নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

সরকারি সিন্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ (conflict of interest) এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে -

  • ক. সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।
  • খ. প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে।
  • গ. সরকারি স্বার্থ জড়িত থাকে
  • ঘ. উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে।

উত্তরঃ সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।

বিস্তারিত

গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান -

  • ক. নেতৃত্বের প্রতি আনুগত্য
  • খ. স্বচ্ছ নির্বাচন কমিশন
  • গ. শক্তিশালী রাজনৈতিক দল
  • ঘ. পরমসহিষ্ণুতা

উত্তরঃ পরমসহিষ্ণুতা

বিস্তারিত

বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে -

  • ক. ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
  • খ. ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
  • গ. ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
  • ঘ. উপরের সবগুলোতে

উত্তরঃ উপরের সবগুলোতে

বিস্তারিত

জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে -

  • ক. শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
  • খ. সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
  • গ. সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
  • ঘ. দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড

উত্তরঃ সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ

বিস্তারিত

সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন -

  • ক. ডেকার্ট
  • খ. ডেভিড হিউম
  • গ. ইমানুয়েল কান্ট
  • ঘ. জন লক

উত্তরঃ ইমানুয়েল কান্ট

বিস্তারিত

প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে -

  • ক. সমাজে বসবাসের মাধ্যমে
  • খ. বিদ্যালয়ে
  • গ. পরিবারে
  • ঘ. রাষ্ট্রের মাধ্যমে

উত্তরঃ পরিবারে

বিস্তারিত

রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী -

  • ক. আইনের প্রয়োগের অভাব
  • খ. নৈতিকতা ও মূল্যবোধের অভাব
  • গ. দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
  • ঘ. অসৎ নেতৃত্ব

উত্তরঃ নৈতিকতা ও মূল্যবোধের অভাব

বিস্তারিত

‘সামন্তবাদ’ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয়?

  • ক. ইতালি
  • খ. ফ্রান্স
  • গ. রাশিয়া
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

‘বৈজ্ঞানিক-ব্যবস্থাপনা’ এর জনক কে?

  • ক. Mary Parkell
  • খ. Lithan Gilbreth
  • গ. Henry Fayou
  • ঘ. F.W. Taylor

উত্তরঃ F.W. Taylor

বিস্তারিত

ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্ত বাজার ও অর্থনৈতেক উদারতাবাদের প্রবর্তক -

  • ক. ডেভিড রিকার্ডো
  • খ. এরিস্টটল
  • গ. অ্যাডাম স্মিথ
  • ঘ. বব কলিনস

উত্তরঃ অ্যাডাম স্মিথ

বিস্তারিত

‘Man is born free and everywhere he is in chains.’ উক্তিটি কার?

  • ক. আব্রাহাম লিংকন
  • খ. বারাক ওবামা
  • গ. ষোড়শ লুই
  • ঘ. জ্যঁ জ্যাক রুশো

উত্তরঃ জ্যঁ জ্যাক রুশো

বিস্তারিত

সুন্দর জীবনের স্বার্থেই আইন বিদ্যমান থাকে। উক্তিটি কার?

  • ক. এরিস্টটল
  • খ. প্লেটো
  • গ. কার্ল মার্কস
  • ঘ. জোনাথন হ্যাটন

উত্তরঃ এরিস্টটল

বিস্তারিত

বিবাহ সস্পর্কিত ‘এজ অব কনসেন্ট’ আইন পাস হয় -

  • ক. ব্রিটিশ আমলে
  • খ. জিয়ার আমলে
  • গ. তত্বাবধায়ক সরকারের আমলে
  • ঘ. মুজিব আমলে

উত্তরঃ ব্রিটিশ আমলে

বিস্তারিত

ভারতের কোন কমিটি ঘুষকে স্পিড মানি হিসেবে উল্লেখ করেন?

  • ক. শান্তরাম কমিটি
  • খ. জনফোরাম
  • গ. সুনাগরিক কমিটি
  • ঘ. সচেতন কমিটি

উত্তরঃ শান্তরাম কমিটি

বিস্তারিত

নারী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় -

  • ক. কর্মস্থলে
  • খ. রাস্তাঘাটে
  • গ. পরিবারে
  • ঘ. শিক্ষা প্রতিষ্ঠানে

উত্তরঃ পরিবারে

বিস্তারিত

অপরের নামে কুৎসা রটানো, ব্ল্যাকমেইল করা কাজগুলো কি?

  • ক. শৃঙ্খলাবিরোধী
  • খ. সমাজবিরোধী
  • গ. নীতি-ঔচিত্যাবিরোধী
  • ঘ. রাষ্ট্রবিরোধী

উত্তরঃ নীতি-ঔচিত্যাবিরোধী

বিস্তারিত

দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। স্লোগানটি কিসের পরিচায়ক?

  • ক. নৈতিকতার
  • খ. জাতীয় মূল্যবোধের
  • গ. সুশাসনের
  • ঘ. আদর্শের

উত্তরঃ জাতীয় মূল্যবোধের

বিস্তারিত

গণতন্ত্রের ভিত্তি কোনটি?

  • ক. জনগণ ও জনমত
  • খ. জনমত ও সরকার
  • গ. সাধারণ নির্বাচন ও রাজনৈতিক জ্ঞান
  • ঘ. জনমত ও সাধারণ নির্বাচন

উত্তরঃ জনমত ও সাধারণ নির্বাচন

বিস্তারিত

শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ। এটি কার উক্তি?

  • ক. মহাত্মা গান্ধী
  • খ. প্লেটো
  • গ. সক্রেটিস
  • ঘ. রুশো

উত্তরঃ সক্রেটিস

বিস্তারিত

সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে কোনটি?

  • ক. রাজনীতি
  • খ. বিরোধী দল
  • গ. মামলা
  • ঘ. মিডিয়া

উত্তরঃ মিডিয়া

বিস্তারিত

জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে কোনটি?

  • ক. ন্যায়বিচার
  • খ. দানশীলতা
  • গ. সুশাসন
  • ঘ. ক ও গ উভয়ই

উত্তরঃ সুশাসন

বিস্তারিত

সুশাসন হলো এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে -

  • ক. সুস্পর্ক গড়ে তোলে
  • খ. আস্থার সম্পর্ক গড়ে তোলে
  • গ. শান্তির সম্পর্ক গড়ে তোলে
  • ঘ. কোনেটিই নয়

উত্তরঃ আস্থার সম্পর্ক গড়ে তোলে

বিস্তারিত

মূল্যবোধ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি?

  • ক. জাতীয় সংসদ
  • খ. বিশ্ববিদ্যালয়
  • গ. স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
  • ঘ. স্কুল কলেজ

উত্তরঃ জাতীয় সংসদ

বিস্তারিত

“রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।” কে এই উক্তি করেন?

  • ক. এইচ. ডি. স্টেইন
  • খ. জন স্মিথ
  • গ. মিশেল ক্যামডেসাস
  • ঘ. এম.ডব্লিউ,পামফ্রে

উত্তরঃ মিশেল ক্যামডেসাস

বিস্তারিত

মূল্যবোধ দৃঢ় হয় -

  • ক. শিক্ষার মাধ্যমে
  • খ. সুশাসনের মাধ্যমে
  • গ. ধর্মের মাধ্যমে
  • ঘ. গণতন্ত্র চর্চার মাধ্যমে

উত্তরঃ গণতন্ত্র চর্চার মাধ্যমে

বিস্তারিত

প্লেটো সদগুণ বলতে বুঝিয়েছেন -

  • ক. প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
  • খ. আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
  • গ. সুখ, ভালোত্ব ও প্রেম
  • ঘ. প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, ‍সুখ ও ন্যায়

উত্তরঃ প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়

বিস্তারিত

মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো -

  • ক. বিভিন্নতা
  • খ. পরিবর্তনশীলতা
  • গ. আপেক্ষিকতা
  • ঘ. উপরের সবগুলোই

উত্তরঃ উপরের সবগুলোই

বিস্তারিত

Political Ideals গ্রন্থের লেখক কে?

  • ক. মেকিয়াভেলি
  • খ. রাসেল
  • গ. প্লেটো
  • ঘ. এরিস্টটল

উত্তরঃ রাসেল

বিস্তারিত

“সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল।” এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

  • ক. জাতিসংঘ
  • খ. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  • গ. বিশ্বব্যাংক
  • ঘ. এশিয়া উন্নয়ন ব্যাংক

উত্তরঃ বিশ্বব্যাংক

বিস্তারিত

সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো -

  • ক. সুশাসন
  • খ. রাষ্ট্র
  • গ. নৈতিকতা
  • ঘ. সমাজ

উত্তরঃ সমাজ

বিস্তারিত

কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন?

  • ক. হ্যানন্ড উইলসন
  • খ. এডওয়ার্ড ওসবর্ন ইউলসন
  • গ. জন স্টুয়ার্ট মিল
  • ঘ. ইমানুয়েল কান্ট

উত্তরঃ ইমানুয়েল কান্ট

বিস্তারিত

কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?

  • ক. সামাজিক মূল্যবোধ
  • খ. ইতিবাচক মূল্যবোধ
  • গ. গণতান্ত্রিক মূল্যবোধ
  • ঘ. নৈতিক মূল্যবোধ

উত্তরঃ গণতান্ত্রিক মূল্যবোধ

বিস্তারিত

“তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন - সাহেবের কথা। ”

  • ক. আইয়ুব খান
  • খ. ইয়াহিয়া খান
  • গ. ভুট্টো
  • ঘ. কিসিঞ্জার

উত্তরঃ ভুট্টো

বিস্তারিত

মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?

  • ক. ঐচ্ছিক ক্রিয়া
  • খ. ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
  • গ. অনৈচ্ছিক ক্রিয়া
  • ঘ. ক ও গ নামক ক্রিয়া

উত্তরঃ ক ও গ নামক ক্রিয়া

বিস্তারিত

একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো -

  • ক. স্বাধীনতা
  • খ. ক্ষমতা
  • গ. জনকল্যাণ
  • ঘ. কর্মদক্ষতা

উত্তরঃ জনকল্যাণ

বিস্তারিত

‘সুবর্ণ মধ্যক’ হলো -

  • ক. গাণিতিক সমাধান
  • খ. দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
  • গ. সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান
  • ঘ. একটি দার্শনিক সম্প্রদায়ের নাম

উত্তরঃ দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা

বিস্তারিত

জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো -

  • ক. সুশাসন
  • খ. আইনের শাসন
  • গ. রাজনীতি
  • ঘ. মানবাধিকার

উত্তরঃ সুশাসন

বিস্তারিত

প্রাকৃতিক আইনের উদ্ভব হয়ঃ

  • ক. থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
  • খ. ম্যাগনা কার্টা থেকে
  • গ. গ্রীক, খৃষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
  • ঘ. কনফুসিয়ানিজম থেকে

উত্তরঃ থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে

বিস্তারিত

ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে -

  • ক. সুশাসনের শিক্ষা থেকে
  • খ. আইনের শিক্ষা থেকে
  • গ. মূল্যবোধের শিক্ষা থেকে
  • ঘ. কর্তব্যবোধ থেকে

উত্তরঃ মূল্যবোধের শিক্ষা থেকে

বিস্তারিত

সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?

  • ক. অংশ্রগহণ
  • খ. জবাবদিহিতা
  • গ. স্বচ্ছতা
  • ঘ. সাম্য ও সমতা

উত্তরঃ অংশ্রগহণ

বিস্তারিত

নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?

  • ক. শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন
  • খ. শাসন প্রক্রিয়া এবং সুশাসন
  • গ. শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া
  • ঘ. শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন

উত্তরঃ শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন

বিস্তারিত

নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?

  • ক. অংশ্রগহণ
  • খ. স্বচ্ছতা
  • গ. নৈতিক শাসন
  • ঘ. জবাবদিহিতা

উত্তরঃ নৈতিক শাসন

বিস্তারিত

নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?

  • ক. আইন
  • খ. প্রতীক
  • গ. ভাষা
  • ঘ. মূল্যবোধ

উত্তরঃ আইন

বিস্তারিত

মূল্যবোধ পরীক্ষা করে -

  • ক. ভাল ও মন্দ
  • খ. ন্যায় ও অন্যায়
  • গ. নৈতিকতা ও অনৈতিকতা
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?

  • ক. দায়িত্বশীলতা
  • খ. নৈতিকতা
  • গ. দক্ষতা
  • ঘ. সরলতা

উত্তরঃ দায়িত্বশীলতা

বিস্তারিত

আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?

  • ক. সত্য ও ন্যায়
  • খ. স্বার্থকতা
  • গ. শঠতা
  • ঘ. অসহিষ্ণুতা

উত্তরঃ সত্য ও ন্যায়

বিস্তারিত

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?

  • ক. রাজনীতি
  • খ. বুদ্ধিজীবী সম্প্রদায়
  • গ. সংবাদ মাধ্যম
  • ঘ. যুবশক্তি

উত্তরঃ সংবাদ মাধ্যম

বিস্তারিত

সরকারী সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?

  • ক. বিশ্বস্ততা
  • খ. সৃজনশীলতা
  • গ. নিরপেক্ষতা
  • ঘ. জবাবদিহিতা

উত্তরঃ সৃজনশীলতা

বিস্তারিত

কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?

  • ক. পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
  • খ. আইনের শাসন
  • গ. সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা
  • ঘ. অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

উত্তরঃ সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা

বিস্তারিত

সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?

  • ক. যথাসময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
  • খ. দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
  • গ. নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
  • ঘ. ঊধ্র্বতন কর্তৃপক্ষের যেকোনো নির্দেশ প্রতিপালন করা

উত্তরঃ নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

বিস্তারিত

নৈতিক শক্তির প্রধান উপাদান কি?

  • ক. সততা ও নিষ্ঠা
  • খ. কর্তব্যপরায়ণতা
  • গ. মায়া ও মমতা
  • ঘ. উদারতা

উত্তরঃ সততা ও নিষ্ঠা

বিস্তারিত

জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো-

  • ক. সুশাসন
  • খ. আইনের শাসন
  • গ. রাজনীতি
  • ঘ. মানবাধিকার

উত্তরঃ সুশাসন

বিস্তারিত

নৈতিকভাবে বলা হয় মানবজীবনের-

  • ক. নৈতিক শক্তি
  • খ. নৈতিক বিধি
  • গ. নৈতিক আদর্শ
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় -

  • ক. মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
  • খ. বাস্তবতার নিরখে নির্দিষ্ট আচরণের মানদন্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
  • গ. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদন্ড বা আচরণবিধি
  • ঘ. উপরের তিনটিই সঠিক

উত্তরঃ মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে

বিস্তারিত

ব্যক্তিগত মূল্যবোধ লালন করে-

  • ক. সামাজিক মূল্যবোধকে
  • খ. সামাজিক অবক্ষয় রোধ করা
  • গ. ব্যক্তিগত মূল্যবোধকে
  • ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা

উত্তরঃ সামাজিক মূল্যবোধকে

বিস্তারিত

মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-

  • ক. দুর্নীতি রোধ করা
  • খ. সামাজিক অবক্ষয় রোধ করা
  • গ. রাজনৈতিক অবক্ষয় রোধ করা
  • ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা

উত্তরঃ সামাজিক অবক্ষয় রোধ করা

বিস্তারিত

সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে-

  • ক. সুসম্পর্ক গড়ে তোলা
  • খ. আস্থার সম্পর্ক গড়ে তোলে
  • গ. শান্তির সম্পর্ক গড়ে তোলে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আস্থার সম্পর্ক গড়ে তোলে

বিস্তারিত

একজন জনপ্রশাসকের মৌলিক ‍মূল্যবোধ হলো-

  • ক. স্বাধীনতা
  • খ. ক্ষমতা
  • গ. কর্মদক্ষতা
  • ঘ. জনকল্যাণ

উত্তরঃ জনকল্যাণ

বিস্তারিত

সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -

  • ক. অর্থনৈতিক উন্নয়ন
  • খ. অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়ন
  • গ. সামাজিক উন্নয়ন
  • ঘ. সবগুলোই

উত্তরঃ অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়ন

বিস্তারিত

সুশাসনের পথে অন্তরায়-

  • ক. আইনের শাসন
  • খ. জবাবদিহিতা
  • গ. স্বজনপ্রীতি
  • ঘ. ন্যায়পরায়ণতা

উত্তরঃ স্বজনপ্রীতি

বিস্তারিত

কোন বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?

  • ক. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
  • খ. বিয়ে বাড়ী ছেড়ে চলে যাবেন
  • গ. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
  • ঘ. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন

উত্তরঃ আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন

বিস্তারিত

মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলেচ্য বিষয়?

  • ক. ঐছিক ক্রিয়া
  • খ. ইচ্ছা ও নিরপেক্ষ ক্রিয়া
  • গ. অনৈচ্ছিক ক্রিয়া
  • ঘ. ক ও গ নামক ক্রিয়া

উত্তরঃ ঐছিক ক্রিয়া

বিস্তারিত

মূল্যবোধ (Values) কী?

  • ক. মানষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
  • খ. শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
  • গ. সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
  • ঘ. মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ

উত্তরঃ মানষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

বিস্তারিত

সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?

  • ক. আইনের শাসন
  • খ. সাম্য
  • গ. নৈতিকতা
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ নৈতিকতা

বিস্তারিত

সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -

  • ক. মত প্রকাশের স্বাধীনতা
  • খ. নিরপেক্ষ বিচার ব্যবস্থা
  • গ. প্রশাসনের নিরপেক্ষতা
  • ঘ. নিরপেক্ষ আইন ব্যবস্থা

উত্তরঃ মত প্রকাশের স্বাধীনতা

বিস্তারিত

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?

  • ক. সুশাসনের সামাজিক দিক
  • খ. সুশাসনের মূল্যবোধের দিক
  • গ. সুশাসনের অর্থনৈতিক দিক
  • ঘ. সুশাসনের গণতান্ত্রিক দিক

উত্তরঃ সুশাসনের অর্থনৈতিক দিক

বিস্তারিত

Johanneshurg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?

  • ক. টেকসই উন্নয়ন
  • খ. ধর্মীয় প্রতিষ্ঠানর উন্নয়ন
  • গ. সাংস্কৃতিক উন্নয়ন
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ টেকসই উন্নয়ন

বিস্তারিত

‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?

  • ক. জাতিসংঘ
  • খ. বিশ্বব্যাংক
  • গ. ইউ.এন.ডি.পি
  • ঘ. আই.এম.এফ.

উত্তরঃ ইউ.এন.ডি.পি

বিস্তারিত

নিপপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?

  • ক. সামাজিক অবক্ষয়ের
  • খ. সুশাসনের
  • গ. মূল্যবোধ অবক্ষয়ের
  • ঘ. শিক্ষার গুণগতমানের

উত্তরঃ সুশাসনের

বিস্তারিত

ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় -

  • ক. খুবই হতাশাবোধ করবেন
  • খ. বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
  • গ. সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
  • ঘ. ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন

উত্তরঃ সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন

বিস্তারিত

একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থখাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?

  • ক. দায়িত্বশীলতা
  • খ. নৈতিকতা
  • গ. দক্ষতা
  • ঘ. সরলতা

উত্তরঃ দায়িত্বশীলতা

বিস্তারিত

আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?

  • ক. সত্য ও ন্যায়
  • খ. স্বার্থতকা
  • গ. শঠতা
  • ঘ. অসহিষ্ণুতা

উত্তরঃ সত্য ও ন্যায়

বিস্তারিত

কোথায় সুশাসন নেই?

  • ক. যেখানে সচেতনতা নেই
  • খ. যেখানে শিক্ষা নেই
  • গ. যেখানে সংবাদ মাধ্যম নেই
  • ঘ. যেখানে দেশপ্রেম নেই

উত্তরঃ যেখানে শিক্ষা নেই

বিস্তারিত

ধর্মীয় দর্শন কিসের ভিত্তি?

  • ক. সমাজকর্মীর মূল্যবোধ ভিত্তি
  • খ. সমাজকর্মের মূল্যবোধের ভিত্তি
  • গ. সামাজিক মূল্যবোধের ভিত্তি
  • ঘ. বিশেষ মূল্যবোধের ভিত্তি

উত্তরঃ সামাজিক মূল্যবোধের ভিত্তি

বিস্তারিত

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন?

  • ক. গণতন্ত্রের চর্চা করার জন্য
  • খ. ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য
  • গ. জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য
  • ঘ. গণতন্ত্র সম্পর্কে জানার জন্য

উত্তরঃ ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য

বিস্তারিত

ব্যাংক রেট (সুদের হার) কি?

  • ক. বিনিযোগ রেট
  • খ. কেন্দ্রীয় ব্যাংকের রেট
  • গ. বাণিজ্যিক ব্যাংকের রেট
  • ঘ. বিশেষায়িত ব্যাংকের রেট

উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংকের রেট

বিস্তারিত

আইন মেনে চলা কোন ধরনের কর্তব্য?

  • ক. নৈতিক
  • খ. সামাজিক কর্তব্য
  • গ. রাজনৈতিক
  • ঘ. পারিবারিক

উত্তরঃ রাজনৈতিক

বিস্তারিত

শিল্পবিপ্লব সামাজিক মূল্যবোধের -

  • ক. উন্নয়ন ঘটিয়েছে
  • খ. অবক্ষয় ঘটিয়েছে
  • গ. ধারণা বদলে দিয়েছে
  • ঘ. কোনো পরিবর্তন করেনি

উত্তরঃ অবক্ষয় ঘটিয়েছে

বিস্তারিত

মৌল মানবিক চাহিদা কয় ধরনের?

  • ক. দুই ধরনের
  • খ. চার ধরনের
  • গ. পাঁচ ধরনের
  • ঘ. ছয় ধরনের

উত্তরঃ পাঁচ ধরনের

বিস্তারিত

মূল্যবোধ বলতে কী বুঝায়?

  • ক. মানুষের ছেলেমেয়েদের নিয়ন্ত্রণের মানদণ্ড
  • খ. মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মানদণ্ড
  • গ. মানুষের সম্পত্তি নিয়ন্ত্রণের মানদণ্ড
  • ঘ. মানুষের টাকা-পয়সা নিয়ন্ত্রণের মানদণ্ড

উত্তরঃ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মানদণ্ড

বিস্তারিত

সমাজকর্ম পেশার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে কোন মূল্যবোধকে গ্রহণ করে?

  • ক. ধর্মীয় মূল্যবোধ
  • খ. পেশাগত মূল্যবোধ
  • গ. ইতিবাচক মূল্যবোধ
  • ঘ. বিশেষ মূল্যবোধ

উত্তরঃ ধর্মীয় মূল্যবোধ

বিস্তারিত

সমাজকর্ম কোন ধরনের পেশা?

  • ক. মূল্যবোধ নিরপেক্ষ
  • খ. মূল্যবোধ নির্দেশিত
  • গ. দক্ষতা নিরপেক্ষ
  • ঘ. জ্ঞান নিরপেক্ষ

উত্তরঃ মূল্যবোধ নির্দেশিত

বিস্তারিত

নৈতিকতা বিসর্জন দিলে কী হয়?

  • ক. জেল
  • খ. জরিমানা
  • গ. প্রাণদণ্ড
  • ঘ. শাস্তি হয় না

উত্তরঃ শাস্তি হয় না

বিস্তারিত

কোন দেশের মূল্যবোধ খুবই নতুন প্রকৃতির?

  • ক. ভারত
  • খ. চীন
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. ইতালি

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

গণতন্ত্র, জনকল্যাণ ও পুঁজিবাদ - এ তিনের সমন্বয়ে গড়া কল্যাণ রাষ্ট্রের ধারণার প্রবক্তা কে?

  • ক. টি এইচ মার্শাল
  • খ. জন মিল
  • গ. ম্যালকম রিজ
  • ঘ. এডাম স্মিথ

উত্তরঃ টি এইচ মার্শাল

বিস্তারিত

A person who belives that laws and governments are not necessary is known as -

  • ক. a militant
  • খ. an anarchist
  • গ. a terrorist
  • ঘ. an extremist

উত্তরঃ an anarchist

বিস্তারিত

আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?

  • ক. অর্থনৈতিক
  • খ. মানবাধিকার
  • গ. ধর্মীয়
  • ঘ. খেলাধুলা

উত্তরঃ মানবাধিকার

বিস্তারিত

Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন -

  • ক. ৩ ভাগে
  • খ. ৪ ভাগে
  • গ. ৫ ভাগে
  • ঘ. ৬ ভাগে

উত্তরঃ ৩ ভাগে

বিস্তারিত

তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?

  • ক. রাজনৈতিক
  • খ. অর্থনৈতিক
  • গ. মৌলিক
  • ঘ. সামাজিক

উত্তরঃ রাজনৈতিক

বিস্তারিত

বাংলাদেশে ‘নব - নৈতিকতা’র প্রবর্তক হলেন -

  • ক. মোহাম্মদ বরকতুল্লাহ
  • খ. জি. সি. দেব
  • গ. আরজ আলী মাতুব্বর
  • ঘ. আবদুল মতীন

উত্তরঃ আরজ আলী মাতুব্বর

বিস্তারিত

‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি -

  • ক. নৈতিক অনুশাসন
  • খ. রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
  • গ. আইনের শাসন
  • ঘ. আইনের অধ্যাদেশ

উত্তরঃ রাজনৈতিক ও সামাজিক অনুশাসন

বিস্তারিত

সভ্য সমাজের মানদণ্ড হলো -

  • ক. গণতন্ত্র
  • খ. বিচার ব্যবস্থা
  • গ. সংবিধান
  • ঘ. আইনের শাসন

উত্তরঃ আইনের শাসন

বিস্তারিত

‘বিপরীত বৈষম্য’ - এর নীতিটি প্রয়োগ করা হয় -

  • ক. নারীদের ক্ষেত্রে
  • খ. সংখ্যালঘুদের ক্ষেত্রে
  • গ. প্রতিবন্ধীদের ক্ষেত্রে
  • ঘ. পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে

উত্তরঃ সংখ্যালঘুদের ক্ষেত্রে

বিস্তারিত

মূলবোধ হলো -

  • ক. মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
  • খ. মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
  • গ. সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
  • ঘ. মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলির দিক নির্দেশনা

উত্তরঃ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

বিস্তারিত

জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো -

  • ক. দারিদ্র বিমোচন
  • খ. মৌলিক অধিকার
  • গ. মৌলিক স্বাধীনতার উন্নয়ন
  • ঘ. নারীদের উন্নয়ন ও সুরক্ষা

উত্তরঃ মৌলিক স্বাধীনতার উন্নয়ন

বিস্তারিত

সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -

  • ক. সরকার পরিচালনায় সাহায্য করা
  • খ. নিজের অধিকার ভোগ করা
  • গ. সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
  • ঘ. নিয়মিত কর প্রদান করা

উত্তরঃ নিয়মিত কর প্রদান করা

বিস্তারিত

অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে -

  • ক. দুর্নীতি দূর হয়
  • খ. বিনিয়োগ বৃদ্ধি পায়
  • গ. আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ বিনিয়োগ বৃদ্ধি পায়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects