আন্তর্জাতিক বিষয়াবলি
1526. বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা -
- ক. জাপান
 - খ. ভারত
 - গ. আফগানিস্তান
 - ঘ. চীন
 
উত্তরঃ চীন
1527. গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত?
- ক. যুক্তরাষ্ট্র
 - খ. সুইজারল্যান্ডে
 - গ. গ্রীসে
 - ঘ. যুক্তরাজ্যে
 
উত্তরঃ যুক্তরাজ্যে
1531. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
- ক. ত্রিপুরা
 - খ. মিজোরাম
 - গ. মনিপুর
 - ঘ. মেঘালয়
 
উত্তরঃ মিজোরাম
1532. ফিফা আয়োজিত ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
- ক. কাতার
 - খ. ইতালি
 - গ. দক্ষিণ কোরিয়া
 - ঘ. ব্রাজিল
 
উত্তরঃ কাতার
1533. 'Green Peace' কি?
- ক. জাতীয়তাবাদী সংগঠন
 - খ. রাজনৈতিক সংগঠন
 - গ. মানবতাবাদী সংগঠন
 - ঘ. পরিবেশবাদী সংগঠন
 
উত্তরঃ পরিবেশবাদী সংগঠন
1534. কাঁচা পাট রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- ক. বাংলাদেশ
 - খ. চীন
 - গ. পাকিস্তান
 - ঘ. মিশর
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1535. আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
- ক. আটলান্টিক মহাসাগর
 - খ. প্রশান্ত মহাসাগর
 - গ. ভারত মহাসাগর
 - ঘ. উত্তর মহাসাগর
 
উত্তরঃ প্রশান্ত মহাসাগর
1537. টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত?
- ক. মেঘালয়
 - খ. মিজোরাম
 - গ. মণিপুর
 - ঘ. অরুনাচল
 
উত্তরঃ মণিপুর
1538. মধ্যপ্রাচের কোন দেশ সবচেয়ে বেশি খনিজ তেল মজুদ আছে?
- ক. ইরাক
 - খ. সৌদি আরব
 - গ. কুয়েত
 - ঘ. ইরান
 
উত্তরঃ সৌদি আরব
1540. দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি?
- ক. জোহেন্সবার্গ
 - খ. লজ এঞ্জেলস
 - গ. কেপটাউন
 - ঘ. ওয়েলিংটন
 
উত্তরঃ কেপটাউন
1541. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট -
- ক. ইমানুয়েল ম্যাক্রোঁ
 - খ. অ্যাঙ্গেলা ম্যার্বেল
 - গ. ম্যালকম টার্নবুল
 - ঘ. জাস্টিন ট্রুডো
 
উত্তরঃ ইমানুয়েল ম্যাক্রোঁ
1542. চির বসন্তের শহর নামে পরিচিত কোন দেশ?
- ক. রোম
 - খ. নরওয়ে
 - গ. ভেনিস
 - ঘ. এথেন্স
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1543. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু ঢোলা-সাদিয়া কোন দেশে অবস্থিত?
- ক. বাংলাদেশ
 - খ. ভারত
 - গ. পাকিস্তান
 - ঘ. শ্রীলংকা
 
উত্তরঃ ভারত
1547. চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?
- ক. ২০০০ কি.মি.
 - খ. ২৪০০ কি.মি.
 - গ. ৩০০০ কি.মি.
 - ঘ. ৩২০০ কি.মি.
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1549. জাতিসংঘভূক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-
- ক. অ্যাম্বাসেডর
 - খ. হাইকমিশনার
 - গ. অ্যাটাশে
 - ঘ. সেক্রেটারী
 
উত্তরঃ অ্যাম্বাসেডর