সন্ধি

176. ‘শচীন্দ্র’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. শচী+ইন্দ্র
  • খ. শাচ+ইন্দ্র
  • গ. সচ+ইন্দ্র
  • ঘ. শ্বচ+ইন্দ্র

উত্তরঃ শচী+ইন্দ্র

বিস্তারিত

177. ‘ততোধিক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়-

  • ক. তত+অধিক
  • খ. তত+ধিক
  • গ. ততঃ+অধিক
  • ঘ. ততঃ+ধিক

উত্তরঃ ততঃ+অধিক

বিস্তারিত

178. ‘ষোড়শ’ শব্দটির কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?

  • ক. ষ্ট+ দশ
  • খ. ষঢ়+অশ
  • গ. ষট+ড়শ
  • ঘ. ষড+দশ

উত্তরঃ ষ্ট+ দশ

বিস্তারিত

179. ‘গবাক্ষ’ শব্দটির কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?

  • ক. গো+অক্ষ
  • খ. গব+অক্ষ
  • গ. গো+বক্ষ
  • ঘ. গো+আক্ষ

উত্তরঃ গো+অক্ষ

বিস্তারিত

180. ‘প্রৌঢ়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. প্রো+উঢ়
  • খ. প্রৌ+উঢ়
  • গ. প্র+ঊড়
  • ঘ. প্র+উঢ়

উত্তরঃ প্র+ঊড়

বিস্তারিত

181. ‘নিশ্চয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. নিশ্চ+য়
  • খ. নি+চয়
  • গ. নিশ+চয়
  • ঘ. নিঃ+চয়

উত্তরঃ নিঃ+চয়

বিস্তারিত

182. কোনটি ‘এদ্দুর’ এর সন্ধিবিচ্ছেদ?

  • ক. এ+দ্দুর
  • খ. এত+দূর
  • গ. এৎ+দূর
  • ঘ. এ+দূর

উত্তরঃ এত+দূর

বিস্তারিত

183. ‘কৃৎ+অন্ত’-এর সন্ধি কোনটি

  • ক. কৃদন্ত
  • খ. কৃতন্ত
  • গ. কৃদন্ত
  • ঘ. কৃতান্ত

উত্তরঃ কৃদন্ত

বিস্তারিত

184. ‘ভজ+ত’ - এর সন্ধিবদ্ধ হল-

  • ক. ভজত
  • খ. ভোজ্য
  • গ. ভক্ত
  • ঘ. ভজ্য

উত্তরঃ ভক্ত

বিস্তারিত

185. 'দুর্যোগ' এর সন্ধি বিচ্ছেদ-

  • ক. দূর+যোগ
  • খ. দুর+যোগ
  • গ. দুঃ+যোগ
  • ঘ. দু+যোগ

উত্তরঃ দুঃ+যোগ

বিস্তারিত

186. ‘বৃহস্পতি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-

  • ক. বৃহস্+পতি
  • খ. বৃহৎ+পতি
  • গ. বৃহঃ+পতি
  • ঘ. বৃহস্পত+ই

উত্তরঃ বৃহৎ+পতি

বিস্তারিত

187. 'ছেলেমি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন-

  • ক. ছে+লেমি
  • খ. ছেলে+মি
  • গ. ছেলে+আমি
  • ঘ. ছে+এলেমি

উত্তরঃ ছেলে+আমি

বিস্তারিত

188. 'নিষ্ঠা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. নিস্+ঠা
  • খ. নিঃ+ষ্ঠা
  • গ. নিঃ+ঠা
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ নিঃ+ঠা

বিস্তারিত

189. ‘শিরঃ+ছেদ’ -এর সন্ধি-

  • ক. শিরচ্ছেদ
  • খ. শিরশ্ছেদ
  • গ. শিরোশ্ছেদ
  • ঘ. শিরোচ্ছেদ

উত্তরঃ শিরশ্ছেদ

বিস্তারিত

190. 'সন্ধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন-

  • ক. সম+ধান
  • খ. সন+ধান
  • গ. সঃ+ধান
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ সম+ধান

বিস্তারিত

191. কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ?

  • ক. ধনু+বিদ্যা
  • খ. ধনুঃ+বিদ্যা
  • গ. ধনুর+বিদ্যা
  • ঘ. ধনূঃ+বিদ্যা

উত্তরঃ ধনুঃ+বিদ্যা

বিস্তারিত

192. 'মহেন্দ্র'-----

  • ক. মহা+ইন্দ্র
  • খ. মহ+ইন্দ্র
  • গ. মহি+ইন্দ্র
  • ঘ. মহা+ঈন্দ্র

উত্তরঃ মহা+ইন্দ্র

বিস্তারিত

193. ‘দুচ্চার’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. দুচ+ছার
  • খ. দুৎ+চার
  • গ. দুই+চার
  • ঘ. দুঃ+চার

উত্তরঃ দুৎ+চার

বিস্তারিত

194. 'দিব+লোক' কোন সন্ধির উদাহরণ?

  • ক. স্বরসন্ধি
  • খ. ব্যঞ্জন সন্ধি
  • গ. বিসর্গ সন্ধি
  • ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

উত্তরঃ স্বরসন্ধি

বিস্তারিত

195. প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

  • ক. প্রত্য+উষ
  • খ. প্রত্য+ঊষ
  • গ. প্রতি+উষ
  • ঘ. প্রতি+ঊষ

উত্তরঃ প্রতি+উষ

বিস্তারিত

196. 'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ---

  • ক. দুশ্চ+ইক
  • খ. দুঃ+চরিত্র
  • গ. দু+চরিত্র
  • ঘ. দুঃ+চরিত

উত্তরঃ দুঃ+চরিত্র

বিস্তারিত

197. 'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. অতি+অন্ত
  • খ. অতী+অন্ত
  • গ. অতৎ+অন্ত
  • ঘ. অত+অন্ত

উত্তরঃ অতি+অন্ত

বিস্তারিত

198. ‘জলৌকা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. জল+একা
  • খ. জলো+ঐকা
  • গ. জল+ওকা
  • ঘ. জল+ঔকা

উত্তরঃ জল+ওকা

বিস্তারিত

199. ‘তন্বী' শব্দের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?

  • ক. তন্ব+ঈ
  • খ. তন্ব+ই
  • গ. তনু+ই
  • ঘ. তনু+ঈ

উত্তরঃ তনু+ঈ

বিস্তারিত

200. 'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. অধ+গতি
  • খ. অধঃ+গতি
  • গ. অধ+অগতি
  • ঘ. অধঃ+অগতি

উত্তরঃ অধঃ+গতি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects