সন্ধি

276. 'রাজ্ঞী' শব্দটি কোন সন্ধির অন্তর্গত ?

  • ক. স্বরসন্ধির
  • খ. ব্যঞ্জন সন্ধির
  • গ. বিসর্গ সন্ধির
  • ঘ. নিপাতনে সিদ্ধ

উত্তরঃ ব্যঞ্জন সন্ধির

বিস্তারিত

277. বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে ?

  • ক. বৃষ্ + টি
  • খ. বৃষ্ + টী
  • গ. বৃ + টি
  • ঘ. বৃষ্ + তি

উত্তরঃ বৃষ্ + তি

বিস্তারিত

278. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?

  • ক. গবাক্ষ
  • খ. অন্যান্য
  • গ. পতঞ্জলি
  • ঘ. তৎসম

উত্তরঃ পতঞ্জলি

বিস্তারিত

279. সন্ধির মাধ্যমে কিসের লাঘব হয় ?

  • ক. আয়াসের
  • খ. জড়তার
  • গ. ধ্বনির
  • ঘ. মাধুর্যের

উত্তরঃ আয়াসের

বিস্তারিত

280. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই ?

  • ক. ধ্বনি মাধুর্য রক্ষিত হলে
  • খ. ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
  • গ. মিলন ঘটলে
  • ঘ. উচ্চারণ সহজ হলে

উত্তরঃ ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে

বিস্তারিত

281. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক ?

  • ক. লাভ + লাভ
  • খ. লাভ + আলাভ
  • গ. লাভ + অলাভ
  • ঘ. লাভা + অলাভ

উত্তরঃ লাভ + অলাভ

বিস্তারিত

282. অ-বর্ণের পরে এ থাকলে উভয় মিলে কি হয় ?

  • ক. ও-কার
  • খ. এ -কার
  • গ. ঔ -কার
  • ঘ. ঊ -কার

উত্তরঃ এ -কার

বিস্তারিত

283. 'কথামৃত' শব্দটি কোন সুত্রানুযায়ী হয়েছে ?

  • ক. আ-কারের পর অ-কার যুক্ত হয়ে
  • খ. অ-কারের পর অ -কার যুক্ত হয়েছে
  • গ. আ-কারের পর আ-কার যুক্ত হয়ে
  • ঘ. অ-কারের পর আকার যুক্ত হয়ে

উত্তরঃ আ-কারের পর অ-কার যুক্ত হয়ে

বিস্তারিত

284. অ -কার কিংবা আ -কারের পর ই- কার কিংবা ঈ -কার থাকলে উভয় মিলে কি ?

  • ক. ঈ -কার
  • খ. উ -কার
  • গ. ও -কার
  • ঘ. এ -কার

উত্তরঃ এ -কার

বিস্তারিত

285. ই-কারের পর ঈ -কার মিলে যে ঈ-কার হয়, তার উদাহরণ কোনটি ?

  • ক. দিল্লীশ্বর
  • খ. রবীন্দ্র
  • গ. পরীক্ষা
  • ঘ. অতীত

উত্তরঃ পরীক্ষা

বিস্তারিত

286. একই সূত্রের বাইরের সন্ধি কোনটি ?

  • ক. অভ্যুত্থান
  • খ. অগ্ন্যুৎপাত
  • গ. অত্যুচ্চ
  • ঘ. অতীত

উত্তরঃ অতীত

বিস্তারিত

287. কোনটির নিয়মানুসারে সন্ধি হয় না ?

  • ক. গায়ক
  • খ. কুলটা
  • গ. পশ্বাধর্ম
  • ঘ. নদ্যম্বু

উত্তরঃ কুলটা

বিস্তারিত

288. 'মুখচ্ছবি' সন্ধি কোন নিয়মে পড়ে ?

  • ক. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
  • খ. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি
  • গ. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি
  • ঘ. ব্যঞ্জনধ্বনি + বিসর্গধ্বনি

উত্তরঃ স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

বিস্তারিত

289. অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি ?

  • ক. তৎ + রূপ = তদ্রুপ
  • খ. সম + তাপ =সন্তান
  • গ. রাজ + নী =রাজ্ঞী
  • ঘ. তদ + কাল = তৎকাল

উত্তরঃ রাজ + নী =রাজ্ঞী

বিস্তারিত

292. ত -এর পরে ল থাকলে ত-স্থানে কোনটি হয় ?

  • ক. উ
  • খ. দ্ধ
  • গ. ল্ব
  • ঘ. ল্ল

উত্তরঃ ল্ল

বিস্তারিত

293. ত/দ -কারের পর জ/ঝ থাকলে ত/দ স্থানে কোনটি হয় ?

  • ক. চ্চ/চ্ছ
  • খ. জ্জ/জ্ঝ
  • গ. দ্দ/দ্ধ
  • ঘ. চ্ছ/জ্জ

উত্তরঃ জ্জ/জ্ঝ

বিস্তারিত

294. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ ?

  • ক. যজ্ঞ
  • খ. ভাবুক
  • গ. সম্মান
  • ঘ. তত্ত্ব

উত্তরঃ ভাবুক

বিস্তারিত

295. 'নবোঢ়া' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

  • ক. নব + ঊঢ়া
  • খ. নবো + ঊঢ়া
  • গ. নব + উঢ়া
  • ঘ. নব + ঊড়া

উত্তরঃ নব + ঊঢ়া

বিস্তারিত

296. 'কারাগার' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

  • ক. কর + আগার
  • খ. কার +আগার
  • গ. কার + আগর
  • ঘ. কারা + আগার

উত্তরঃ কারা + আগার

বিস্তারিত

297. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ ?

  • ক. মিথ্য + উক
  • খ. মিথ্যু + ওক
  • গ. মিথ্যা + ওক
  • ঘ. মিথ্যা + উক

উত্তরঃ মিথ্যা + উক

বিস্তারিত

298. বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ কোনটি ?

  • ক. পরিষ্কার
  • খ. পুরস্কার
  • গ. তৎকাল
  • ঘ. কৃষ্টি

উত্তরঃ পরিষ্কার

বিস্তারিত

299. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের নাম -

  • ক. ব্যঞ্জন সন্ধি
  • খ. স্বরবর্ণ
  • গ. স্বরসন্ধি
  • ঘ. বিসর্গ সন্ধি

উত্তরঃ স্বরসন্ধি

বিস্তারিত

300. বাংলা ভাষায় সন্নিহিত দুটি স্বরের একটি লোপের উদাহরণ কোনটি ?

  • ক. শঙ্কা
  • খ. বিদ্যালয়
  • গ. কাঁচকলা
  • ঘ. শতেক

উত্তরঃ শতেক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects