আন্তর্জাতিক বিষয়াবলি
526. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. লন্ডন
 - খ. বার্লিন
 - গ. ব্রাজিল
 - ঘ. আজের্ন্টিনা
 
উত্তরঃ ব্রাজিল
527. ‘জুলিয়াস সিজার’ কেন বিখ্যাত?
- ক. রোমার সম্রাট হিসেবে
 - খ. বর্ণবাদ হিসেবে
 - গ. বৃটেনের রাজা হিসেবে
 - ঘ. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
 
উত্তরঃ রোমার সম্রাট হিসেবে
528. নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াচ্চুল কারমান’ কোন দেশের নাগরিক?
- ক. ইরান
 - খ. ইন্দোনেশিয়া
 - গ. তুরস্ক
 - ঘ. ইয়েমেন
 
উত্তরঃ ইয়েমেন
529. ‘গ্রীনল্যান্ড’-এর মালিকানা কোন দেশের ?
- ক. সুইডেন
 - খ. নেদারল্যান্ড
 - গ. ডেনমার্ক
 - ঘ. ইংল্যান্ড
 
উত্তরঃ ডেনমার্ক
530. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
- ক. ভারতীয় জনতা পার্টি
 - খ. কমুনিষ্ট পার্টি
 - গ. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
 - ঘ. বহুজন সমাজ পার্টি
 
উত্তরঃ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
- ক. সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি
 - খ. সন্ত্রাস দমনে একে অপরের সহযোগিতা
 - গ. সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
 - ঘ. সাংস্কৃতিক ক্ষেত্রে সহায়তা প্রদান
 
উত্তরঃ সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি
533. কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?
- ক. পাকিস্তান ও ইরান
 - খ. জাপান ও ফিলিপাইন
 - গ. মিয়ানমার ও রাশিয়া
 - ঘ. ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
 
উত্তরঃ জাপান ও ফিলিপাইন
534. কোন দেশটি BIMSTEC -এর সদস্য নয়?
- ক. বাংলাদেশ
 - খ. পাকিস্তান
 - গ. ভারত
 - ঘ. থাইল্যান্ড
 
উত্তরঃ পাকিস্তান
535. 2016 সালে সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?
- ক. বব ডিলন
 - খ. অমর্ত্য সেন
 - গ. মিলান কুন্ডেরা
 - ঘ. হারুকি মুরা কামি
 
উত্তরঃ বব ডিলন
537. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল-
- ক. জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
 - খ. জাতিপুঞ্জ সৃষ্টি করা
 - গ. অটোম্যানের জায়গা দখল করা
 - ঘ. ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
 
উত্তরঃ ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
538. মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো-
- ক. পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
 - খ. এশিয়া ও আফ্রিকার মাঝে
 - গ. আটলান্টিকের পূর্বে
 - ঘ. এশিয়া ও ইউরোপের মাঝে
 
উত্তরঃ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
540. ২০১৮ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. বেইজিং, চীন
 - খ. জাকার্তা, ইন্দোনেশিয়া
 - গ. নয়াদিল্লি, ভারত
 - ঘ. তেহরান, ইরান
 
উত্তরঃ জাকার্তা, ইন্দোনেশিয়া
541. বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত?
- ক. ভারতে
 - খ. ইরানে
 - গ. নাইজেরিয়ায়
 - ঘ. লিবিয়ায়
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
542. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
- ক. ইমানুয়েল ম্যাখোঁ
 - খ. আটেলা মার্কেল
 - গ. ম্যালকম
 - ঘ. জাস্টিন ট্রডো
 
উত্তরঃ ইমানুয়েল ম্যাখোঁ
543. বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় (মার্কিন ডলার)
- ক. ১২৬০ ডলার
 - খ. ১৩১৪ ডলার
 - গ. ১৩৬০ ডলার
 - ঘ. ১৩২০ ডলার
 
উত্তরঃ ১৩১৪ ডলার
545. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?
- ক. ভারত ও প্রশান্ত মহাসাগর
 - খ. আটলান্টিক ও ভারত মহাসাগর
 - গ. প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর
 - ঘ. আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর
 
উত্তরঃ প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর
547. ‘ব্ল্যাক ফরেস্ট’ কোন দেশে অবস্থিত?
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
 - খ. যুক্তরাজ্য
 - গ. জার্মানি
 - ঘ. ফ্রান্স
 
উত্তরঃ জার্মানি
- ক. রুজভেল্ট
 - খ. ‘এডলফ হিটলার
 - গ. ট্রু ম্যান
 - ঘ. উড্রো উইলসন
 
উত্তরঃ ‘এডলফ হিটলার
550. কোন দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য নয়?
- ক. কানাডা
 - খ. জাপান
 - গ. ব্রাজিল
 - ঘ. ইসরায়েল
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন