সমাস

1. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?

  • ক. তৎপুরুষ
  • খ. কর্মধারয়
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ তৎপুরুষ

বিস্তারিত

2. ‘জলে-স্থলে’ কী সমাস?

  • ক. সমার্থক দ্বন্দ্ব
  • খ. বিপরীতার্থক দ্বন্দ্ব
  • গ. অলুক দ্বন্দ্ব
  • ঘ. একশেষ দ্বন্দ্ব

উত্তরঃ অলুক দ্বন্দ্ব

বিস্তারিত

3. ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?

  • ক. দিগু
  • খ. দ্বন্দ্ব
  • গ. কর্মধারয়
  • ঘ. বহুব্রীহি

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

4. ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?

  • ক. দ্বন্দ্ব সমাস
  • খ. অব্যয়ীভাব সমাস
  • গ. তৎপুরুষ সমাস
  • ঘ. কর্মধারায় সমাস

উত্তরঃ দ্বন্দ্ব সমাস

বিস্তারিত

5. সমাসবদ্ধ শব্দ ‘ আনত’ কোন সমাসের উদাহরণ?

  • ক. বহুব্রীহি
  • খ. কমর্ধারয়
  • গ. সুপসুপা
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ অব্যয়ীভাব

বিস্তারিত

6. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?

  • ক. মধ্যপদলোপী
  • খ. ষষ্ঠী তৎপুরুষ
  • গ. পঞ্চমী তৎপুরুষ
  • ঘ. উপমান কর্মধারয়

উত্তরঃ মধ্যপদলোপী

বিস্তারিত

7. সমাস ভাষাকে কী করে?

  • ক. সংক্ষেপ করে
  • খ. বিস্তৃত করে
  • গ. অর্থপূর্ণ করে
  • ঘ. অর্থের রূপান্তর ঘটায়

উত্তরঃ সংক্ষেপ করে

বিস্তারিত

8. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?

  • ক. সমাস
  • খ. সন্ধি
  • গ. প্রত্যয়
  • ঘ. উপসর্গ

উত্তরঃ সমাস

বিস্তারিত

9. ‘লাঠালাঠি’ -এটি কোন সমাস?

  • ক. প্রাদি সমাস
  • খ. ব্যতিহার বহুব্রীহি সমাস
  • গ. তৎপুরুষ সমাস
  • ঘ. কর্মধারায় সমাস

উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি সমাস

বিস্তারিত

10. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে-

  • ক. দ্বন্দ্ব সমাস
  • খ. রূপক কর্মধারয় সমাস
  • গ. বহুব্রীহি সমাস
  • ঘ. দ্বিগু সমাস

উত্তরঃ দ্বিগু সমাস

বিস্তারিত

11. ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হল-

  • ক. চাঁদমুখের ন্যায়
  • খ. চাঁদের মত মুখ
  • গ. চাঁদ মুখ যার
  • ঘ. চাঁদরূপ মুখ

উত্তরঃ চাঁদের মত মুখ

বিস্তারিত

12. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-

  • ক. দ্বন্দ্ব সমাস
  • খ. অব্যয়ীভাব সমাস
  • গ. কর্মধারয় সমাস
  • ঘ. নিত্য সমাস

উত্তরঃ নিত্য সমাস

বিস্তারিত

13. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

  • ক. সিংহাসন
  • খ. ভাই-বোন
  • গ. কানাকানি
  • ঘ. গাছ পাক

উত্তরঃ ভাই-বোন

বিস্তারিত

14. ‘লাঠালাঠি’ শব্দটি সমাস-

  • ক. দ্বন্দ্ব
  • খ. বহু্ব্রীহি
  • গ. কর্মধারয়
  • ঘ. তৎপুরুষ

উত্তরঃ বহু্ব্রীহি

বিস্তারিত

15. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি?

  • ক. ঘর থেকে ছাড়া - ঘরছাড়া
  • খ. অরুণের মত রাঙ্গা - অরুণরাঙা
  • গ. হাসিমাখা মুখ - হাসিমুখ
  • ঘ. ক্ষণ ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী

উত্তরঃ হাসিমাখা মুখ - হাসিমুখ

বিস্তারিত

16. সমাস ভাষাকে -

  • ক. সংক্ষেপ করে
  • খ. বিস্তৃত করে
  • গ. ভাষারূপ ক্ষুণ্ন করে
  • ঘ. অর্থবোধক করে

উত্তরঃ সংক্ষেপ করে

বিস্তারিত

17. অনাদর -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. ন আদর
  • খ. আদরের অভাব
  • গ. অনেক আদর
  • ঘ. নাই আদর

উত্তরঃ ন আদর

বিস্তারিত

18. রাজর্ষি এর ব্যাসবাক্য কোনটি?

  • ক. যিনি ঋষি তিনিই রাজা
  • খ. যিনি রাজা তিনিই ঋষি
  • গ. যিনি রাজা তিনি ঋষি
  • ঘ. যিনি ঋষি তিনি রাজা

উত্তরঃ যিনি রাজা তিনিই ঋষি

বিস্তারিত

19. মনমাঝি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. মনের মাঝি
  • খ. মন রূপ মাঝি
  • গ. মন মাঝির ন্যায়
  • ঘ. মন ও মাঝি

উত্তরঃ মন রূপ মাঝি

বিস্তারিত

20. শশব্যস্ত কোন সমাস?

  • ক. কর্মধারয়
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

21. নীলম্বর কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

22. সমাস ভাষাকে কী করে?

  • ক. সংক্ষেপ করে
  • খ. বিস্তৃত করে
  • গ. ভাষারূপ ক্ষুণ্ণ করে
  • ঘ. অর্থবোধক

উত্তরঃ সংক্ষেপ করে

বিস্তারিত

23. ‘বিয়েপাগলা’ শব্দটি কোন সমাস?

  • ক. অব্যয়ীভাব
  • খ. প্রাদি
  • গ. বহুব্রীহি
  • ঘ. কর্মধারয়

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

24. ‘দুই এবং নব্বই’ = বিরানব্বই কোন ধরনের সমাসের উদাহরণ?

  • ক. প্রাদি সমাস
  • খ. দ্বিগু সমাস
  • গ. অব্যয়ীভাব সমাস
  • ঘ. নিত্য সমাস

উত্তরঃ নিত্য সমাস

বিস্তারিত

25. ‘তিমির’ শব্দের অর্থ কী?

  • ক. অপলাপ
  • খ. দহন
  • গ. গগণ
  • ঘ. অন্ধকার

উত্তরঃ অন্ধকার

বিস্তারিত

  • avatar
    Anonymous - 9 months ago
    ‘তপোবন’ কোন সমাস?

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects