পঙ্ক্তি ও বক্তা

102. “কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ।” উল্লেখিত কবিতাংশটি কোন কবিতার অংশ?

  • ক. স্বাধীনতা তুমি
  • খ. দুর্মর
  • গ. শহীদ স্মরণে
  • ঘ. বাংলা আমার

উত্তরঃ শহীদ স্মরণে

বিস্তারিত

104. ‘বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ’ কোন কবির কবিতায় আছে?

  • ক. রজনীকান্ত সেন
  • খ. বেগম সুফিয়া কামাল
  • গ. যতীন্দ্রনাথ বাগচী
  • ঘ. যতীন্দ্রমোহন বাগচী

উত্তরঃ যতীন্দ্রমোহন বাগচী

বিস্তারিত

105. ‘ঘোড়ায় চড়িয়া মর্দ ..... চলিল।’ শূণ্যস্থান প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?

  • ক. দৌড়িয়া
  • খ. হাঁটিয়া
  • গ. হাঁকিয়া
  • ঘ. সজোরে

উত্তরঃ হাঁটিয়া

বিস্তারিত

106. ‘ধ্বনিতেছে .... অনাদ্যন্ত রবে।’ শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?

  • ক. মহাকাল
  • খ. চিরন্তন
  • গ. চিরকাল
  • ঘ. কুহুধ্বনী

উত্তরঃ কুহুধ্বনী

বিস্তারিত

108. “সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন।” চরণ দুটি কার লেখা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. শেখ ফজলুল করিম

উত্তরঃ শেখ ফজলুল করিম

বিস্তারিত

109. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এই পঙক্তিটি নিচের একজনের লেখা-

  • ক. লালন শাহ
  • খ. সিরাজ সাঁই
  • গ. মদন বাউল
  • ঘ. পাগলা কানাই

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

110. “মধুর চেয়েও আছে মধুর সে অঅমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি।” কবিতাংশ বিশেষের রচয়িতা-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

111. ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ এই পঙক্তি কার রচনা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শেখ ফজলুল করিম
  • ঘ. শামসুর রহমান

উত্তরঃ শেখ ফজলুল করিম

বিস্তারিত

112. ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’ -গানটির গীতিকার কে?

  • ক. নজরুল ইসলাম বাবু
  • খ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • গ. গোবিন্দ দাস
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ গোবিন্দ দাস

বিস্তারিত

113. “ধনধান্য পুষ্পে ভরা” দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ. গোবিন্দ দাস

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

বিস্তারিত

114. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি সরাদিন আমি যেন ভাল হয়ে চলি’ এই চরণদ্বয়ের লেখক-

  • ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • খ. মনোমোহন বসু
  • গ. মদনমোহন তর্কালঙ্কার
  • ঘ. হরিনাথ মজুমদার

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

বিস্তারিত

115. “আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”- চরণ দু’টির রচয়িতা কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. নির্মলেন্দু গুণ
  • গ. হাছন রাজা
  • ঘ. লালন শাহ

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

116. ‘আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন’ -কোন কবি বলেছেন?

  • ক. সুকান্ত ভট্টাচার্য
  • খ. সমর সেন
  • গ. জসীমউদ্দীন
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ সমর সেন

বিস্তারিত

117. ‘খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়’-এ পঙক্তিটি-

  • ক. বাউল পদাবলীর অন্তর্গত
  • খ. শক্তি পদাবলীর অন্তর্গত
  • গ. বৈষ্ণব পদাবলীর অন্তর্গত
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বাউল পদাবলীর অন্তর্গত

বিস্তারিত

118. ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’- উক্তিটির রচয়িতা কে?

  • ক. রামমোহন রায়
  • খ. চন্ডীদাস
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. স্বামী বিবেকানন্দ

উত্তরঃ স্বামী বিবেকানন্দ

বিস্তারিত

121. ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?’-উক্তিটি কার?

  • ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের
  • খ. মোহিতলাল মজুমদারের
  • গ. কৃষ্ণচন্দ্র মজুমদারের
  • ঘ. সুরেন্দ্রনাথ মজুমদারের

উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদারের

বিস্তারিত

122. ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’-পঙক্তিটি কার?

  • ক. কাজী নজরুল ইসলামের
  • খ. বুদ্ধদের বসুর
  • গ. অমিয় চক্রবর্তীর
  • ঘ. সুকান্ত ভট্টাচার্যের

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্যের

বিস্তারিত

123. ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি’। - অংশটুকুর রচয়িতা কে?

  • ক. আলাউদ্দিন আল আজাদ
  • খ. শামসুর রাহমান
  • গ. আবদুল গাফফার চৌধুরী
  • ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ

বিস্তারিত

124. ‘কৃষ্ণার সৈকতে ক্ষুদ্র শ্যামল প্রান্তরে বসি বৃদ্ধ বালানাথ কাঁদিছে নীরবে’ - উদ্ধৃত চরণ দুটির কবি কে?

  • ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • খ. ফাররুখ আহমেদ
  • গ. কায়কোবাদ
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ কায়কোবাদ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects