কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

351. এক বাইট (byte) সমান -

  • ক. 4 বিট
  • খ. 6 বিট
  • গ. 7 বিট
  • ঘ. 8 বিট

উত্তরঃ 8 বিট

বিস্তারিত

352. মু্ক্ত সফটওয়্যার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে?

  • ক. রিচার্ড ম্যাথিউ স্টলম্যান
  • খ. জি এস ক্যালবি
  • গ. বিল গেইট
  • ঘ. টিম বার্নাস লি

উত্তরঃ রিচার্ড ম্যাথিউ স্টলম্যান

বিস্তারিত

353. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

  • ক. প্রতিসরণ
  • খ. বিচ্ছুরণ
  • গ. অপবর্তন
  • ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন

উত্তরঃ অভ্যন্তরীণ প্রতিফলন

বিস্তারিত

354. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

  • ক. OMR
  • খ. COM
  • গ. Plotter
  • ঘ. Monitor

উত্তরঃ OMR

বিস্তারিত

355. TCP দিয়ে কোনটি বুঝানো হয়?

  • ক. প্রোটোকল
  • খ. প্রোগ্রাম
  • গ. প্রোগ্রামিং
  • ঘ. ফ্লোচার্ট

উত্তরঃ প্রোটোকল

বিস্তারিত

357. কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?

  • ক. Input
  • খ. Output
  • গ. উভয়ই
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ Input

বিস্তারিত

358. স্ক্যানার কি ধরনের ডিভাইস?

  • ক. ইনপুট
  • খ. মেমোরি
  • গ. আউটপুট
  • ঘ. প্রসেসিং

উত্তরঃ ইনপুট

বিস্তারিত

359. OMR এর পূর্ণরূপ কী?

  • ক. Optimal mark Reader
  • খ. Optical Mark Reader
  • গ. Optical Mark Recognition
  • ঘ. Optical Magnetic Recognition

উত্তরঃ Optical Mark Reader

বিস্তারিত

360. RAM কী ?

  • ক. অস্থায়ী মেমোরি
  • খ. স্থায়ী মেমোরি
  • গ. সহায়ক মেমোরি
  • ঘ. হার্ডডিস্ক

উত্তরঃ অস্থায়ী মেমোরি

বিস্তারিত

361. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কী বলা হয়?

  • ক. ই-শপিং
  • খ. ই-কমার্স
  • গ. এম বিজনেস
  • ঘ. মোবাইল বিজনেস

উত্তরঃ ই-কমার্স

বিস্তারিত

362. বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়?

  • ক. একটি
  • খ. দুইটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুইটি

বিস্তারিত

363. ইন্টারনেট চালুর বছর---

  • ক. ১৯৫৯
  • খ. ১৯৬৫
  • গ. ১৯৬৯
  • ঘ. ১৯৮১

উত্তরঃ ১৯৬৯

বিস্তারিত

364. কোন মৌলিক পদার্থ?

  • ক. লোহা
  • খ. ব্রোঞ্জ
  • গ. পানি
  • ঘ. ইস্পাত

উত্তরঃ লোহা

বিস্তারিত

365. কম্পিউটার ভাইরাস কি?

  • ক. একট ক্ষতিকারক জীবাণু
  • খ. একটি ক্ষতিকারক সার্কিট
  • গ. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
  • ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম

উত্তরঃ একটি ক্ষতিকারক প্রোগ্রাম

বিস্তারিত

366. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

  • ক. ওয়াইম্যাক্স
  • খ. সি-মস
  • গ. ব্রডব্যান্ড
  • ঘ. ব্লু-ট্রুথ

উত্তরঃ ওয়াইম্যাক্স

বিস্তারিত

367. কম্পিউটার-টু-কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-

  • ক. ই-মেইল
  • খ. ইন্টারকম
  • গ. ইন্টারনেট
  • ঘ. টেলিকমিউনিকেশন

উত্তরঃ ইন্টারনেট

বিস্তারিত

368. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?

  • ক. RAM
  • খ. ROM
  • গ. হার্ডওয়্যার
  • ঘ. সফটওয়্যার

উত্তরঃ ROM

বিস্তারিত

369. কম্পিউটার কে আবিষ্কার করেন?

  • ক. উইলিয়াম অটরেড
  • খ. ব্লেইসি প্যাসকেল
  • গ. হাওয়ার্ড এইকিন
  • ঘ. আবাকাস

উত্তরঃ হাওয়ার্ড এইকিন

বিস্তারিত

370. প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-

  • ক. ট্রানজিস্টার
  • খ. আইসি
  • গ. মাইক্রোপ্রসেসর
  • ঘ. বায়ুশূন্য ভাল্ব

উত্তরঃ বায়ুশূন্য ভাল্ব

বিস্তারিত

371. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব-

  • ক. বৃহৎ সহায়ক স্মৃতি
  • খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
  • গ. প্যারেলেল প্রসেসিং
  • ঘ. বহনযোগ্যতা

উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা

বিস্তারিত

372. এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়-

  • ক. সুপার কম্পিউটার
  • খ. হাইব্রিড কম্পিউটার
  • গ. মাইক্রো কম্পিউটার
  • ঘ. মিনি কম্পিউটার

উত্তরঃ হাইব্রিড কম্পিউটার

বিস্তারিত

373. Supercomputer Mainframe এর চেয়ে

  • ক. কম শক্তিশালী
  • খ. বেশি শক্তিশালী
  • গ. সমান শক্তিসম্পন্ন
  • ঘ. কোনটিই সত্য নয়

উত্তরঃ বেশি শক্তিশালী

বিস্তারিত

374. আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-

  • ক. বৃহৎ স্মৃতির আধার
  • খ. দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
  • গ. ভ্রমশূন্য ফলাফল
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

375. কম্পিউটারে কোনটি নেই?

  • ক. স্মৃতি
  • খ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
  • গ. বুদ্ধি বিবেচনা
  • ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা

উত্তরঃ বুদ্ধি বিবেচনা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects