বিপরীত শব্দ

'দেউড়ি' শব্দের বিপরীত শব্দ--

  • ক. বাতায়ন
  • খ. গবাক্ষ
  • গ. অলিন্দ
  • ঘ. খিড়কি

উত্তরঃ খিড়কি

বিস্তারিত

নিচের কোন বিপরীতার্থক শব্দজোড় অশুদ্ধ?

  • ক. শুষ্ক-রুক্ষ
  • খ. স্বতন্ত্র-পরতন্ত্র
  • গ. সুবহ-দুর্বহ
  • ঘ. ক্রয়-বিক্রয়

উত্তরঃ শুষ্ক-রুক্ষ

বিস্তারিত

'উত্তরণ' শব্দের বিপরীত শব্দ--

  • ক. পতন
  • খ. অবনয়ন
  • গ. অবতরণ
  • ঘ. অধস্তন

উত্তরঃ অবতরণ

বিস্তারিত

'সংশয়' শব্দটির বিপরীত শব্দ কোনটি?

  • ক. প্রত্যয়
  • খ. বিস্ময়
  • গ. নিঃসয়
  • ঘ. নির্ভয়

উত্তরঃ প্রত্যয়

বিস্তারিত

উন্নীত শব্দের বিপরীত শব্দ কি?

  • ক. বিনীত
  • খ. অবনমিত
  • গ. অধোগতি
  • ঘ. অবনতি

উত্তরঃ অবনমিত

বিস্তারিত

'সৌম্য' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. শান্ত
  • খ. সুশীল
  • গ. উগ্র
  • ঘ. উদ্ধত

উত্তরঃ উগ্র

বিস্তারিত

'নিরাকার'-এর বিপরীতার্থক শব্দ--

  • ক. আকার
  • খ. সকার
  • গ. তাদৃশ্য
  • ঘ. দৃশ্যমান

উত্তরঃ সকার

বিস্তারিত

'অমৃত' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. তিক্ত
  • খ. বিষাক্ত
  • গ. বিরল
  • ঘ. গরল

উত্তরঃ গরল

বিস্তারিত

'অর্বাচীন' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. প্রাচীন
  • খ. তরুণ
  • গ. অচেনা
  • ঘ. নবীন

উত্তরঃ প্রাচীন

বিস্তারিত

কোনটি 'ঝাটিতি' -এর বিপরীতার্থক শব্দ?

  • ক. তাড়াতাড়ি
  • খ. বিলম্ব
  • গ. অতৃপ্তি
  • ঘ. নিন্দা

উত্তরঃ বিলম্ব

বিস্তারিত

নিচের কোনটি 'ঈশান' শব্দের বিপরীত শব্দ?

  • ক. নৈঝৃত
  • খ. অনুদার
  • গ. নিশান
  • ঘ. অবনত

উত্তরঃ নৈঝৃত

বিস্তারিত

'প্রশান্তি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. আশান্তি
  • খ. নিন্দা
  • গ. দুশ্চিন্তা
  • ঘ. চঞ্চলতা

উত্তরঃ আশান্তি

বিস্তারিত

'অনুগ্রহ' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. প্রতিগ্রহ
  • খ. বিগ্রহ
  • গ. দয়া
  • ঘ. নিগ্রহ

উত্তরঃ নিগ্রহ

বিস্তারিত

'মুক্ত' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. স্বাধীন
  • খ. বাহির
  • গ. বদ্ধ
  • ঘ. মুক্তি

উত্তরঃ বদ্ধ

বিস্তারিত

'গুপ্ত' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. প্রকাশ
  • খ. ব্যক্ত
  • গ. অব্যক্ত
  • ঘ. উন্মীলিত

উত্তরঃ ব্যক্ত

বিস্তারিত

'ঔদ্ধত্য' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. স্তব্ধ
  • খ. বিনয়
  • গ. গম্ভীর
  • ঘ. মাথা নত করা

উত্তরঃ বিনয়

বিস্তারিত

'অনন্ত' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. আসীম
  • খ. সীমাহীন
  • গ. অকুল
  • ঘ. সান্ত

উত্তরঃ সান্ত

বিস্তারিত

'আদিষ্ট' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. নির্দেশিত
  • খ. উপেক্ষিত
  • গ. নিষিদ্ধ
  • ঘ. সিদ্ধ

উত্তরঃ উপেক্ষিত

বিস্তারিত

'বিলীন' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অন্তর্হিত
  • খ. অস্তিত্ব
  • গ. নিমগ্ন
  • ঘ. নিঃশেষ

উত্তরঃ অস্তিত্ব

বিস্তারিত

'তস্কর' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. লস্কর
  • খ. নিরীহ
  • গ. সাধু
  • ঘ. নির্লোভ

উত্তরঃ সাধু

বিস্তারিত

'অপসৃয়মান' শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. উদীয়মান
  • খ. ক্ষয়মান
  • গ. বিলীয়মান
  • ঘ. বিবর্তমান

উত্তরঃ উদীয়মান

বিস্তারিত

'গরল' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. মিষ্টি
  • খ. পানসে
  • গ. ঝাল
  • ঘ. অমৃত

উত্তরঃ অমৃত

বিস্তারিত

'যাযাবর' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. সর্বজনীন
  • খ. স্থায়ী
  • গ. সার্বিক
  • ঘ. স্থির

উত্তরঃ স্থায়ী

বিস্তারিত

'বিদীত' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অজ্ঞাত
  • খ. গৃহীত
  • গ. বিদীর্ণ
  • ঘ. বিসর্জন

উত্তরঃ অজ্ঞাত

বিস্তারিত

'প্রকৃতি' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. স্বাভাবিক
  • খ. বিকৃতি
  • গ. মৃদু
  • ঘ. উদ্বৃত

উত্তরঃ বিকৃতি

বিস্তারিত

'উত্তপ্ত' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. শীতল
  • খ. শৈত্য
  • গ. শীত
  • ঘ. বরফ

উত্তরঃ শীতল

বিস্তারিত

'নৈসর্গিক' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. প্রাকৃতিক
  • খ. কৃত্রিম
  • গ. রাত্রিকালীন
  • ঘ. দিবাকালীন

উত্তরঃ কৃত্রিম

বিস্তারিত

'যামিনী'র বিপরীত শব্দ কি?

  • ক. আলো
  • খ. রাত্রি
  • গ. দিন
  • ঘ. কামিনী

উত্তরঃ দিন

বিস্তারিত

'ক্ষীয়মাণ' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. বৃহৎ
  • খ. বর্ধিষ্ণু
  • গ. বর্ধমান
  • ঘ. বৃদ্ধিপ্রাপ্ত

উত্তরঃ বর্ধমান

বিস্তারিত

'খবর' -এর বিপরীতার্থক শব্দ--

  • ক. বার্তা
  • খ. সংবাদ
  • গ. জিজ্ঞাসা
  • ঘ. তত্ত্ব

উত্তরঃ জিজ্ঞাসা

বিস্তারিত

'তিমির' -এর বিপরীতার্থক শব্দ----

  • ক. কালো
  • খ. অন্ধকার
  • গ. তিরস্কার
  • ঘ. আলো

উত্তরঃ আলো

বিস্তারিত

'উগ্র' শব্দের বিপরীতার্থক শব্দ--

  • ক. অগ্র
  • খ. ভদ্র
  • গ. সৌম্য
  • ঘ. সুশীল

উত্তরঃ সৌম্য

বিস্তারিত

'জঙ্গম' -এর বিপরিতার্থক শব্দ?

  • ক. সৈকত
  • খ. অরণ্য
  • গ. স্থাবর
  • ঘ. সাগর

উত্তরঃ স্থাবর

বিস্তারিত

'সংশয়' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. নির্ভয়
  • খ. বিস্ময়
  • গ. প্রত্যয়
  • ঘ. দ্বিধা

উত্তরঃ প্রত্যয়

বিস্তারিত

'তাপ' শব্দের বিপরীত শব্দ--

  • ক. শৈত্য
  • খ. শীতল
  • গ. উত্তাপ
  • ঘ. হিম

উত্তরঃ শৈত্য

বিস্তারিত

উদারের বিপরীত শব্দ হলো--

  • ক. সাবিলীল
  • খ. সংকীর্ণ
  • গ. মহান
  • ঘ. অসৎ

উত্তরঃ সংকীর্ণ

বিস্তারিত

'আরোহণ' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. বিসর্জন
  • খ. নির্গমন
  • গ. অবরোহণ
  • ঘ. গমন

উত্তরঃ অবরোহণ

বিস্তারিত

'গৌরব' -এর বিপরীত শব্দ কি?

  • ক. অপমান
  • খ. অমর্যাদা
  • গ. মানহানি
  • ঘ. লজ্জা

উত্তরঃ লজ্জা

বিস্তারিত

'লিপ্সা' শব্দটির বিপরীত শব্দ কোনটি?

  • ক. বিরাগ
  • খ. সরল
  • গ. নিরোগ
  • ঘ. নির্লিপ্ত

উত্তরঃ নির্লিপ্ত

বিস্তারিত

'ভূত' শব্দের বিপরীত শব্দ কি?

  • ক. বাস্তব
  • খ. সাহস
  • গ. শরীরী
  • ঘ. অতীত

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

'অলীক' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অলৌকিক
  • খ. লৌকিক
  • গ. বাস্তব
  • ঘ. অবাস্তব

উত্তরঃ বাস্তব

বিস্তারিত

'আরোহণ'

  • ক. বিসর্জন
  • খ. অবরোহণ
  • গ. নিম্নগমন
  • ঘ. গমন

উত্তরঃ অবরোহণ

বিস্তারিত

'সংশয়' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. প্রত্যয়
  • খ. বিস্ময়
  • গ. নিঃসয়
  • ঘ. নির্ভয়

উত্তরঃ প্রত্যয়

বিস্তারিত

'বিনীত' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. অবিনীত
  • খ. দুর্বিনীত
  • গ. অভদ্র
  • ঘ. অবিনত

উত্তরঃ অবিনীত

বিস্তারিত

'আরোহন' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. বিসর্জন
  • খ. নির্গমন
  • গ. অবরোহন
  • ঘ. গমন

উত্তরঃ অবরোহন

বিস্তারিত

'হৃদ্য' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. ঘৃণা
  • খ. অহৃদ্য
  • গ. অবহেলা
  • ঘ. বিরক্ত

উত্তরঃ অহৃদ্য

বিস্তারিত

'বিরক্ত' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. বিমুগ্ধ
  • খ. অভিভুত
  • গ. অনুরক্ত
  • ঘ. আনন্দিত

উত্তরঃ অনুরক্ত

বিস্তারিত

'সৌম্য' -এর বিপরীত শব্দ---

  • ক. অসুন্দর
  • খ. কুৎসিত
  • গ. কাপুরুষ
  • ঘ. কারাল

উত্তরঃ কুৎসিত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects