পঙ্ক্তি ও উদ্ধৃতি এবং ছদ্মনাম উপাধি ও প্রবর্তক

76. বাংলা সাহিত্যে কাকে 'ছন্দের যাদুকর' বলা হয়?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

77. ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’- এই পঙ্ক্তি দুটির স্রষ্টার নামঃ

  • ক. রোকেয়া সাখাওয়াত হোসেন
  • খ. কামিনী রায়
  • গ. কুসুমকুমারী দাশ
  • ঘ. মহাশ্বেতা দেবী

উত্তরঃ কুসুমকুমারী দাশ

বিস্তারিত

78. 'ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত'- এই চরণটি লিখেছেন--

  • ক. সিকান্দার আবু জাফর
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. সুভাষ মুখোপাধ্যায়
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়

বিস্তারিত

79. 'এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- এই স্মরণীয় পঙ্ক্তি রচনা করেছেন--

  • ক. শামসুর রাহমান
  • খ. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  • গ. আল মাহমুদ
  • ঘ. হেলাল হাফিজ

উত্তরঃ হেলাল হাফিজ

বিস্তারিত

80. 'অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে'- পঙ্ক্তির স্রষ্টা--

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. বুদ্ধদেব বসু
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত
  • ঘ. আহসান হাবীব

উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects