ধ্বনির পরিবর্তন

ফলাহার>ফলার হয়েছে, তাকে বলে--

  • ক. অন্তর্হতি
  • খ. ব্যঞ্জনচ্যুতি
  • গ. ব্যঞ্জন চ্যুতি
  • ঘ. বিষমীভবন

উত্তরঃ অন্তর্হতি

বিস্তারিত

কোনটি প্রগত স্বরসঙ্গতি ?

  • ক. মূলা > মুলো
  • খ. মোজা > মুজো
  • গ. দেশি > দিশি
  • ঘ. বিলাতি > বিলিতি

উত্তরঃ মূলা > মুলো

বিস্তারিত

দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ?

  • ক. সমীভবন
  • খ. বিষমীভবন
  • গ. স্বরাগম
  • ঘ. স্বরলোপ

উত্তরঃ বিষমীভবন

বিস্তারিত

যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে ?

  • ক. অপিনিহিতি
  • খ. সমীভবন
  • গ. বিসমীভবন
  • ঘ. অন্যোন্য সমীভবন

উত্তরঃ অন্যোন্য সমীভবন

বিস্তারিত

কোনটি প্রগত সমীভবনের উদাহরণ ?

  • ক. আজি > আইজ
  • খ. কান্না > কাঁদনা
  • গ. রিকশা > রিশকা
  • ঘ. তৎজন্য > তজ্জন্য

উত্তরঃ কান্না > কাঁদনা

বিস্তারিত

সংবৃত স্বরধ্বনি কোনগুলো ?

  • ক. ঋ, এ
  • খ. এ, ও
  • গ. ই, উ
  • ঘ. অ, আ

উত্তরঃ ই, উ

বিস্তারিত

উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে 'আ' কে কি ধ্বনি বলে ?

  • ক. বিবৃতি স্বরধ্বনি
  • খ. সস্মুখ স্বরধ্বনি
  • গ. স্বরধ্বনি
  • ঘ. পশ্চাৎ স্বরধ্বনি

উত্তরঃ বিবৃতি স্বরধ্বনি

বিস্তারিত

নিচের কোনটি সমীভবনের উদাহরণ ?

  • ক. পক্কা > পকক
  • খ. শরীর > শরীল
  • গ. পাকা > পাক্কা
  • ঘ. কাঁদনা > কান্না

উত্তরঃ কাঁদনা > কান্না

বিস্তারিত

মারি > মাইর উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?

  • ক. স্বরসঙ্গতি
  • খ. অপিনিহিতি
  • গ. মধ্যস্বরাগম
  • ঘ. মধ্যগত

উত্তরঃ অপিনিহিতি

বিস্তারিত

মাছুয়া > মেছো উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?

  • ক. অভিশ্রুতি
  • খ. বিষমীভবন
  • গ. সমীভবন
  • ঘ. ধ্বনি বিপর্যয়

উত্তরঃ অভিশ্রুতি

বিস্তারিত

নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ ?

  • ক. গ্লাস > গেলাস
  • খ. মারি > মাইর
  • গ. স্কুল > ইস্কুল
  • ঘ. রিকশা > রিশকা

উত্তরঃ স্কুল > ইস্কুল

বিস্তারিত

নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ?

  • ক. পিশাচ > পিচাশ
  • খ. বিলাতি > বিলিতি
  • গ. মোজা > মুজো
  • ঘ. কাঁদনা > কান্না

উত্তরঃ পিশাচ > পিচাশ

বিস্তারিত

অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনির অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় ?

  • ক. ঘোষীয়ভবন
  • খ. অঘোষীয়ভবন
  • গ. মহাপ্রাণতা
  • ঘ. অল্পপ্রাণতা

উত্তরঃ অঘোষীয়ভবন

বিস্তারিত

Vowel harmony র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে ?

  • ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. সুকুমার সেন
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়

বিস্তারিত

স্বরসঙ্গতিকে ইংরেজিতে কি বলে ?

  • ক. Vowel harmony
  • খ. Umlaut
  • গ. Vowel apenthesis
  • ঘ. Vowel sequence

উত্তরঃ Vowel harmony

বিস্তারিত

স্বরাগম মূলত কয়ভাবে দেখানো যেতে পারে ?

  • ক. চার
  • খ. পাঁচ
  • গ. তিন
  • ঘ. ছয়

উত্তরঃ তিন

বিস্তারিত

ধ্বনি বিপর্যয়ের উদাহারণ কোনটি ?

  • ক. পিসাচ > পিচাশ
  • খ. বাকস > বাসক
  • গ. লাবু > আলাবু
  • ঘ. তরোয়াল > তলোয়ার

উত্তরঃ বাকস > বাসক

বিস্তারিত

'আলমারী' শব্দটি এসেছে ?

  • ক. আলমালি থেকে
  • খ. আলমারি থেকে
  • গ. আলমিরা থেকে
  • ঘ. আরমারী থেকে

উত্তরঃ আরমারী থেকে

বিস্তারিত

সমীভবন/সমীকরণ মূলত কত ধরনের ?

  • ক. চার
  • খ. দুই
  • গ. পাঁচ
  • ঘ. তিন

উত্তরঃ তিন

বিস্তারিত

সমীভবনের সঙ্গে মিল রয়েছে ?

  • ক. স্বরভক্তির
  • খ. সমীকরণের
  • গ. স্বরসঙ্গতির
  • ঘ. অসমীকরণের

উত্তরঃ স্বরসঙ্গতির

বিস্তারিত

সমীভবনের অপর নাম কি ?

  • ক. অসমীভবন
  • খ. সমীকরণ
  • গ. স্বরভক্তি
  • ঘ. স্বরসঙ্গতি

উত্তরঃ সমীকরণ

বিস্তারিত

সমীভবন হয় মূলত কোন ক্ষেত্রে ?

  • ক. স্বরধ্বনির ক্ষেত্রে
  • খ. ব্যঞ্জন ও স্বরের ক্ষেত্রে
  • গ. ব্যঞ্জনের ক্ষেত্রে
  • ঘ. কোনটিতেই নয়

উত্তরঃ ব্যঞ্জনের ক্ষেত্রে

বিস্তারিত

কোনটি ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে গণ্য ?

  • ক. ধ্বনিলোপ
  • খ. ধ্বনির আকার
  • গ. ধ্বনির বিস্তার
  • ঘ. শব্দের প্রসারতা

উত্তরঃ ধ্বনিলোপ

বিস্তারিত

ধ্বনি পরিবর্তনে মূলত কয়টি সূত্র বিশেষভাবে মান্য ?

  • ক. দুটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

ভৌগোলিক অবস্থান মাঝে মাঝে কোনটিতে প্রভাব বিস্তার করে ?

  • ক. শব্দ পরিবর্তনে
  • খ. পদ পরিবর্তনে
  • গ. ধ্বনি পরিবর্তনে
  • ঘ. বাক্য পরিবর্তনে

উত্তরঃ ধ্বনি পরিবর্তনে

বিস্তারিত

বাংলায় হ্রস্ব ও দীর্ঘস্বরের উচ্চারণের পার্থক্যের কারণে কোনটি হয় না ?

  • ক. অর্থের প্রসারতা ঘটে না
  • খ. অর্থের সংকোচন হয় না
  • গ. অর্থের পার্থক্য ঘটে না
  • ঘ. অর্থের সমতা লাভ করেন না

উত্তরঃ অর্থের পার্থক্য ঘটে না

বিস্তারিত

বক্তার শ্রবণশক্তির অপ্রখরতা কিসের উদাহারণ ?

  • ক. পদ পরিবর্তনের
  • খ. শব্দ পরিবর্তনের
  • গ. ধ্বনি পরিবর্তনের
  • ঘ. পদের রূপ পরিবর্তনের

উত্তরঃ ধ্বনি পরিবর্তনের

বিস্তারিত

কোনটি ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত ?

  • ক. বক্তার হাসিমুখে কথা বলা
  • খ. বক্তার মৃদু আওয়াজ
  • গ. বক্তার জিহ্বার জড়তা
  • ঘ. বক্তার কম কথা বলা

উত্তরঃ বক্তার জিহ্বার জড়তা

বিস্তারিত

নব্য ব্যাকরণবিদদের বড় অবদান মূলত -

  • ক. ধ্বনি ও পদের রূপ পরিবর্তন
  • খ. ধ্বনি পরিবর্তন আলোচনায়
  • গ. বাক্যের আলোচনায়
  • ঘ. পদের আলোচনায়

উত্তরঃ ধ্বনি পরিবর্তন আলোচনায়

বিস্তারিত

ধ্বনি পরিবর্তন বাক্যের কোন অংশে আলোচিত হয় ?

  • ক. রূপতত্ত্বে
  • খ. ধ্বনিতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ ধ্বনিতত্ত্বে

বিস্তারিত

সময়ের পরিক্রমায় ধ্বনি পরিবর্তন হওয়াকে বলা হয় ?

  • ক. শব্দ পরিবর্তন
  • খ. ধ্বনি পরিবর্তন
  • গ. ধ্বনি রূপ পরিবর্তন
  • ঘ. পদ পরিবর্তন

উত্তরঃ ধ্বনি পরিবর্তন

বিস্তারিত

ব্যঞ্জন বিকৃতির উদাহারণ কোনটি ?

  • ক. কবাট > কপাট
  • খ. ফলাহার > ফলার
  • গ. বড়দাদা > বড়দা
  • ঘ. সকাল > সক্কাল

উত্তরঃ কবাট > কপাট

বিস্তারিত

কোনটি অন্তস্বরাগমের উদাহারণ ?

  • ক. সাউট
  • খ. আস্পর্ধা
  • গ. স্বপন
  • ঘ. বেঞ্চি

উত্তরঃ বেঞ্চি

বিস্তারিত

কোন কোন সময় উচ্চারণের সুবিধাত্রে শব্দান্তে স্বরধ্বনি, তাকে কি বলে ?

  • ক. মধ্যস্বরাগম
  • খ. আদিস্বরাগম
  • গ. অন্তস্বরাগম
  • ঘ. অসমীভবন

উত্তরঃ অন্তস্বরাগম

বিস্তারিত

কোনগুলো চলিত বাংলায় স্বরসঙ্গতি ?

  • ক. বসতি > বসতি
  • খ. বিলাতি > বিলিতি
  • গ. গিলা > গেলা, মিঠা > মিঠে
  • ঘ.

উত্তরঃ গিলা > গেলা, মিঠা > মিঠে

বিস্তারিত

ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরিতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহারণ ?

  • ক. অপিনিহিতির
  • খ. আদিস্বরাগমের
  • গ. মধ্যস্বরাগমের
  • ঘ. অন্তস্বরাগমের

উত্তরঃ মধ্যস্বরাগমের

বিস্তারিত

কোনগুলো আদি স্বরাগমের উদাহারণ?

  • ক. স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন
  • খ. রত্ন > রতন, ধর্ম > ধরম
  • গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
  • ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক

উত্তরঃ স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল

বিস্তারিত

হুক্কা > হুকো কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. স্বরভক্তি
  • খ. অভিশ্রুতি
  • গ. স্বরসঙ্গতি
  • ঘ. বর্ণদ্বিত্ব

উত্তরঃ স্বরসঙ্গতি

বিস্তারিত

শ্লোক > শোলক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. স্বরভক্তি
  • খ. অপিনিহিতি
  • গ. স্বরসঙ্গতি
  • ঘ. বর্ণদ্বিত্ব

উত্তরঃ স্বরভক্তি

বিস্তারিত

তর্ক > তক্ক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. বর্ণদ্বিত্ব
  • খ. র-কারের লোপ
  • গ. স্বরলোপ
  • ঘ. অভিশ্রুতি

উত্তরঃ র-কারের লোপ

বিস্তারিত

টপ টপ > টপাটপ কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. অসমীভবন
  • খ. সমীভবন
  • গ. বর্ণচ্যুতি
  • ঘ. বিষমীভবন

উত্তরঃ সমীভবন

বিস্তারিত

স্পর্ধা > আস্পর্ধা কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. স্বরাগম
  • খ. স্বরসঙ্গতি
  • গ. র- কারের লোপ
  • ঘ. অভিশ্রুতি

উত্তরঃ স্বরাগম

বিস্তারিত

শরীর > শরীল কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. বর্ণদ্বিত্ব
  • খ. বিষমীভবন
  • গ. অভিশ্রুতি
  • ঘ. বর্ণবিকৃতি

উত্তরঃ বিষমীভবন

বিস্তারিত

বলিব > বইলব > বলব -কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. অসমীকরণ
  • খ. অভিশ্রুতি
  • গ. অপিনিহিতি
  • ঘ. স্বরভক্তি

উত্তরঃ অভিশ্রুতি

বিস্তারিত

র-কারের বিলোপ ঘটেছে কোনটিতে ?

  • ক. করতে > কত্তে
  • খ. কাঁদনা > কান্না
  • গ. লাফ > ফাল
  • ঘ. লক্ষ্য > লইখ্যা

উত্তরঃ করতে > কত্তে

বিস্তারিত

রিকশা > রিশকা, বাসক এগুলো কিসের উদাহারণ ?

  • ক. ব্যঞ্জন বিকৃতি
  • খ. ব্যঞ্জনচ্যুতি
  • গ. ধ্বনি বিপর্যয়
  • ঘ. বিসমীভবন

উত্তরঃ ধ্বনি বিপর্যয়

বিস্তারিত

ড় ও ঢ় ধ্বনিকে কি বাল হয় ?

  • ক. অঘোষধ্বনি
  • খ. কল্পনাজাত ধ্বনি
  • গ. তাড়নজাত ধ্বনি
  • ঘ. শিশধবনি

উত্তরঃ তাড়নজাত ধ্বনি

বিস্তারিত

বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বরের সংখ্যা কয়টি ?

  • ক. ৬ টি
  • খ. ৮ টি
  • গ. ১০টি
  • ঘ. ৪ টি

উত্তরঃ ৪ টি

বিস্তারিত

একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে ?

  • ক. পরাগত
  • খ. স্বরসঙ্গতি
  • গ. সমীভবন
  • ঘ. অসমীভবন

উত্তরঃ অসমীভবন

বিস্তারিত

পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?

  • ক. বিপ্রকর্ষ
  • খ. অভিশ্রুতি
  • গ. অপনিহিতি
  • ঘ. স্বরাগম

উত্তরঃ অপনিহিতি

বিস্তারিত

কোনটি অপিনিহিতির উদাহারণ ?

  • ক. হর্ষ > হরিষ
  • খ. আজি > আইজ
  • গ. ধাই > দাই
  • ঘ. করিয়া > কইরা > করে

উত্তরঃ আজি > আইজ

বিস্তারিত

কোনটি স্বরসঙ্গতি ?

  • ক. লিখক > লেখক
  • খ. কর্ম > করম
  • গ. লেপ > নেপ
  • ঘ. আশু > আউশ

উত্তরঃ লিখক > লেখক

বিস্তারিত

কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ ?

  • ক. বিলাতি-বিলিতি
  • খ. স্বপ্ন-স্বপন
  • গ. ইস্কুল
  • ঘ. ছোট্ট

উত্তরঃ স্বপ্ন-স্বপন

বিস্তারিত

'মগজ' শব্দের উচ্চারণ-

  • ক. মোগজ
  • খ. মগোজ
  • গ. মগজ
  • ঘ. মোগোজ

উত্তরঃ মগোজ

বিস্তারিত

দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?

  • ক. ব্যঞ্জন বিকৃতি
  • খ. ধ্বনি বিপর্যয়
  • গ. অপিনিহিতি
  • ঘ. বিপ্রকর্ষ

উত্তরঃ ধ্বনি বিপর্যয়

বিস্তারিত

সমীভবনের উদাহরণ কোনটি?

  • ক. কান্না > কাঁদনা
  • খ. রান্না > বান্না
  • গ. চুলো > চুলা
  • ঘ. জন্ম > জন্ম

উত্তরঃ কান্না > কাঁদনা

বিস্তারিত

যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে?

  • ক. বিষমীভবন
  • খ. সমীভবন
  • গ. প্রগত সমীভবন
  • ঘ. অন্যোন্য সমীভবন

উত্তরঃ অন্যোন্য সমীভবন

বিস্তারিত

দুটো ধ্বনির অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?

  • ক. সমীভবন
  • খ. অসমীকরণ
  • গ. মধ্যস্বর লোপ
  • ঘ. পরাগত সমীভবন

উত্তরঃ সমীভবন

বিস্তারিত

৫২ সংখ্যাটির কোন লিপিরূপে প্রমিতউচ্চারণরণ পরিস্ফুট?

  • ক. বাহান্ন
  • খ. বায়ান্ন
  • গ. বাউন্নো
  • ঘ. বাহান্নো

উত্তরঃ বায়ান্ন

বিস্তারিত

শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়?

  • ক. দীর্ঘব্যঞ্জন
  • খ. ধ্বনি বিপর্যয়
  • গ. মধ্যস্বর লোপ
  • ঘ. সপ্রর্কষ বা স্বরলোপ

উত্তরঃ ধ্বনি বিপর্যয়

বিস্তারিত

কোনগুলো আদি স্বরাগম?

  • ক. স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন
  • খ. রত্ন > রতন, ধর্ম > ধরম
  • গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
  • ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক

উত্তরঃ স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল

বিস্তারিত

ক্লাশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহরণ?

  • ক. অপিনিহিতি
  • খ. আদি স্বরাগম
  • গ. মধ্য স্বরাগম
  • ঘ. অন্ত্য স্বরাগম

উত্তরঃ মধ্য স্বরাগম

বিস্তারিত

Vowel harmony'র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেন কোন ভাষাতত্ত্ববিদ?

  • ক. ড. রাজেন্দ্রলাল মিত্র
  • খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. ড. মুহাম্মদ এনামূল হক
  • ঘ. ড. সতীশচন্দ্র বিদ্যাভূষণ চক্রবর্তী

উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

বিস্তারিত

করিয়া > কইর্যা > করে- কিসের উদাহরণ?

  • ক. অভিশ্রুতির
  • খ. স্বরাগমের
  • গ. অপিনিহিতির
  • ঘ. অন্ত্য স্বরাগমের

উত্তরঃ অভিশ্রুতির

বিস্তারিত

রিকসা > রিসকা কিসের উদাহরণ?

  • ক. বিষমীভবনের
  • খ. ধ্বনি বিপর্যয়ের
  • গ. বিপ্রকর্ষের
  • ঘ. ব্যঞ্জন বিকৃতির

উত্তরঃ ধ্বনি বিপর্যয়ের

বিস্তারিত

মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?

  • ক. স্বরসঙ্গতি
  • খ. অভশ্রুতি
  • গ. সপ্রকর্ষ
  • ঘ. বিপ্রকর্ষ

উত্তরঃ বিপ্রকর্ষ

বিস্তারিত

স্বরলোপ কোনটির বিপরীত?

  • ক. অসমীকরণ
  • খ. স্বরাগম
  • গ. স্বরসঙ্গতি
  • ঘ. অপিনিহিতি

উত্তরঃ স্বরাগম

বিস্তারিত

কোনটি পরাগত সমীভবনের উদাহরণ?

  • ক. কান্না > কাঁদনা
  • খ. তৎজন্য > তজ্জন্য
  • গ. সত্য > সচ্চ
  • ঘ. আজি > আজ

উত্তরঃ তৎজন্য > তজ্জন্য

বিস্তারিত

কোনটি আদি স্বরাগমের উদাহরণ?

  • ক. স্টিমার>ইস্টিমার
  • খ. ফিল্ম > ফিলিম
  • গ. করিয়া > কইর্যা
  • ঘ. শরীর > শরীল

উত্তরঃ স্টিমার>ইস্টিমার

বিস্তারিত

যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম-

  • ক. অভিকর্ষ
  • খ. বিপ্রকর্ষ
  • গ. স্বরাগম
  • ঘ. অভিশ্রুতি

উত্তরঃ বিপ্রকর্ষ

বিস্তারিত

তৎ+হিত > তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?

  • ক. সম্প্রকর্ষ
  • খ. বিষমীভবন
  • গ. স্বরসঙ্গতি
  • ঘ. সমীভবন

উত্তরঃ সমীভবন

বিস্তারিত

ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত

  • ক. ফাল্গুন > ফাগুন
  • খ. বউদিদি > বউদি
  • গ. ধরিতে > ধরতে
  • ঘ. ধোবা > ধোপা

উত্তরঃ ধোবা > ধোপা

বিস্তারিত

লাফ > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত ?

  • ক. বিষমীভবন
  • খ. ধ্বনি বিপর্যয়
  • গ. ধ্বনিলোপ
  • ঘ. ব্যঞ্জনাগম

উত্তরঃ ধ্বনি বিপর্যয়

বিস্তারিত

বাকস > বাসক হওয়ার রীতিকে বলা হয়-

  • ক. ধ্বনি বিপর্যয়
  • খ. ধ্বনিসাম্য
  • গ. ধ্বনিলোপ
  • ঘ. ব্যঞ্জনাগম

উত্তরঃ ধ্বনি বিপর্যয়

বিস্তারিত

ধ্বনি বিপর্যয়ের উদাহরন কোনটি ?

  • ক. আজি-> আইজ
  • খ. পিশাচ-> পিচাশ
  • গ. পাকা-> পাক্কা
  • ঘ. স্কুল-> ইস্কুল

উত্তরঃ পিশাচ-> পিচাশ

বিস্তারিত

দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?

  • ক. অপগত
  • খ. পরাগত
  • গ. সমীভবন
  • ঘ. অসমীভবন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?

  • ক. স্বরাগম
  • খ. বিপ্রকর্ষ
  • গ. অপিনিহিত
  • ঘ. অভিশ্রুতি

উত্তরঃ অপিনিহিত

বিস্তারিত

আশু>আউশ- এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরন ?

  • ক. অপিনিহিত
  • খ. সমীভবন
  • গ. বিপ্রকর্ষ
  • ঘ. বর্ণ বিপর্যয়

উত্তরঃ অপিনিহিত

বিস্তারিত

পূর্বধ্বনির প্রভাবে পরবর্তি ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে ?

  • ক. পরাগত
  • খ. অন্যোন্য
  • গ. স্বরলোপ
  • ঘ. প্রগত

উত্তরঃ প্রগত

বিস্তারিত

একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়, তাকে কি বলে ?

  • ক. সম্প্রকর্ষ
  • খ. পরাগত
  • গ. স্বরসঙ্গতি
  • ঘ. অসমীকরণ

উত্তরঃ অসমীকরণ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects