দীনবন্ধু মিত্র
1. কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
- ক. মেঘনাদ বধ কাব্য
- খ. দুর্গেশ নন্দিনী
- গ. নীলদর্পণ
- ঘ. অগ্নিবীণা
উত্তরঃ নীলদর্পণ
2. ‘নীলদর্পণ’ নাটকটি কোন শহরথেকে প্রকাশিত হয়েছিল?
- ক. ঢাকা
- খ. কলিকাতা
- গ. বর্ধমান
- ঘ. পাটনা
উত্তরঃ ঢাকা
5. ‘নীলদর্পণ’ নাটকটি কার লেখা?
- ক. দীনবন্ধু মিত্র
- খ. ডি.এল.রায়
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. ইব্রাহীম খাঁ
উত্তরঃ দীনবন্ধু মিত্র
6. বিখ্যাত ‘নীলদর্পণ’ নাটকপির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল?
- ক. প্ল্যান্টিং মিরর ইন্ডিগো
- খ. ইন্ডিগো প্লান্টিং মিরর
- গ. মিরর প্ল্যান্টিং ইন্ডিগো
- ঘ. ব্লুমির
উত্তরঃ ইন্ডিগো প্লান্টিং মিরর
7. দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন?
- ক. সধবার একাদশী
- খ. জামাই বারিক
- গ. নীলদর্পণ
- ঘ. লীলাবতী
উত্তরঃ নীলদর্পণ
8. বাংলা ভাষায় প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
- ক. মীর মশাররফ হোসেন
- খ. দীনবন্ধু মিত্র
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ দীনবন্ধু মিত্র
9. ‘লীলাবতী’ গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক
- ক. নাটক, দীনবন্ধু মিত্র
- খ. কাব্য গ্রন্থ, গিরিশচন্দ্র ঘোষ
- গ. উপন্যাস, কালীপ্রসন্ন সিংহ
- ঘ. রূপকথার সম্ভার
উত্তরঃ নাটক, দীনবন্ধু মিত্র
10. নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র?
- ক. নবীন তপস্বিনী
- খ. কমলে কামিনী
- গ. বিয়ে পাগলা বুড়ো
- ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো
11. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
- ক. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
- খ. বিয়ে পাগলা বুড়ো
- গ. কিঞ্চিত জলযোগ
- ঘ. কল্কি অবতার
উত্তরঃ বিয়ে পাগলা বুড়ো
- ক. ডাকঘর
- খ. সধবার একাদশী
- গ. নুরজাহান
- ঘ. রাবণবধ
উত্তরঃ সধবার একাদশী
13. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন-
- ক. পাদ্রি রঙ
- খ. হরিশচন্দ্র
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. গৌরদাস বসাক
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
14. ‘নীলদর্পণ’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
- ক. ১৮৫৭ সালে
- খ. ১৮৫৮ সালে
- গ. ১৮৪৯ সালে
- ঘ. ১৮৬০ সালে
উত্তরঃ ১৮৬০ সালে
15. বিষয়বস্তুর দিক হতে ‘নীলদর্পণ’ একটি-
- ক. ঐতিহাসিক নাটক
- খ. সামাজিক নাটক
- গ. হাস্যরসাত্মক নাটক
- ঘ. ট্র্যাজেডী
উত্তরঃ সামাজিক নাটক
16. ইংরেজ নীলকরদের অত্যাচারে অতিষ্ট কৃষক জীবনের দুঃকষ্ট কোন নাটকের মূল উপজীব্য?
- ক. জমিদার দর্পণ
- খ. নীলদর্পণ
- গ. কীর্তিবিলাস
- ঘ. বাবু কাহিনী
উত্তরঃ নীলদর্পণ
17. তোরাপ চরিত্রটি নিম্নের কোন নাটকের?
- ক. জমিদার দর্পণ
- খ. নীলদর্পণ
- গ. জনা
- ঘ. প্রফুল্ল
উত্তরঃ নীলদর্পণ
19. ‘সধবার একাদশী’ প্রহসনটির রচয়িতা কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. গিরীশচন্দ্র সেন
- গ. দীনবন্ধু মিত্র
- ঘ. তারাচরণ শিকদার
উত্তরঃ দীনবন্ধু মিত্র
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ দীনবন্ধু মিত্র
21. দীনবন্ধু মিত্র চাকুরী করতেন--
- ক. শিক্ষা বিভাগে
- খ. আইন বিভাগে
- গ. ডাক বিভাগে
- ঘ. সংবাদপত্রে
উত্তরঃ ডাক বিভাগে
22. 'নীলদর্পণ' নাটকের প্রথম ইংরেজি অনুবাদক কে?
- ক. লঙ সাহেব
- খ. ডিরোজিও
- গ. মধুসূদন
- ঘ. দীনবন্ধু নিজেই
উত্তরঃ মধুসূদন
23. 'Uncle Tom's Cabin'- এর আদলে বাংলা কোন নাটকটি প্রকাশিত হয়?
- ক. ভ্রান্তিবিলাস
- খ. রত্নাবলী
- গ. শর্মিষ্ঠা
- ঘ. নীলদর্পণ
উত্তরঃ নীলদর্পণ
24. দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন?
- ক. উপন্যাস
- খ. কাব্য
- গ. নাটক
- ঘ. প্রবন্ধগ্রন্থ
উত্তরঃ নাটক
25. 'জামাই বারিক" নাটকটি কার রচনা?
- ক. আবদুল্লাহ আল মামুন
- খ. আলাউদ্দীন আলা আজাদ
- গ. দীনবন্ধু মিত্র
- ঘ. সেলিম আল দীন
উত্তরঃ দীনবন্ধু মিত্র