স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান
51. ঘড়ির ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যখন কোণ উৎপন্ন তখন কটা বাজে?
- ক. ৮ঃ২০
- খ. ৯ঃ০০
- গ. ৮ঃ০০
- ঘ. ৭ঃ৪০
52. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
- ক. ৯ বছর
- খ. ১৮ বছর
- গ. ১৪ বছর
- ঘ. ১৫ বছর
53. একটি খুটির ০.৮০ অংশ পানিতে বাকীটুকু উপরে। উপরের দৈর্ঘ্য ৪মিঃ, খুটির দৈর্ঘ্য কত?
- ক. ২০ মি.
- খ. ২৫ মি.
- গ. ৩০ মি.
- ঘ. ৪০ মি.
54. একটি তরমুজ ৩৮০ টাকায় বিক্রী করে ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির হার কত?
- ক. ৪%
- খ. ৬%
- গ. ৭%
- ঘ. ৫%
61. স্ত্রী কিউলেক্স মশা যে রোগের জীবানু বহন করে ---
- ক. ম্যালেরিয়া
- খ. কালাজ্বর
- গ. ফাইলেরিয়া
- ঘ. ডেঙ্গুজ্বর
64. দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কোনটি ব্যবহৃত হয়?
- ক. DSL
- খ. Modem
- গ. Satellite
- ঘ. Dial. Up
65. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত?
- ক. গাজীপুর
- খ. ঢাকা
- গ. বান্দরবান
- ঘ. চট্টগ্রাম
66. মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি ?
- ক. ছেঁড়াতার
- খ. চাকা
- গ. বাকী ইতিহাস
- ঘ. কি চাহ হে শঙ্খচীল
70. 'একখানি ছোট ক্ষেত আমি একেলা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ ?
- ক. চিত্রা
- খ. মানসী
- গ. সোনার তরী
- ঘ. বলাকা
71. 'Albuminuria' বলতে albumin এর উপস্থিতি বুঝায়—
- ক. রক্তে
- খ. শ্লেষ্মায়
- গ. প্রস্রাবে/মুত্রে
- ঘ. সিরামে
72. মূত্রে শর্করার উপস্থিতি নির্ণয়ে যে reagent ব্যবহার করা হয় তার নাম--
- ক. benedict reagent
- খ. EDTA
- গ. sodium citrate
- ঘ. acid citrate dextrose
73. মলে খালি চোখে দেখা যায় না এমন রক্তের উপস্থিতি নির্ণয় করতে যে টেস্ট করা হয় তার নাম-
- ক. carbolic acid test
- খ. hydrogen peroxide test
- গ. orthotoludinetest
- ঘ. litmus paper test
74. যক্ষা রোগ নির্ণয়ে সর্বোত্তম পরীক্ষা হলো-
- ক. মাইক্রোসকোপে জীবানু দেখা
- খ. gene-xpart test
- গ. quantum gold test
- ঘ. Mantoux Test
75. X -ray chest PA view করার সময় রোগী--
- ক. চিৎহয়ে x-ray table শোবে
- খ. হাত সামনে রেখে দাঁড়িয়ে থাকবে
- গ. হাত পিছনে বুক সামনে শ্বাস বন্ধ করে দাঁড়াবে
- ঘ. X-ray plate থেকে এক ফুট দূরে দাঁড়াবে