রবীন্দ্রনাথ ঠাকুর

126. 'শেষের কবিতা' উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. জহির রায়হান

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

128. রবীন্দ্রনাথের প্রথম কাব্য-

  • ক. জন্মদিন
  • খ. সন্ধ্যা সঙ্গীত
  • গ. প্রভাত সঙ্গীত
  • ঘ. আকাশ প্রদীপ

উত্তরঃ সন্ধ্যা সঙ্গীত

বিস্তারিত

129. কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. অতুল প্রসাদ সেন
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

131. ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল - ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. প্রমথনাথ বিশি
  • গ. প্রেমেন্দ্র মিত্র
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

132. রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়-

  • ক. কড়ি ও কোমল
  • খ. রক্তকরবী
  • গ. মানসী
  • ঘ. পুনশ্চ

উত্তরঃ রক্তকরবী

বিস্তারিত

133. রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি?

  • ক. চিত্রাঙ্গদা
  • খ. মালিনী
  • গ. চিরকুমার সভা
  • ঘ. বিসর্জন

উত্তরঃ বিসর্জন

বিস্তারিত

134. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়?

  • ক. ১০ বছর বয়সে
  • খ. ১২ বছর বয়সে
  • গ. ১৫ বছর বয়সে
  • ঘ. ১৭ বছর বয়সে

উত্তরঃ ১৭ বছর বয়সে

বিস্তারিত

135. রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে 'বনফুল' প্রকাশিত হয়?

  • ক. চৌদ্দ বছর
  • খ. পনের বছর
  • গ. ষোল বছর
  • ঘ. সতের বছর

উত্তরঃ পনের বছর

বিস্তারিত

136. রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন?

  • ক. ১৯০০ সালে
  • খ. ১৯০১ সালে
  • গ. ১৯০২ সালে
  • ঘ. ১৯০৩ সালে

উত্তরঃ ১৯০১ সালে

বিস্তারিত

137. রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য কোনটি?

  • ক. নটীর পূজা
  • খ. চিত্রাঙ্গদা
  • গ. শ্যামা
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

138. কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ?

  • ক. সাহিত্য
  • খ. সাহিত্যের স্বরূপ
  • গ. সাহিত্যের পথে
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

139. 'দুই বোন' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-

  • ক. উপন্যাস
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. গল্পগ্রন্থ
  • ঘ. ভ্রমণকাহিনী

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

140. রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি?

  • ক. বিসর্জন
  • খ. রক্তকরবী
  • গ. মালিনী
  • ঘ. পুতুলের বিয়ে

উত্তরঃ পুতুলের বিয়ে

বিস্তারিত

141. খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?

  • ক. কাব্য
  • খ. ছোটগল্প
  • গ. প্রহসন
  • ঘ. নাটক

উত্তরঃ কাব্য

বিস্তারিত

142. রবীন্দ্রনাথের কোন নাটকটি সাঙ্কেতিক নাটক নয়?

  • ক. রাজা
  • খ. রক্তকরবী
  • গ. ডাকঘর
  • ঘ. বৈকুণ্ঠের খাতা

উত্তরঃ বৈকুণ্ঠের খাতা

বিস্তারিত

143. কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?

  • ক. "কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও"?
  • খ. "অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান"।
  • গ. "প্রানের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে"?
  • ঘ. " কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে"।

উত্তরঃ "অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান"।

বিস্তারিত

144. "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" কে লিখেছেন--

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. শেখ হাসিনা
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

145. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?

  • ক. মানসী
  • খ. রাজা
  • গ. সঞ্চিতা
  • ঘ. সভ্যতার সংকট

উত্তরঃ সঞ্চিতা

বিস্তারিত

146. 'দেনা-পাওনা' গল্পটি কার লেখা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

147. ”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?

  • ক. বিসর্জন
  • খ. চিত্রাঙ্গদা
  • গ. রক্তকরবী
  • ঘ. রাজা ও রাণী

উত্তরঃ বিসর্জন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects