কাজী নজরুল ইসলাম
নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
- ক. বিষের বাঁশী
- খ. অগ্নিবীণা
- গ. মৃত্যুক্ষুধা
- ঘ. পুবের হাওয়া
উত্তরঃ অগ্নিবীণা
কাজী নজরুল ইসলামের 'বুলবুল' কি ধরনের গ্রন্থ?
- ক. গানের বই
- খ. উপন্যাস
- গ. নাটক
- ঘ. কবিতার বই
উত্তরঃ গানের বই
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ?
- ক. দুর্দিনের যাত্রী
- খ. ফণি-মনসা
- গ. ব্যথার দান
- ঘ. ধূমকেতু
উত্তরঃ ফণি-মনসা
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম?
- ক. বিদ্রোহী
- খ. মুক্তি
- গ. জিঞ্জির
- ঘ. ছায়ানট
উত্তরঃ মুক্তি
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. বেগম সুফিয়া কামাল
- ঘ. আহসান হাবিব
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন?
- ক. দরিদ্র কৃষক
- খ. যাত্রাদলের ম্যানেজার
- গ. মাজারের খাদেম
- ঘ. রুটির দোকানদার
উত্তরঃ মাজারের খাদেম
কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?
- ক. ষাট
- খ. সত্তর
- গ. চল্লিশ
- ঘ. পঞ্চাশ
উত্তরঃ চল্লিশ
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ভারতচন্দ্র রায়
- গ. ইসমাইল হোসেন সিরাজী
- ঘ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কবে, কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়?
- ক. ৮ জুন, ২০০৫, ঢাকা
- খ. ১১ জুন, ২০০৫, কোলকাতা
- গ. ১৫ জুন, ২০০৫, কোলকাতা
- ঘ. ১২ জুন, ২০০৫, ঢাকা
উত্তরঃ ১২ জুন, ২০০৫, ঢাকা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরলোক গমনের বাংলা সন কোনটি?
- ক. ১৩৮১ বঙ্গাব্দ
- খ. ১৩৮২ বঙ্গাব্দ
- গ. ১৩৮৩ বঙ্গাব্দ
- ঘ. ১৩৮৪ বঙ্গাব্দ
উত্তরঃ ১৩৮৩ বঙ্গাব্দ
- ক. সিন্ধু-হিন্দোল
- খ. বাঁধন হারা
- গ. রিক্তের বেদন
- ঘ. ঝিলিমিলি
উত্তরঃ ঝিলিমিলি
কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলানের লেখা?
- ক. পদ্মগোখরা
- খ. জোঁক
- গ. সমাপ্তি
- ঘ. প্রাগৈতিহাসিক
উত্তরঃ পদ্মগোখরা
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
- ক. জননী
- খ. চন্দ্রনাথ
- গ. জীবনক্ষুধা
- ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ মৃত্যুক্ষুধা
কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
- ক. অগ্নিবীণা
- খ. বিষের বাঁশী
- গ. সাম্যবাদী
- ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ মৃত্যুক্ষুধা
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য-
- ক. অগ্নিবীণা
- খ. বিষের বাঁশী
- গ. ভাঙার গান
- ঘ. সিন্ধু হিন্দোল
উত্তরঃ সিন্ধু হিন্দোল
কাজী নজরুল ইসলামের 'মহররম' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. অগ্নিবীণা
- খ. ছায়ানট
- গ. মালঞ্চ
- ঘ. বুলবুল
উত্তরঃ অগ্নিবীণা
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি?
- ক. বিদ্যাপতি
- খ. গুলবাগিচা
- গ. কুহেলিকা
- ঘ. যুগবাণী
উত্তরঃ যুগবাণী
কাজী নজরুল ইসলামের জীবনাবাসন হয় কত সালে?
- ক. ১৯৭৬, ১২ আগস্ট
- খ. ১৯৭৬, ২১ আগস্ট
- গ. ১৯৭৬, ২৭ আগস্ট
- ঘ. ১৯৭৬, ২৬ আগস্ট
উত্তরঃ ১৯৭৬, ২৬ আগস্ট
‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হয় কত সালে?
- ক. ১৯২১ জানুয়ারি
- খ. ১৯২২ জানুয়ারি
- গ. ১৯২১ ডিসেম্বর
- ঘ. ১৯২২ ডিসেম্বর
উত্তরঃ ১৯২২ জানুয়ারি
নিচের কোনটি কাজী নজরুলের গানের বই?
- ক. ঝিঙেফুল
- খ. চন্দ্রবিন্দু
- গ. মরু-ভাস্কর
- ঘ. চক্রবাক
উত্তরঃ চন্দ্রবিন্দু
নিচের কোনটি কাজী নজরুলের কাব্যানুবাদ?
- ক. রুবাইয়াৎ-ই-মজলিস
- খ. রুবাইয়াৎ-ই-জাকির
- গ. রুবাইয়াৎ-ই-হাফিজ
- ঘ. রুবাইয়াৎ-ই-মোসলেম
উত্তরঃ রুবাইয়াৎ-ই-হাফিজ
কাজী নজরুল ইসলামের বিদ্রোহভাবমূলক' কাব্য কোনটি?
- ক. দোলনচাঁপা
- খ. ছায়ানট
- গ. সিন্ধুহিন্দোল
- ঘ. বিষের বাঁশী
উত্তরঃ বিষের বাঁশী
কাজী নজরুল ইসলামের প্রেমানুভূতিমূলক কাব্য কোনটি?
- ক. অগ্নিবীণা
- খ. বিষের বাঁশী
- গ. কুহেলিকা
- ঘ. দোলন চাঁপা
উত্তরঃ দোলন চাঁপা
নজরুলের 'ব্যথার দান' কবে প্রকাশিত হয়?
- ক. ১৯২২ সালে
- খ. ১৯২৫ সালে
- গ. ১৯৩০ সালে
- ঘ. ১৯৩২ সালে
উত্তরঃ ১৯২২ সালে
- ক. ১৯০৩-১৯৭৬
- খ. ১৮৮৯-১৯৬৬
- গ. ১৮৯৯-১৯৭৬
- ঘ. ১৮৯৯-১৯৬৬
উত্তরঃ ১৮৯৯-১৯৭৬
“ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত”- ছড়াটি কার সম্পর্কে?
- ক. জসীম উদ্দীন
- খ. পাগলা কানাই
- গ. লালন শাহ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি---
- ক. নাটক
- খ. প্রবন্ধ
- গ. গল্প
- ঘ. উপন্যাস
উত্তরঃ প্রবন্ধ
বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. আল মাহমুদ
- ঘ. আবুল হোসেন
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
'সঞ্চিতা' কাব্যগ্রন্থ কোন কবি লিখেছেন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনান্দ দাস
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কোনটি নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ?
- ক. ছায়ানট
- খ. মৃত্যুক্ষুধা
- গ. ব্যথার দান
- ঘ. শিউলিমালা
উত্তরঃ ছায়ানট
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
- ক. কুহেলিকা
- খ. সিন্ধু হিন্দোল
- গ. পদ্মগোখরা
- ঘ. রিক্তের বেদন
উত্তরঃ কুহেলিকা
বাংলা সাহিত্যের 'বিদ্রোহী কবি' কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. মামসুর রাহমান
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
'বহু যুবককে দেখিয়াছি -যাহাদের যৌবনের উর্দির নীচে বার্ধক্যের কঙ্কাল মুর্তি'-এই উক্তিটি কোন লেখকের?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. বেগম সুফিয়া কামাল
- গ. শেখ ফজলুল করিম
- ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. কবি কাজী নজরুল ইসলাম
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. আবু ইসাহাক
- ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন?
- ক. ১৯৭৬ সালে
- খ. ১৯৭৭ সালে
- গ. ১৯৭৮ সালে
- ঘ. ১৯৭৯ সালে
উত্তরঃ ১৯৭৬ সালে
কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন?
- ক. ৪৮ নং বাঙালি পল্টন
- খ. ৪৯ নং বাঙালি পল্টন
- গ. ৪৮ নং পূর্বাঞ্চল পল্টন
- ঘ. ৪৯ নং উর্দু পল্টন
উত্তরঃ ৪৯ নং বাঙালি পল্টন
‘তুর্কি মহিলার ঘোমটা খোলা’-কার রচনা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. কাজী ইমদাদুল হক
- গ. মোজাম্মেল হক
- ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলাম রচিত কোন শ্রেণীর রচনা?
- ক. উপন্যাস
- খ. গল্প
- গ. কাব্য
- ঘ. প্রবন্ধ
উত্তরঃ গল্প
‘দুর্দিনের যাত্রী’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. ইসমাইল হোসেন সিরাজী
- ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা ‘মুক্তি’ কত সালে প্রকাশিত হয়?
- ক. ১৯১৮ সালে
- খ. ১৯১৯ সালে
- গ. ১৯২০ সালে
- ঘ. ১৯২২ সালে
উত্তরঃ ১৯১৮ সালে
কাজী নজরুল ইসলাম রচিত ‘ঝিঙেফুল’ কোন শ্রেণীর কবিতা?
- ক. বিদ্রোহপ্রধান
- খ. প্রেমপ্রধান
- গ. শিশুতোষ
- ঘ. শোকগাঁথা
উত্তরঃ শিশুতোষ
কোনটি কাজী নজরুল ইসলামরে রচিত উপন্যাস নয়?
- ক. রিক্তের বেদন
- খ. মৃত্যুক্ষুধা
- গ. বাঁধনহারা
- ঘ. কুহেলিকা
উত্তরঃ রিক্তের বেদন
‘রাজবন্দীর জবানবন্দী’-কার রচনা?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. আল মাহমুদ
- গ. নির্মলেন্দু গুণ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কোনটি কাজী নজরুল ইসলাম কর্তৃক সম্পাদিত পত্রিকা নয়?
- ক. ধূমকেতু
- খ. শিখা
- গ. দৈনিক নবযুগ
- ঘ. লাঙল
উত্তরঃ শিখা
কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন-
- ক. সঞ্চিতা
- খ. ব্যাথার দান
- গ. বিষের বাঁশি
- ঘ. রাজবন্দীর জবানবন্দী
উত্তরঃ সঞ্চিতা
- ক. গীতাঞ্জলি
- খ. মার্চ পাস্ট
- গ. রাখালী
- ঘ. মাল্যদান
উত্তরঃ মার্চ পাস্ট
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ইব্রাহিম খাঁ
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. আকবর উদ্দিন
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. গল্প, নজরুল ইসলাম
- খ. গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কবিতা, আলাওল
- ঘ. প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র
উত্তরঃ গল্প, নজরুল ইসলাম
‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থটি রচনা করেছেন-
- ক. যতীন্দ্র মোহন বাগচী
- খ. কালিদাস রায়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কবি নজরুল ইসলামের কোন কবিতাটির জন্যে বৃটিশ সরকার তা বাজেয়াপ্ত করেন?
- ক. নতুন চাঁদ
- খ. বিদ্রোহী
- গ. দারিদ্র্য
- ঘ. আনন্দময়ীর আগমনে
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
- ক. বেণু ও বীণা
- খ. চন্দ্রবিন্দু
- গ. স্মরগরল
- ঘ. নিশান্তিকা
উত্তরঃ চন্দ্রবিন্দু
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
- ক. দোলনচাঁপা
- খ. শেষ প্রশ্ন
- গ. কুহেলিকা
- ঘ. অগ্নিবীণা
উত্তরঃ শেষ প্রশ্ন
বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রতম প্রকাশিত কবিতার নাম-
- ক. নারী
- খ. মুক্তি
- গ. বিদ্রোহী
- ঘ. বাতায়ন পাশে গুবাক তরুর সারি
উত্তরঃ মুক্তি
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
- ক. দোলনচাঁপা
- খ. পুনশ্চ
- গ. রৌদ্র করোটিতে
- ঘ. ব্রজাঙ্গনা
উত্তরঃ দোলনচাঁপা
- ক. তরঙ্গভঙ্গ [গল্প]
- খ. কালের কলস [উপন্যাস]
- গ. শাশ্বত বঙ্গ [নাটক]
- ঘ. সিন্ধু হিন্দোল [কাব্য]
উত্তরঃ সিন্ধু হিন্দোল [কাব্য]
‘বিষের বাঁশী’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. জীসমউদ্দীন
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে?
- ক. ১৯৭১ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৪ সালে
- ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ১৯৭৪ সালে
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
- ক. রাজবন্দীর জবানবন্দী
- খ. ব্যথার দান
- গ. অগ্নিবীণা
- ঘ. নবযুগ
উত্তরঃ ব্যথার দান
“বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কতযামিনী” এই কবিতাংশটুকুর কবি কে?
- ক. বেনজীর আহমেদ
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনান্দ দাস
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি
- ক. মুক্তি
- খ. বাউণ্ডেলের আত্মকাহিনী
- গ. হেনা
- ঘ. বিদ্রোহী
উত্তরঃ বাউণ্ডেলের আত্মকাহিনী
‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
- ক. ধূমকেতু
- খ. বিদ্রোহী
- গ. অগ্রপথিক
- ঘ. প্রলয়োল্লাস
উত্তরঃ প্রলয়োল্লাস
‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
- ক. দোলনচাঁপা
- খ. বিষের বাঁশী
- গ. সাম্যবাদী
- ঘ. অগ্নিবীণা
উত্তরঃ অগ্নিবীণা
কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
- ক. বিদ্রোহী
- খ. ধূমকেতু
- গ. ১৪০০ সালে
- ঘ. পূজারিণী
উত্তরঃ ১৪০০ সালে
কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
- ক. রক্তরাগ
- খ. সিন্ধু হিন্দোল
- গ. ছায়ানট
- ঘ. অগ্নিবীণা
উত্তরঃ রক্তরাগ
কাজী নজরুল ইসলামে রচিত নয় কোন গ্রন্থটি?
- ক. ব্যথার দান
- খ. নীল দর্পণ
- গ. অগ্নিবীণা
- ঘ. রাজবন্দীর জবানবন্দী
উত্তরঃ নীল দর্পণ
কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
- ক. ছায়ানট
- খ. দোলনচাঁপা
- গ. মহাশ্মশান
- ঘ. সিদ্ধু হিন্দোল
উত্তরঃ মহাশ্মশান
কোন গ্রন্থটি কাজি নজরুল ইসলাম রচিত নয়?
- ক. অগ্নিবীণা
- খ. কুহেলিকা
- গ. শেষ প্রশ্ন
- ঘ. দোলনচাঁপা
উত্তরঃ শেষ প্রশ্ন
কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
- ক. অগ্নিবীণা
- খ. কুহেলিকা
- গ. পথের পাঁচালী
- ঘ. দোলনচাঁপা
উত্তরঃ পথের পাঁচালী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি?
- ক. অগ্নিবীণা
- খ. মৃত্যুক্ষুধা
- গ. বুলবুল
- ঘ. ঝিঙেফুল
উত্তরঃ বুলবুল
‘দুর্দিনের যাত্রী’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. আবুল ফজল
- ঘ. আবুল মনসুর আহমদে
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?
- ক. বাঁধনহারা
- খ. আলালের ঘরের দুলাল
- গ. রূপের নেশা
- ঘ. দুর্গেশনন্দিনী
উত্তরঃ বাঁধনহারা
- ক. লালসালু
- খ. বাঁধনহারা
- গ. ব্যথার দান
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বাঁধনহারা
ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
- ক. খেয়াপারের তরণী
- খ. আনন্দময়ীর আগমনে
- গ. মহররম
- ঘ. বিজয়িনী
উত্তরঃ খেয়াপারের তরণী
‘খেয়া পারের তরণী’ কবিতার কবি কে?
- ক. গোলাম মোস্তফা
- খ. কায়কোবাদ
- গ. সানাউল হক
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কাজী নজুল ইসলামের এ কবিতায় গুবাক শব্দের অর্থ
- ক. খেজুর
- খ. নারিকেল
- গ. ঝাউ
- ঘ. সুপারি
উত্তরঃ সুপারি
‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কে রচনা করেন?
- ক. সোমনাথ লাহিড়ী
- খ. কবি কায়কোবাদ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. কাজী কাদের নওয়াজ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. নির্মলেন্দু গুণ
- খ. গোলাম মোস্তফা
- গ. কায়কোবাদ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
- ক. প্রবাসী
- খ. ভারতবর্ষ
- গ. লাঙ্গল
- ঘ. বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
উত্তরঃ লাঙ্গল
কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম প্রণীত?
- ক. সাম্য
- খ. অনল প্রবাহ
- গ. শিকওয়া
- ঘ. সাম্যবাদী
উত্তরঃ সাম্যবাদী
কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- ক. অগ্নিবীণা
- খ. ফণিমনসা
- গ. সর্বহারা
- ঘ. ছায়ানট
উত্তরঃ সর্বহারা
‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভূক্ত?
- ক. সাম্যবাদী
- খ. বিষের বাঁশী
- গ. সিন্ধুহিন্দোল
- ঘ. নতুন চাঁদ
উত্তরঃ সিন্ধুহিন্দোল
কাজী নজরুলের ‘মহরম’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- ক. অগ্নিবীণা
- খ. ছায়ানট
- গ. মালঞ্চ
- ঘ. বুলবুল
উত্তরঃ অগ্নিবীণা
কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
- ক. বিদ্রোহী
- খ. আনন্দময়ীর আগমনে
- গ. কাণ্ডারী হুশিয়ার
- ঘ. অগ্রপথিক
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
বঙ্গী মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রতশ প্রকাশিত কবিতার নাম-
- ক. নারী
- খ. মুক্তি
- গ. বিদ্রোহী
- ঘ. বাতায়নের পাশে গুবাক তরুর সারি
উত্তরঃ মুক্তি
কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
- ক. রবীন্দ্র কুমার ঘোষ
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. বীরজাসুন্দরী দেবী
- ঘ. মুজাফফর আহমদ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
- ক. রবীনন্দ্রনাথ ঠাকুর
- খ. সত্যন্দ্রনাথ দত্ত
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্য কোনটি নাটক নয়?
- ক. ঝিলিমিলি
- খ. পুতুলের বিয়ে
- গ. আলেয়া
- ঘ. ছায়ানট
উত্তরঃ ছায়ানট
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. সুভাষ মুখোপ্যাধয়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. আহসান হাবীব
- গ. সিকানদার আবু জাফর
- ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য
- ক. শেষের কবিতা
- খ. দিবারাত্রির কাব্য
- গ. দোলনচাঁপা
- ঘ. বাংলার কাব্য
উত্তরঃ দোলনচাঁপা
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
- ক. বিষের বাঁশি
- খ. বন্দীর বন্দনা
- গ. সন্দ্বীপের চর
- ঘ. রূপসী বাংলা
উত্তরঃ বিষের বাঁশি
বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. অগ্নিবীণা
- খ. বিষের বাঁশী
- গ. দোলনচাঁপা
- ঘ. বাঁধনহারা
উত্তরঃ অগ্নিবীণা
The poem 'Bidrohi' was written by:/ ‘বিদ্রোহী’ কবিতার কবি কে?
- ক. Robindronath Togore
- খ. Kazi Najrul Islam
- গ. Josim Uddin
- ঘ. Shamsur Rahman
উত্তরঃ Kazi Najrul Islam
অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হল-
- ক. অগ্রপথিক
- খ. বিদ্রোহী
- গ. প্রলয়োল্লাস
- ঘ. ধূমকেতু
উত্তরঃ প্রলয়োল্লাস
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থখানির নাম চিহ্নিত করুন
- ক. সাঁঝের বেলা
- খ. অগ্নিবীণা
- গ. মায়া কাজল
- ঘ. ছায়ানীড়
উত্তরঃ অগ্নিবীণা
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যটি প্রকাশিত হয়-
- ক. ১৯২০ সালে
- খ. ১৯২১ সালে
- গ. ১৯২২ সালে
- ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ ১৯২২ সালে
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ?
- ক. বিষের বাঁশী
- খ. বিদ্রোহী
- গ. অগ্নিবীণা
- ঘ. রুবাইয়াৎ-ই-হাফিজ
উত্তরঃ অগ্নিবীণা