লিঙ্গ

126. কোনটি ঈ -প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?

  • ক. ব্যঙ্গমী
  • খ. কাঙ্গাল
  • গ. ঠাকুর
  • ঘ. মজুর

উত্তরঃ ব্যঙ্গমী

বিস্তারিত

128. কোনটির স্ত্রীবাচক শব্দ বিশিষ্টার্থক ?

  • ক. চাতক
  • খ. অধ্যাপক
  • গ. বালক
  • ঘ. সম্রাট

উত্তরঃ সম্রাট

বিস্তারিত

130. নিত্য স্ত্রীবাচক শব্দ কাকে বলে ?

  • ক. যে স্ত্রীবাচক শব্দে শুধু স্ত্রী বোঝায়
  • খ. যে স্ত্রীবাচক শব্দের একাধিক পুরুষবাচক শব্দ রয়েছে
  • গ. যে স্ত্রীবাচক শব্দের দ্বারা অবিবাহিতা মহিলাকে বোঝায়
  • ঘ. যে শব্দের কোনো পুংলিঙ্গ নেই

উত্তরঃ যে শব্দের কোনো পুংলিঙ্গ নেই

বিস্তারিত

131. কোনটি স্ত্রীবাচক বিদেশী শব্দ ?

  • ক. জেনানা
  • খ. বালিকা
  • গ. পুস্তিকা
  • ঘ. অরণ্যানী

উত্তরঃ জেনানা

বিস্তারিত

132. তৎসম পুরুষবাচক বিশেষ্যের সঙ্গে কোন পদ যুক্ত হয় ?

  • ক. পুরুষবাচক বিশেষণ
  • খ. স্ত্রীবাচক বিশেষণ
  • গ. স্ত্রীবাচক বিশেষ্য
  • ঘ. পুরুষবাচক বিশেষ্য

উত্তরঃ পুরুষবাচক বিশেষণ

বিস্তারিত

133. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয় ?

  • ক. স্ত্রীবাচক
  • খ. পুরুষবাচক
  • গ. নিত্য পুরুষবাচক
  • ঘ. নিত্য স্ত্রীবাচক

উত্তরঃ পুরুষবাচক

বিস্তারিত

135. নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক ?

  • ক. খালা
  • খ. ফুফু
  • গ. ননদ
  • ঘ. মামী

উত্তরঃ মামী

বিস্তারিত

136. নিচের কোনগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ ?

  • ক. বকনা, গাই
  • খ. গয়লা, ঠাকুর মা
  • গ. সতীন, সৎমা
  • ঘ. চতুরা, সরলা

উত্তরঃ সতীন, সৎমা

বিস্তারিত

137. মৎস্য ও মনুষ এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি ?

  • ক. মৎসী, মনুষী
  • খ. মৎসা, মনুষ্যা
  • গ. মৎসিনী, মানষী
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মৎসী, মনুষী

বিস্তারিত

138. 'ঘোষজা' কোন অর্থে স্ত্রীবাচক ?

  • ক. পত্নী অর্থে
  • খ. কন্যা অর্থে
  • গ. স্ত্রী অর্থে
  • ঘ. নারী অর্থে

উত্তরঃ পত্নী অর্থে

বিস্তারিত

139. কোন বিশেষণের স্ত্রীবাচকতা হয় না ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. বিশেষণের বিশেষণ
  • গ. বিধেয় বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ বিধেয় বিশেষণ

বিস্তারিত

140. নিচের কোনগুলো ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক ?

  • ক. মানব, ময়ূরী, সিংহী
  • খ. নাটিকা, মালিকা, গীতিকা
  • গ. যৌগিনী, দুঃখ
  • ঘ. নেত্রী, ধাত্রী, সুন্দরী

উত্তরঃ নাটিকা, মালিকা, গীতিকা

বিস্তারিত

142. বৃহদার্থে স্ত্রীবাচক শব্দ কোনগুলো ?

  • ক. গীতিকা, পুস্তিকা
  • খ. অরণ্যানী, হিমানী
  • গ. সিংহী, গায়িকা
  • ঘ. মামী, খালা

উত্তরঃ অরণ্যানী, হিমানী

বিস্তারিত

143. নিচের কোনটি জাতি বা শ্রেণী অর্থে স্ত্রীবাচক ?

  • ক. অজা
  • খ. চপলা
  • গ. নবীনা
  • ঘ. কনিষ্ঠা

উত্তরঃ অজা

বিস্তারিত

144. নিচের কোনটি বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ ?

  • ক. মায়াবিনী
  • খ. দুঃখিনী
  • গ. শূদ্রা
  • ঘ. সম্রাজ্ঞী

উত্তরঃ সম্রাজ্ঞী

বিস্তারিত

145. নিচের কোন শব্দগুলোর দুটি স্ত্রীবাচক শব্দ আছে ?

  • ক. ভাই, দেবর, বর
  • খ. মামা, ফুফা
  • গ. চাচী, জ্যেঠী নর
  • ঘ. ঠাকুর পো, জামাই, পুলিশ

উত্তরঃ ভাই, দেবর, বর

বিস্তারিত

146. কুলি শব্দের স্ত্রীবাচক কোনটি ?

  • ক. মহিলা কুলি
  • খ. কামিন
  • গ. কুলিনী
  • ঘ. ভাগিনী

উত্তরঃ কামিন

বিস্তারিত

147. সাধরণত অর্থে স্ত্রীবাচক

  • ক. নানী
  • খ. দাদী
  • গ. শিক্ষিকা
  • ঘ. মামী

উত্তরঃ শিক্ষিকা

বিস্তারিত

148. শুক শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি ?

  • ক. শারী
  • খ. সারী
  • গ. সাড়ি
  • ঘ. শায়ী

উত্তরঃ সারী

বিস্তারিত

149. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ?

  • ক. কল্যাণীয়েষু
  • খ. সুচরিতেসু
  • গ. শ্রদ্ধাস্পদ
  • ঘ. প্রীতিভাজনেষু

উত্তরঃ কল্যাণীয়েষু

বিস্তারিত

150. যেসব নামপদ পুরুষ জাতির নাম বোঝায়, তাকে কোন লিঙ্গ বলে ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. ক্লীবলিঙ্গ
  • গ. স্ত্রীলিঙ্গ
  • ঘ. উভয় লিঙ্গ

উত্তরঃ পুংলিঙ্গ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects