বিভিন্ন মন্ত্রণালয়ের উপ সহকারী প্রকৌশলী সিভিল
1. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম মাতৃভাষা?
- ক. নয়
- খ. আট
- গ. চার
- ঘ. ছয়
- ক. কোল ভাষা
- খ. মণ্ডারী ভাষা
- গ. তামিল ভাষা
- ঘ. ওলন্দাজ ভাষা
3. ‘আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব’ বাক্যটি কোন ধরনের বাক্য?
- ক. সরল বাক্য
- খ. যৌগিক বাক্য
- গ. জটিল বাক্য
- ঘ. নির্দেশাত্মক বাক্য
- ক. ব্যধিকরণ বহুব্রীহি
- খ. অলুক বহুব্রীহি
- গ. মধ্যপদলোপী বহুব্রীহি
- ঘ. ব্যতিহার বহুব্রীহি
- ক. ঐতিহাসিক
- খ. ইতিহাসবেত্তা
- গ. ইতিহাসবিদ
- ঘ. ইতিহাসবিজ্ঞা
6. ‘ব্যাঙের আধুলি’ বাগধারার অর্থ -
- ক. অসম্ভব ঘটনা
- খ. সামান্য সম্পদ
- গ. দুঃসাধ্য বস্তু
- ঘ. চক্ষুশূল
7. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ -
- ক. নীরস
- খ. সবল
- গ. নিশ্চেষ্ট
- ঘ. দুর্বল
10. উপকারীর উপকার স্বীকার করে যে -এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
- ক. উপকার স্বীকার
- খ. কৃতঘ্ন
- গ. অকৃতজ্ঞ
- ঘ. কৃতজ্ঞ
11. 'Campaign' শব্দটির পারিভাষিক শব্দ কি?
- ক. প্রচারাভিযান
- খ. প্রচারণা
- গ. প্রচার
- ঘ. প্রকাশনা
12. কবি ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দিয়েছিলেন কে?
- ক. রঘুনাথ জমিদার
- খ. রাজা কৃষ্ণচন্দ্র
- গ. দ্বিজ ও চণ্ডীদাস
- ঘ. ময়ুর ভট্ট
16. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
- ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রামমোহন রায়
- ঘ. দীনবন্ধু মিত্র
- ক. আলাওল
- খ. ভারতচন্দ্র
- গ. মুকুন্দরাম
- ঘ. শ্যামনন্দ
18. ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি কোন কাব্যের?
- ক. বিষের বাঁশী
- খ. ফণিমনসা
- গ. দোলনচাঁপা
- ঘ. ভাঙার গান
19. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র -
- ক. শশী
- খ. হেরম্ব
- গ. কুবের
- ঘ. গনেশ
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. প্যারীচাঁদ মিত্র
- ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
- খ. প্রমথনাথ বিশী
- গ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
22. ‘গীতাঞ্জলি’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
- ক. ১৯১৩
- খ. ১৯১০
- গ. ১৯১২
- ঘ. ১৯১৫
- ক. ফররুখ আহমদ
- খ. আহসান হাবীব
- গ. হাসান হাফিজুর রহমান
- ঘ. সৈয়দ আলী আহসান
There are no comments yet.