পঙ্ক্তি ও বক্তা

77. ‘হে মাঝি! এবার তুমিও পেয়োনা ভয়, তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময়, ঝরুক এ ঝড়ে নারঙ্গীপাতা, তবু পাতা আগণন ভিড় করে- যেথা জাগছে আকাশে হেরার রাজতোরণ।’ কবিা ও কবিতার নাম-

  • ক. নজরুল, কাফেলা
  • খ. রবীন্দ্রনাথ, ঝড়
  • গ. ফররুখ সাত সাগরের মাঝি
  • ঘ. আল মাহমুদ, বন্য স্বপ্নেরা

উত্তরঃ ফররুখ সাত সাগরের মাঝি

বিস্তারিত

78. ‘মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি’ কবিতার এই অংশ বিশেষের রচয়িতা-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

79. ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে।’ পঙ্ক্তিদ্বয় কোন কবিতা হতে নেওয়া হয়েছে?

  • ক. মানুষকে
  • খ. শহীদ স্মরণে
  • গ. পরার্থে
  • ঘ. মানব কল্যাণ

উত্তরঃ পরার্থে

বিস্তারিত

82. ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি” কার রচনা?

  • ক. সিকানদার আবু জাফর
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. সুকুমার রায়
  • ঘ. সুকান্ত ভট্টচার্য

উত্তরঃ সুকুমার রায়

বিস্তারিত

84. ‘এই বাঙ্গালায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা’ উক্তিটি কার?

  • ক. শামসুর রাহমান
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. আশরাফ সিদ্দিকী

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

85. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ --- এই কবিতাংশটুকুর কবি কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. সুফিয়া কামাল
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ সুফিয়া কামাল

বিস্তারিত

86. ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তেরে বরিয়া তুমি বলবে না কি তব বন্দনায়? উদ্ধৃতাংশের রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মাহমুদা খাতুন সিদ্দিকা
  • গ. শামসুর রাহমান
  • ঘ. বেগম সুফিয়া কামাল

উত্তরঃ বেগম সুফিয়া কামাল

বিস্তারিত

87. ‘ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম’ এই লাইনটির লেখক বা কবি কে?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. সুফিয়া আহম্মেদ
  • গ. আহসান হাবীব
  • ঘ. সানাউল হক

উত্তরঃ বেগম সুফিয়া কামাল

বিস্তারিত

88. ‘মোদের গরব, মোদর আশা অ মরি বাংল ভাষা।’ রচয়িতা-

  • ক. রামনিধি গুপ্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. অতুল প্রসাদ সেন
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ অতুল প্রসাদ সেন

বিস্তারিত

89. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তির রচয়িতা-

  • ক. রামনারায়ণ তর্করত্ন
  • খ. বিহারী লাল
  • গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • ঘ. মদনমোহদন তর্কালংকার

উত্তরঃ মদনমোহদন তর্কালংকার

বিস্তারিত

90. মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবা আমি যাবে আমার পাহাড়তলী গাঁয়ে। --- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?

  • ক. সুফিয়া কামাল
  • খ. জসীম উদ্দীন
  • গ. আহসান হাবীব
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

91. ‘বাশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশবি গোধন লইয়া গোয়াল ঘরে।’ এটি কোন কবির রচনা?

  • ক. কবি গোবিন্দ চন্দ্র দাশ
  • খ. কবি ইদ্রিস আলী
  • গ. কবি নজরুল ইসলাম
  • ঘ. কবি জসীম উদ্দীন

উত্তরঃ কবি গোবিন্দ চন্দ্র দাশ

বিস্তারিত

92. যে বইতে যাযাবর বলেছেন ‘আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ’ তার নাম-

  • ক. বৃষ্টিপাত
  • খ. কৃষ্টিপাত
  • গ. জামপাত
  • ঘ. দৃষ্টিপাত

উত্তরঃ দৃষ্টিপাত

বিস্তারিত

94. “........... কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে।” কবিতাংশটি কোন কবির রচনা?

  • ক. বিষ্ণু দে
  • খ. জীবনান্দ দাশ
  • গ. যতীন্দ্রমোহন বাগচী
  • ঘ. কামিনী রায়

উত্তরঃ বিষ্ণু দে

বিস্তারিত

95. ‘একি আকস্মাৎ হোল বজ্রপাত! কি আর লিখিবে কবি। বঙ্গের ভাস্কর প্রতিভা আকর অকালো লুকানো ছবি।’ এই ছন্দ দুটি কোন কবির লেখা?

  • ক. ফররুখ আহমেদ
  • খ. ইসমাইল হোসেন সিরাজী
  • গ. কায়কোবাদ
  • ঘ. গোলাম মোস্তফা

উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী

বিস্তারিত

96. ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশী সত্য আমরা বাঙালি’- উক্তিটি করেন-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. মাওলানা আকরাম খাঁ

উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

97. ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।’-রচয়িতা কে?

  • ক. নির্মলেন্দু গুণ
  • খ. সিকান্দার আবু জাফর
  • গ. শামসুর রহমান
  • ঘ. হায়াৎ মাহমুদ

উত্তরঃ শামসুর রহমান

বিস্তারিত

98. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী-

  • ক. আব্দুল লতিফ
  • খ. আব্দুল করিম
  • গ. লুৎফর রহমান
  • ঘ. হাসান আলী

উত্তরঃ আব্দুল লতিফ

বিস্তারিত

99. ‘এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্দ্ধৃমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি।’ এর রচয়িতা-

  • ক. জহির রায়হান
  • খ. গাফফার চৌধুরী
  • গ. শামসুর রহমান
  • ঘ. মাহবুব আলম চৌধুরী

উত্তরঃ মাহবুব আলম চৌধুরী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects