সন্ধি

401. কোনটির নিয়মানুসারে সন্ধি হয় না?

  • ক. গায়ক
  • খ. কুলটা
  • গ. পশ্বধম
  • ঘ. নদ্যম্বু

উত্তরঃ কুলটা

বিস্তারিত

402. 'মুখচ্ছবি' সন্ধি কোন নিয়মে পড়ে?

  • ক. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
  • খ. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি
  • গ. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি
  • ঘ. ব্যঞ্জনধ্বনি + বিসর্গধ্বনি

উত্তরঃ স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

বিস্তারিত

403. সন্ধি বিচ্ছেদ করুনঃ পর্যালোচনা।

  • ক. পর্য + আলোচনা
  • খ. পরি + আলোচনা
  • গ. পর্যা + লোচনা
  • ঘ. পর্যালো + চনা

উত্তরঃ পরি + আলোচনা

বিস্তারিত

404. 'মেধাবী' শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে?

  • ক. মি + আদবী
  • খ. মেধা + বি
  • গ. মেধা + বিণ
  • ঘ. মেধ + অবি

উত্তরঃ মেধা + বিণ

বিস্তারিত

405. 'সন্ধি' ব্যাকারণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • ক. পদক্রম
  • খ. রূপতত্ত্ব
  • গ. ধ্বনিতত্ত্ব
  • ঘ. বাক্যপ্রকরণ

উত্তরঃ ধ্বনিতত্ত্ব

বিস্তারিত

406. অধমর্ণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. অধম + র্ণ
  • খ. অধম + ঋণ
  • গ. অধ + মর্ণ
  • ঘ. অধম + ইর্ণ

উত্তরঃ অধম + ঋণ

বিস্তারিত

407. আজ্ঞাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. আজ্ঞ + আধীন
  • খ. আজ্ঞা + অধীন
  • গ. আজ্ঞা + আধীন
  • ঘ. আজ্ঞা + ওধীন

উত্তরঃ আজ্ঞা + অধীন

বিস্তারিত

408. ঈশ্বরেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. ঈশ্বর + ঈচ্ছা
  • খ. ইশ্বর + ইচ্ছা
  • গ. ঈশ্বর + ইচ্ছা
  • ঘ. ইশ্বর + ঈচ্ছা

উত্তরঃ ঈশ্বর + ইচ্ছা

বিস্তারিত

409. উমেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. ঊমা + ঈশ
  • খ. উমা + ইশ
  • গ. উমা + ঈশ
  • ঘ. ঊমা + ইশ

উত্তরঃ উমা + ঈশ

বিস্তারিত

410. ঘড়িয়াল শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. ঘড়ি + ঈয়াল
  • খ. ঘড়ি + ইয়াল
  • গ. ঘড়ি + আল
  • ঘ. ঘড়ি + উয়াল

উত্তরঃ ঘড়ি + ইয়াল

বিস্তারিত

411. চন্দ্রানন শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. চন্দ্রা + অনন
  • খ. চন্দ্রা + আনন
  • গ. চন্দ্র + আনন
  • ঘ. চন্দ্র + অনন

উত্তরঃ চন্দ্র + আনন

বিস্তারিত

412. নদ্যম্বু শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. নদী + অম্বু
  • খ. নদী + ওম্বু
  • গ. নদ + ইয়াম্বু
  • ঘ. নদী + য়াম্বু

উত্তরঃ নদী + অম্বু

বিস্তারিত

413. পাপাচার শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. পাপা + আচার
  • খ. পাপ + আচার
  • গ. পাপি + আচার
  • ঘ. পাপী + অচার

উত্তরঃ পাপ + আচার

বিস্তারিত

414. বন্যার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. বন্য + আর্ত
  • খ. বন্যা + ঋত
  • গ. বন্য + ঋত
  • ঘ. বন্যা + র্ত

উত্তরঃ বন্যা + ঋত

বিস্তারিত

415. ভবোদয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. ভব + ঊদয়
  • খ. ভব + উদয়
  • গ. ভবো +দয়
  • ঘ. ভবো + উদয়

উত্তরঃ ভব + উদয়

বিস্তারিত

416. রমেন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. রম + ঈন্দ্র
  • খ. রমা + ইন্দ্র
  • গ. রমা + ঈন্দ্র
  • ঘ. রম + ইন্দ্র

উত্তরঃ রমা + ইন্দ্র

বিস্তারিত

417. শারদোৎসব শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. শরদ + উৎসব
  • খ. শারদ + উৎসব
  • গ. শারদ + ৎসব
  • ঘ. শরদ + ৎসব

উত্তরঃ শারদ + উৎসব

বিস্তারিত

418. ষষ্ঠাংশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. ষষ্ঠ + অংশ
  • খ. ষষ্ঠা + অংশ
  • গ. ষষ্ঠ + আংশ
  • ঘ. ষষ্ঠা + আংশ

উত্তরঃ ষষ্ঠ + অংশ

বিস্তারিত

419. হস্তান্তর শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. হস্তা + অন্তর
  • খ. হস্ত + অন্তর
  • গ. হস্ত + আন্তর
  • ঘ. হস্তা + ন্তর

উত্তরঃ হস্ত + অন্তর

বিস্তারিত

420. ক্ষণেক শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. ক্ষণ + অক
  • খ. ক্ষণ + ইক
  • গ. ক্ষণ + এক
  • ঘ. ক্ষণ + ঈক

উত্তরঃ ক্ষণ + এক

বিস্তারিত

421. আন্না শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. আর + ন
  • খ. আর + না
  • গ. আরা + অনা
  • ঘ. আন্না + অ

উত্তরঃ আর + না

বিস্তারিত

422. উচ্ছল শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. উৎ + ছল
  • খ. উৎ + চ্ছল
  • গ. উৎ + চল
  • ঘ. উৎ + ইচ্ছল

উত্তরঃ উৎ + ছল

বিস্তারিত

423. ঋগবেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. ঋক + বেদ
  • খ. ঋক + আবেদ
  • গ. ঋক্ + বেদ
  • ঘ. ঋক্ + আবেদ

উত্তরঃ ঋক্ + বেদ

বিস্তারিত

424. একচ্ছত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. এক + চ্ছত্র
  • খ. এক + ছত্র
  • গ. এক + চত্র
  • ঘ. একা + চত্র

উত্তরঃ এক + ছত্র

বিস্তারিত

425. তত্ত্ব শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. তদ + ত্ত্ব
  • খ. তদ্ + ত্ব
  • গ. তদ্ + ত্ত্ব
  • ঘ. তদ + ত্ব

উত্তরঃ তদ্ + ত্ব

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects