আন্তর্জাতিক বিষয়াবলী

1. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে দুই বছর মেয়াদে কোন পাঁচ দেশ দায়িত্ব গ্রহণ করে?

  • ক. অ্যাঙ্গোলা, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্পেন ও ভারত
  • খ. অ্যাঙ্গোলা, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্পেন ও ভেনিজুয়েলা
  • গ. অ্যাঙ্গোলা, মালয়েশিয়া, থাইল্যান্ড, স্পেন ও ভারত
  • ঘ. অ্যাঙ্গোলা, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পর্তুগাল ও নাইজেরিয়া

উত্তরঃ অ্যাঙ্গোলা, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্পেন ও ভেনিজুয়েলা

বিস্তারিত

3. EaEU এর যাত্রা শুরু কবে?

  • ক. ১লা জানুয়ারী ২০১৫
  • খ. ১০ই জানুয়ারী ২০১৫
  • গ. ৫ই জানুয়ারী ২০১৫
  • ঘ. ১৫ই জানুয়ারী ২০১৫

উত্তরঃ ১লা জানুয়ারী ২০১৫

বিস্তারিত

5. শার্লি হেবদো কোন দেশের সাপ্তাহিক পত্রিকা?

  • ক. রাশিয়া
  • খ. জার্মানি
  • গ. ফ্রান্স
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

6. সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ কবে মৃত্যুবরণ করেন?

  • ক. ১লা জানুয়ারী ২০১৫
  • খ. ১০ই জানুয়ারী ২০১৫
  • গ. ১৫ই জানুয়ারী ২০১৫
  • ঘ. ২৩ই জানুয়ারী ২০১৫

উত্তরঃ ২৩ই জানুয়ারী ২০১৫

বিস্তারিত

7. ২০১৪ সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?

  • ক. হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
  • খ. সিংগাপুর চাঙ্গি এয়ারপোর্ট
  • গ. দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
  • ঘ. লন্ডন হিথ্রো এয়ারপোর্ট

উত্তরঃ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

বিস্তারিত

8. সুইজারল্যান্ডের দাভোসে ৪৫তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ১৫-১৮ জানুয়ারি ২০১৫
  • খ. ২২-২৫ জানুয়ারি ২০১৫
  • গ. ২১-২৪ জানুয়ারি ২০১৫
  • ঘ. ২৩-২৬ জানুয়ারি ২০১৫

উত্তরঃ ২১-২৪ জানুয়ারি ২০১৫

বিস্তারিত

9. ইসলামী স্টেট (IS) প্রতিরোধে কোন দেশ মহাপ্রাচীর তৈরি করেছে?

  • ক. ওমান
  • খ. ইসরাইল
  • গ. কুয়েত
  • ঘ. সৌদি আরব

উত্তরঃ সৌদি আরব

বিস্তারিত

10. তিনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?

  • ক. রশিদ আল ঘানুশি
  • খ. হাবিব আল ঘানুশি
  • গ. আবেদিন বেন আলী
  • ঘ. হাবিব এসিদ

উত্তরঃ হাবিব এসিদ

বিস্তারিত

11. শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?

  • ক. অনিল বিক্রমাসিংহে
  • খ. রঙ্গনাথন হেরাথ
  • গ. মাইথ্রিপালা সিরিসেনা
  • ঘ. মাহিন্দ্র রাজাপাকসে

উত্তরঃ মাইথ্রিপালা সিরিসেনা

বিস্তারিত

12. ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?

  • ক. এলিস সলবার্গ
  • খ. হেল থার্নিং
  • গ. ত্রিস্তিন সলবার্গ
  • ঘ. কোলিন্দা গ্রাবার কিতারোভিচ

উত্তরঃ কোলিন্দা গ্রাবার কিতারোভিচ

বিস্তারিত

13. ১ এপ্রিল ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর ১২৩তম সদস্য পদ লাভ করে?

  • ক. ফিলিস্তিন
  • খ. ইসরাইল
  • গ. ওমান
  • ঘ. কাতার

উত্তরঃ ফিলিস্তিন

বিস্তারিত

15. ২ জানুয়ারি ২০১৫ কোন দেশ ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়ন (EaEU)-এর ৪র্থ সদস্য পদ লাভ করে?

  • ক. আর্মেনিয়া
  • খ. রাশিয়া
  • গ. তুরস্ক
  • ঘ. সার্বিয়া

উত্তরঃ আর্মেনিয়া

বিস্তারিত

16. ১ জানুয়ারি ২০১৫ ওএসসিই (OSCE)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক. জো কিম গাউক (জার্মানি)
  • খ. ফিলিপ ভুজানোভিক (মন্টিনিগ্রো)
  • গ. ইভিকা দাচিচ (সার্বিয়া)
  • ঘ. ফিলিপ স্টার্ন (বেলজিয়াম)

উত্তরঃ ইভিকা দাচিচ (সার্বিয়া)

বিস্তারিত

17. ১ জানুয়ারি ২০১৫ আন্তর্জাতিক মান সংস্থা (ISO)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক. মাসামি ট্যাঙ্গো (জাপান)
  • খ. বিল হিন্ডস (যুক্তরাষ্ট্র)
  • গ. জাং ঝাও গাং (চীন)
  • ঘ. জন হিল ( ব্রিটেন)

উত্তরঃ জাং ঝাও গাং (চীন)

বিস্তারিত

18. ইউ এন উইমেন- এর কার্যনির্বাহী কমিটির চেয়ারপার্সন কে?

  • ক. লরা সিনসিলা (ইউক্রেন)
  • খ. জয়েস বান্দা (স্কটল্যান্ড)
  • গ. আই বি পেটারসন (ডেনমার্ক)
  • ঘ. হিনা রাব্বানি (পাকিস্তান)

উত্তরঃ আই বি পেটারসন (ডেনমার্ক)

বিস্তারিত

19. ১ জানুয়ারি ২০১৫ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক. মুখ হিসা কিটুয়ি (কেনিয়া)
  • খ. হাওলিন ঝাও (চীন)
  • গ. আহমেদ বাহা (ইয়েমেন)
  • ঘ. আব্দুল্লাহ আল গণি (ওমান)

উত্তরঃ হাওলিন ঝাও (চীন)

বিস্তারিত

20. মার্কিন যুক্তরাষ্ট্র কবে আফগান যুদ্ধের সমাপ্তি ঘটায়?

  • ক. ২৪ ডিসেম্বর ২০১৪
  • খ. ২৬ ডিসেম্বর ২০১৪
  • গ. ২৫ ডিসেম্বর ২০১৪
  • ঘ. ২৮ ডিসেম্বর ২০১৪

উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০১৪

বিস্তারিত

21. ইঙ্গ-মার্কিন বাহিনী কবে আফগান হামলা শুরু করে ছিল?

  • ক. ১ অক্টোবর ২০০১
  • খ. ৩ অক্টোবর ২০০১
  • গ. ৯ অক্টোবর ২০০১
  • ঘ. ৭ অক্টোবর ২০০১

উত্তরঃ ৭ অক্টোবর ২০০১

বিস্তারিত

22. ইঙ্গ-মার্কিন বাহিনী কর্তৃক 'অপারেশন ইনডিউরিং ফ্রিডম' পরিচালনা করা হয় কোন দেশে?

  • ক. ইরাক
  • খ. সিরিয়া
  • গ. আফগানিস্তান
  • ঘ. লিবিয়া

উত্তরঃ আফগানিস্তান

বিস্তারিত

23. আফগান যুদ্ধের সর্বশেষ কমান্ডার কে ছিলেন?

  • ক. জেনারেল জন ম্যাককল
  • খ. জেনারেল জন ক্যালেন
  • গ. জেনারেল জন হার্বাট
  • ঘ. জেনারেল জন এফ ক্যাম্পবেল

উত্তরঃ জেনারেল জন এফ ক্যাম্পবেল

বিস্তারিত

24. আফগান যুদ্ধের প্রথম কমান্ডার কে ছিলেন?

  • ক. জেনারেল জন ম্যাককল
  • খ. জেনারেল জন কলিন
  • গ. জেনারেল জন হার্বাট
  • ঘ. জেনারেল জন ক্যাম্পবেল

উত্তরঃ জেনারেল জন ম্যাককল

বিস্তারিত

25. ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশ ইউরো মুদ্রা চালু করেছে?

  • ক. ২২ টি
  • খ. ২৩ টি
  • গ. ২০ টি
  • ঘ. ১৯ টি

উত্তরঃ ১৯ টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects