ভূ ত্বক

জীবাশ্মা জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে-

  • ক. জলীয় বাষ্প
  • খ. ক্লোরো ফ্লোরো কার্বন
  • গ. কার্বন ডাই অক্সাইড
  • ঘ. মিথেন

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড

বিস্তারিত

গ্রাফাইট কোন ধরনের শিলা?

  • ক. রূপান্তরিত শিলা
  • খ. আগ্নেয় শিলা
  • গ. পাললিক শিলা
  • ঘ. জৈব শিলা

উত্তরঃ রূপান্তরিত শিলা

বিস্তারিত

কোনটি রূপান্তরিত শিলা নয়?

  • ক. নিস
  • খ. কেওলন
  • গ. গ্রাফাইট
  • ঘ. কোয়াটজাইট

উত্তরঃ কেওলন

বিস্তারিত

চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?

  • ক. নিস
  • খ. ফিলাইট
  • গ. মার্বেল
  • ঘ. ক্যালসাইট

উত্তরঃ মার্বেল

বিস্তারিত

মার্বেল পাথর কোন শ্রেণীর পাথর?

  • ক. আগ্নেয় শিলা
  • খ. পাললিক শিলা
  • গ. রূপান্তরিত শিলা
  • ঘ. উপরের কোনোটিই নয়

উত্তরঃ রূপান্তরিত শিলা

বিস্তারিত

যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে-

  • ক. প্যালিয়েন্টোলজী
  • খ. মরফোলজী
  • গ. ফাইটোজেনি
  • ঘ. ফসিওলজি

উত্তরঃ ফসিওলজি

বিস্তারিত

পাললিক শিলায়-

  • ক. স্তর নেই, জীবাশ্ম আছে
  • খ. স্তর আছে, জীবাশ্ম নেই
  • গ. স্তর ও জীবাশ্ম দুটোই আছে
  • ঘ. স্তর ও জীবাশ্ম কোনটিই নেই

উত্তরঃ স্তর ও জীবাশ্ম দুটোই আছে

বিস্তারিত

পাললিক শিলার অপর নাম কি?

  • ক. পরিবর্তিত শিলা
  • খ. স্তরীভূত শিলা
  • গ. অস্তরীভুত শিলা
  • ঘ. গ্রানাইট শিলা

উত্তরঃ স্তরীভূত শিলা

বিস্তারিত

পলি দ্বারা গঠিত কোন শিলা?

  • ক. ভূ-ত্বক
  • খ. পাললিক শিলা
  • গ. আগ্নেয়শিলা
  • ঘ. রূপান্তরিত শিলা

উত্তরঃ পাললিক শিলা

বিস্তারিত

লাভা গঠিত মালভূমি কোনটি?

  • ক. তিব্বত
  • খ. দাক্ষিণাত্য
  • গ. কিলোরেডে
  • ঘ. মেক্সিকো

উত্তরঃ দাক্ষিণাত্য

বিস্তারিত

সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে

  • ক. হাওয়াই দ্বীপপুঞ্জ
  • খ. ফিজি দ্বীপ
  • গ. সেন্টমার্টিন
  • ঘ. ঘানা

উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জ

বিস্তারিত

কোনটি সুপ্ত আগ্নেগিরি?

  • ক. লিপারি
  • খ. স্ট্রম্বলি
  • গ. ফুজিয়ামা
  • ঘ. এটনা

উত্তরঃ ফুজিয়ামা

বিস্তারিত

Highest amount in volcanic gas is

  • ক. CO2
  • খ. H2S
  • গ. H2O
  • ঘ. SO2

উত্তরঃ CO2

বিস্তারিত

হিমবাহ কি?

  • ক. এক ধরনের চলন্ত বরফ স্তুপ
  • খ. পর্বতশৃঙ্গের স্তুপীকৃত বরফ
  • গ. পর্বত পাদদেশে স্তুপীকৃত বরফ
  • ঘ. শীতপ্রধান দেশের মহীসোপানের বরফরাশি

উত্তরঃ এক ধরনের চলন্ত বরফ স্তুপ

বিস্তারিত

সুনামীর কারণ হলো--

  • ক. সমুদ্রের তলদেশে ভূমিকম্প
  • খ. ঘূর্ণিঝড়
  • গ. চাঁদ ও সূর্যের আকর্ষণ
  • ঘ. আগ্নেয়গিরির অগ্নুৎপাত

উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প

বিস্তারিত

কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?

  • ক. পামীর
  • খ. তিব্বত
  • গ. কলোরাডো
  • ঘ. আরব

উত্তরঃ পামীর

বিস্তারিত

ভূ-পৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে

  • ক. শুধু তাপ বাড়বে
  • খ. শুধু চাপ বাড়বে
  • গ. তাপ ও চাপ উভয়ই বাড়বে
  • ঘ. তাপ ও চাপ অপরিবর্তিত থাকবে

উত্তরঃ তাপ ও চাপ উভয়ই বাড়বে

বিস্তারিত

Core of the earth is made of

  • ক. NiFe
  • খ. FePb
  • গ. FeZn
  • ঘ. FeMg

উত্তরঃ NiFe

বিস্তারিত

ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

  • ক. অ্যালুমিনিয়াম
  • খ. তামা
  • গ. দস্তা
  • ঘ. সীসা

উত্তরঃ অ্যালুমিনিয়াম

বিস্তারিত

পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-

  • ক. হাইড্রোজেন
  • খ. অ্যালুমিনিয়াম
  • গ. সিলিকন
  • ঘ. কার্বন

উত্তরঃ সিলিকন

বিস্তারিত

Most abundtant element in the earth is--

  • ক. Iron
  • খ. Aluminium
  • গ. Silicon
  • ঘ. Oxygen

উত্তরঃ Oxygen

বিস্তারিত

কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি পরিমাণ আচে?

  • ক. লৌহ
  • খ. হাইড্রোজেন
  • গ. কপার
  • ঘ. অক্সিজেন

উত্তরঃ অক্সিজেন

বিস্তারিত

ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?

  • ক. অক্সিজেন
  • খ. নাইট্রোজেন
  • গ. কার্বন ডাই অক্সাইড
  • ঘ. ম্যাঙ্গানিজ

উত্তরঃ অক্সিজেন

বিস্তারিত

ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-

  • ক. কার্বন
  • খ. নাইট্রোজেন
  • গ. অক্সিজেন
  • ঘ. হাইড্রোজেন

উত্তরঃ অক্সিজেন

বিস্তারিত

ভূ-ত্বকের গভীরতা প্রায়

  • ক. ১০ কিলোমিটার
  • খ. ১৬ কিলোমিটার
  • গ. ১২ কিলোমিটার
  • ঘ. ৬১ কিলোমিটার

উত্তরঃ ১৬ কিলোমিটার

বিস্তারিত

ভূ-পৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায়, তাকে বলে

  • ক. কঠিন শিলা
  • খ. ভূ-ত্বক
  • গ. কেন্দ্রমণ্ডল
  • ঘ. গুরুমণ্ডল

উত্তরঃ ভূ-ত্বক

বিস্তারিত

পৃথিবীর বহিরাবরণকে কি বলে?

  • ক. শিলা
  • খ. ভূ-ত্বক
  • গ. কেন্দ্রমণ্ডল
  • ঘ. গুরুমণ্ডল

উত্তরঃ ভূ-ত্বক

বিস্তারিত

পৃথিবীর মণ্ডল তিনটির নাম

  • ক. অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল
  • খ. অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, বারিমণ্ডল
  • গ. বায়ুমণ্ডল, বারিমণ্ডল, কেন্দ্রমণ্ডল
  • ঘ. অশ্মমণ্ডল, বারিমণ্ডল, বায়ুমণ্ডল

উত্তরঃ অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects