল ইসলাম
  • গ. সিঁড়ি-সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. সোমের প্রতি তারা-মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ প্রশ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

44. ‘এনেছিলে সাথে করে মৃতুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান।’ কবিশুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. আশুতোষ মুখোপাধ্যায়
  • গ. নবীনচন্দ্র
  • ঘ. চিত্তরঞ্জন দাস

উত্তরঃ চিত্তরঞ্জন দাস

বিস্তারিত

46. “সম্মুখে শান্তি পারাবার ভাসাও তরী হেকর্ণধার তুমি হবে চিরসাথী লও লও হে ক্রোড়পতি অসীমের পথে জ্বলিব জ্যোতি ধ্রুবতারার।” উদ্ধৃতাংশটুকুর রচয়িতা কে?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. দ্বিজেন্দ্রলাল রায়
  • গ. সতোন্দ্রনাথ দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

47. ‘ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী’ কার লেখা?

  • ক. মোহিতলাল মজুমদার
  • খ. দীননাথ সেন
  • গ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কবি কাজী নজরুল ইসলাম

উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

48. ‘নমো নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি’ উদ্ধৃতাংশের লেখক-

  • ক. বঙ্কিমচন্দ্র
  • খ. সুফিয়া কামাল
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. রবীন্দ্রনাথ

উত্তরঃ রবীন্দ্রনাথ

বিস্তারিত

49. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলা বান’ কার রচনা?

  • ক. যতীনদ্রনাথ সেন
  • খ. রজনীকান্ত
  • গ. রবীন্দ্রনাথ
  • ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ রবীন্দ্রনাথ

বিস্তারিত

50. ‘চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক’ বলেছেন-

  • ক. কবি ইকবাল
  • খ. নজরুল ইসলাম
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ নজরুল ইসলাম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects