অনুবাদ

26. The rose is a fragrant flower- এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. গোলাপ সুগন্ধি ফুল
  • খ. গোলাপ কমনীয় ফুল
  • গ. গোলাপ নয়ন-নন্দন ফুল
  • ঘ. গোলাপ মোহনীয় ফুল

উত্তরঃ গোলাপ সুগন্ধি ফুল

বিস্তারিত

27. It resulted into failure- এ বাক্যটির বাংলা অনুবাদ হলো--

  • ক. এটা ব্যর্থতা কাটিয়ে উঠল
  • খ. এটা ব্যর্থতারই নামান্তর
  • গ. এটা ব্যর্থতায় পর্যবসিত হলো
  • ঘ. এটা ব্যর্থতাকে রুখে দিল

উত্তরঃ এটা ব্যর্থতায় পর্যবসিত হলো

বিস্তারিত

28. 'Do not cry down your enemy' বাক্যটির সঠিক বাঙ্গানুবাদ কোনটি?

  • ক. শত্রুর মায়াকান্নায় ভুলে যেও না
  • খ. শত্রুকে খাটো করে দেখো না
  • গ. শত্রুর সঙ্গে মেলামেশা কর না
  • ঘ. শত্রু থেকে দূরে থেকো

উত্তরঃ শত্রুকে খাটো করে দেখো না

বিস্তারিত

29. He runs after me. এর অর্থ কি?

  • ক. সে আমার সঙ্গে দৌড়ায়
  • খ. সে আমার পিছনে দৌড়ায়
  • গ. সে আমার সাথী
  • ঘ. সে আমার পিছনে লাগিয়েছে

উত্তরঃ সে আমার পিছনে লাগিয়েছে

বিস্তারিত

30. He is a hard nut to crack.

  • ক. সে বড় পাগল লোক
  • খ. সে বড় শক্ত লোক
  • গ. সে বড় চতুর লোক
  • ঘ. সে বড় দুর্বল লোক

উত্তরঃ সে বড় শক্ত লোক

বিস্তারিত

31. He was taken to task- এর বাঙ্গানুবাদ কোনটি?

  • ক. তাকে কাজের দেয়া হয়েছিল
  • খ. তাকে কাজের জন্য বলা হয়েছিল
  • গ. সে কাজ নিয়েছিল
  • ঘ. তাকে তিরস্কার করা হয়েছিল

উত্তরঃ তাকে তিরস্কার করা হয়েছিল

বিস্তারিত

32. Have patience in danger.

  • ক. বিপদ একা আসে না
  • খ. বিপদে ধৈর্য্য ধারণ কর
  • গ. ধীর ভাবে কাজ করলে বিপদ হয় না
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিপদে ধৈর্য্য ধারণ কর

বিস্তারিত

33. As you sow, so will you reap.

  • ক. যেমন কর্ম, তেমন ফল
  • খ. যেমন চাইবে তেমন হবে
  • গ. সময়ে এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ যেমন কর্ম, তেমন ফল

বিস্তারিত

34. He lives form hand to mouth.

  • ক. সে হাত দিয়ে খায়
  • খ. সে হাত দিয়ে খাইয়ে দিল
  • গ. সে সব সময় আহার করে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

35. To err is human.

  • ক. মানুষ মরণশীল
  • খ. মানবজাতি প্রতিহিংসাপরায়ণ
  • গ. মানুষ মাত্রই ভুল করে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মানুষ মাত্রই ভুল করে

বিস্তারিত

36. They left me waiting outside. -এর বাংলা অনুবাদ কি হবে?

  • ক. তারা আমাকে বাইরে অপেক্ষায় রেখে চলে গেল
  • খ. তারা আমাকে অপেক্ষায় রেখে বাইরে চলে গেল
  • গ. আমাকে বাইরে রেখে তারা অপেক্ষা করতে লাগল
  • ঘ. আমাকে বাইরে অপেক্ষে করতে বলে তারা বাইরে গেল

উত্তরঃ তারা আমাকে বাইরে অপেক্ষায় রেখে চলে গেল

বিস্তারিত

37. You must make your views kown to all- এর বাংলা অনুবাদ কি হবে?

  • ক. তুমি অবশ্যই সকলকে তোমার মতামত জানতে দেবে
  • খ. তুমি অবশ্যই সকলকে তোমার মতামত জানিয়ে দেবে
  • গ. তুমি অবশ্যই সকলকে তাদের মতামত জানাতে দিবে
  • ঘ. তুমি অবশ্যই তাদেরকে সকলকের মতামত জানতে দেবে

উত্তরঃ তুমি অবশ্যই সকলকে তোমার মতামত জানিয়ে দেবে

বিস্তারিত

38. Culture is constantly envolving.

  • ক. সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে
  • খ. সংস্কৃতি সর্বদা বিকৃত হচ্ছে
  • গ. সংস্কৃতি সর্বদা বিসর্জিত হচ্ছে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে

বিস্তারিত

39. 'Nero fiddles while Rome burns' এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. গরু মেরে জুতা দান
  • খ. কারও পৌষ মাস, কারও সর্বনাশ
  • গ. ঝোপ বুঝে কোপ মারা
  • ঘ. রোম জ্বলছে নিরো বাঁশি বাজাচ্ছে

উত্তরঃ কারও পৌষ মাস, কারও সর্বনাশ

বিস্তারিত

40. The correct Bengali of 'One must lay by something against the rainy day' is--

  • ক. সঞ্চয় দুর্দিনের বন্ধু
  • খ. বৃষ্টির দিনে শুয়ে থাকা ভালো
  • গ. বৃষ্টির দিনে অবশ্যই বিশ্রাম নিতে হবে
  • ঘ. দুর্দিনের জন্য সঞ্চয় করা উচিৎ

উত্তরঃ দুর্দিনের জন্য সঞ্চয় করা উচিৎ

বিস্তারিত

41. 'There is a black sheep in every family' বাক্যের সঠিক অনুবাদ কোনটি?

  • ক. প্রতিটি ভেড়ার দলে একটি করে কালো ভেড়া থাকে
  • খ. প্রতিটি পরিবারে একটি করে কালো ভেড়া থাকে
  • গ. প্রতিটি পরিবারে একজন করে কুলাঙ্গার থাকে
  • ঘ. প্রতিটি পরিবারে একজন করে কালো মানুষ থাকে

উত্তরঃ প্রতিটি পরিবারে একজন করে কুলাঙ্গার থাকে

বিস্তারিত

42. It rains cats and dogs- বাক্যের সঠিক বাঙ্গানুবাদ কোনটি?

  • ক. মুষলধারে বৃষ্টি হচ্ছে
  • খ. বিড়ালে-কুকুরে বৃষ্টি হচ্ছে
  • গ. মুষলধারে বিষ্টি হইতেছে
  • ঘ. মুষলধারে বৃষ্টি হইতেছে

উত্তরঃ মুষলধারে বৃষ্টি হচ্ছে

বিস্তারিত

43. Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ--

  • ক. রোগীর জন্য পুরস্কার আছে
  • খ. রোগী পুরস্কার পেয়েছে
  • গ. ধৈর্যের মূল্যায়ন হয়েছে
  • ঘ. সবুরে মেওয়া ফলে

উত্তরঃ সবুরে মেওয়া ফলে

বিস্তারিত

44. 'The anti-socil elements are still at large'- এর বাঙ্গানুবাদ হচ্ছে?

  • ক. সমাজবিরোধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে
  • খ. সমাজবিরোধী গোষ্ঠী এখনো বেশ বড়
  • গ. সমাজবিরোধীরা এখন বেশ দূরে
  • ঘ. সমাজবিরোধীরা স্থির হয়ে দূরে অপেক্ষা করছে

উত্তরঃ সমাজবিরোধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে

বিস্তারিত

45. One single bomb wiped the beautiful town Hiroshima and another Nagasaki- কোনটি সঠিক বাঙ্গানুবাদ?

  • ক. দুটি পৃথক বোমা দুটি সুন্দর শহর হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংস করেছিল
  • খ. একটিমাত্র বোমা সুন্দর শহর হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংস করেছিল
  • গ. একটি বোমা সুন্দর শহর হিরোশিমা ও অন্যটি নাগাসাকিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ একটি বোমা সুন্দর শহর হিরোশিমা ও অন্যটি নাগাসাকিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল

বিস্তারিত

46. 'But a mother's love endures through all' correct Bengali translation-

  • ক. কিন্তু মায়ের ভালোবাসা সবার জন্য
  • খ. কিন্তু মা সবার স্নেহে বেঁচে আছে
  • গ. কিন্তু মায়ের স্নেহ সবার ওপর টিকে আছে
  • ঘ. কিন্তু সব কিছুর মধ্যে মায়ের স্নেহ টিকে আছে

উত্তরঃ কিন্তু সব কিছুর মধ্যে মায়ের স্নেহ টিকে আছে

বিস্তারিত

47. He has gone to dogs- এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. সে কুকুরের কাছে গেছে
  • খ. সে কুকুর খুব ভালোবাসে
  • গ. সে গোল্লায় গেছে
  • ঘ. সে কুকুর পোষে

উত্তরঃ সে গোল্লায় গেছে

বিস্তারিত

48. 'It is a long story'-এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. ইহা একটি লম্ব গল্প
  • খ. সে অনেক কথা
  • গ. ইহা হয় একটি লম্বা কথা
  • ঘ. ইহা হয় একটি দীর্ঘ গল্প

উত্তরঃ সে অনেক কথা

বিস্তারিত

49. Water has no colour of its own- কোনটি সঠিক অনুবাদ?

  • ক. পানির কোন রং নেই
  • খ. পানির নিজস্ব কোন রং নেই
  • গ. পানি রংহীন
  • ঘ. পানির রং তার নিজের নয়

উত্তরঃ পানির নিজস্ব কোন রং নেই

বিস্তারিত

50. 'The ship was scutteled'- কথাটির অর্থ হলো--

  • ক. জাহাজটিতে আগুন লাগানো হলো
  • খ. জাহাজটি ডুবানো হলো
  • গ. জাহাজটি মেরামত করা হলো
  • ঘ. জাহাজটিতে বোমা নিক্ষেপ করা হলো

উত্তরঃ জাহাজটি ডুবানো হলো

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects