বিখ্যাত উপন্যাস

1. ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে?

  • ক. রামরাম বসু
  • খ. ভুদের মুখোপাধ্যায়
  • গ. দীনবন্ধু মিত্র
  • ঘ. কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ

বিস্তারিত

2. নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম-

  • ক. অবরোধবাসিনী
  • খ. সুলতানার স্বপ্ন
  • গ. রূপজালাল
  • ঘ. মায়াবী পর্দা দুলে ওঠো

উত্তরঃ রূপজালাল

বিস্তারিত

3. ‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেলেন?

  • ক. নূরুন্নেসা খাতুন
  • খ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
  • গ. বেগম রোকেয়া
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী

বিস্তারিত

4. ‘আনোয়ারা’ কোন ধরনে গ্রন্থ

  • ক. নাটক
  • খ. বড় গল্প
  • গ. উপন্যাস
  • ঘ. প্রহসন

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

5. ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৯৫২ সালে
  • খ. ১৮৯৯ সালে
  • গ. ১৯৩৫ সালে
  • ঘ. ১৯১৪ সালে

উত্তরঃ ১৯১৪ সালে

বিস্তারিত

6. ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনে শিল্পকর্ম?

  • ক. গল্পসংগ্রহ
  • খ. ভ্রমণ কাহিনী
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবাদ সংকলন

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

7. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
  • খ. বন্দে আলী মিঞা
  • গ. জহির রায়হান
  • ঘ. অদ্বৈতমল্ল বর্মণ

উত্তরঃ অদ্বৈতমল্ল বর্মণ

বিস্তারিত

8. মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি?

  • ক. আবদুল্লাহ
  • খ. আনোয়ারা
  • গ. জোহরা
  • ঘ. বনলতা

উত্তরঃ জোহরা

বিস্তারিত

9. ‘জোহরা ’ উপন্যাসের রচয়িতা হলেন-

  • ক. প্যারীচাঁদ মিত্র
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. কাজী ইমদাদুল হক
  • ঘ. মোজাম্মেল হক

উত্তরঃ মোজাম্মেল হক

বিস্তারিত

10. ‘কত ছবি, কত গান’ এর লেখক-

  • ক. আবু ইসহাক
  • খ. খন্দকার মোঃ ইলিয়াস
  • গ. আলাউদ্দিন আল-আজাদ
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ খন্দকার মোঃ ইলিয়াস

বিস্তারিত

11. ‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক-

  • ক. খন্দকার মোহাম্মদ ইলিয়াস
  • খ. শওকত ওসমান
  • গ. বদরুদ্দীন উমর
  • ঘ. আবু জাফর শামসুদ্দীন

উত্তরঃ খন্দকার মোহাম্মদ ইলিয়াস

বিস্তারিত

12. ‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন-

  • ক. প্যারীচাঁদ মুখোপাধ্যায়
  • খ. অন্নদা শঙ্কর রায়
  • গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়
  • ঘ. প্রমথনাথ বিশি

উত্তরঃ প্রমথনাথ বিশি

বিস্তারিত

13. কোনটি সঠিক?

  • ক. রৌদ্র করোটিতে-ভ্রমণ কাহিনী
  • খ. রাইফেল রোটি আওরাৎ-নাটক
  • গ. সোজন বাদিয়ার ঘাট-সিনেমা
  • ঘ. ঘর মন জানালা- উপন্যাস

উত্তরঃ ঘর মন জানালা- উপন্যাস

বিস্তারিত

14. ‘অনাথিনী’ কোন লেখকের প্রথম উপন্যাস?

  • ক. খান মুহাম্মদ মঈনুদ্দিন
  • খ. বেনজীর আহমদ
  • গ. হুমায়ুন কবীর
  • ঘ. শামসুল হক

উত্তরঃ খান মুহাম্মদ মঈনুদ্দিন

বিস্তারিত

15. ‘লোকে সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. লালন ফকির
  • খ. হাছন রাজা
  • গ. ফকরি আলমগীর
  • ঘ. পাগলা কানাই

উত্তরঃ হাছন রাজা

বিস্তারিত

16. ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার?

  • ক. সেলিম আলদীন
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. শওকত ওসমান
  • ঘ. শওকত আলী

উত্তরঃ শওকত আলী

বিস্তারিত

17. ‘কুলায় কলাস্রোত’ কার লেখা?

  • ক. সুবোধ ঘোষ
  • খ. মহাশ্বেত দেবী
  • গ. ইমদাদুল হক মিলন
  • ঘ. শওকত আলী

উত্তরঃ শওকত আলী

বিস্তারিত

18. কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক?

  • ক. আগুনপাখি
  • খ. বরফগলা নদী
  • গ. কাঁদো নদী কাঁদো
  • ঘ. খোয়াবনামা

উত্তরঃ আগুনপাখি

বিস্তারিত

19. ‘পাক সার জমিন সাদ বাদ’ বইটির লেখক-

  • ক. শামসুর রহমান
  • খ. হুমায়ুন আহমেদ
  • গ. হুমায়ুন আজাদ
  • ঘ. মোঃ জাফর ইকবাল

উত্তরঃ হুমায়ুন আজাদ

বিস্তারিত

20. ‘আততায়ীদের সাথে কথেঅপকথন’ কার লেখা?

  • ক. শামসুর রহমান
  • খ. হুমায়ুন আহমেদ
  • গ. হুমায়ুন আজাদ
  • ঘ. আবুল হাসান

উত্তরঃ হুমায়ুন আজাদ

বিস্তারিত

21. ‘খরলা’ উপ্যাসটি কার লেখা?

  • ক. বেগম রোকেয়া
  • খ. মোহাম্মদ লুৎফর রহমান
  • গ. এস ওয়াজেদ আলী
  • ঘ. কাজী এমদাদুল হক

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

22. ‘রূপজালাল’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. স্বর্ণকুমারী দেবী
  • খ. মানকী দেবী
  • গ. সীতা দেবী
  • ঘ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী

উত্তরঃ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী

বিস্তারিত

23. কোন ঔপন্যাসিক কর্তৃক ‘বঙ্গবিজেতা’ উপন্যাস রচিত হয়েছ?

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. রমেশচন্দ্র দত্ত
  • গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. তারকনাথ গঙ্গোপাধ্যায়

উত্তরঃ রমেশচন্দ্র দত্ত

বিস্তারিত

24. ‘স্বর্ণলতা’ ও ‘হরিষে বিষাদ’ উপন্যাসদ্বয়ের রচয়িতা কে?

  • ক. তারকানাথ গঙ্গোপাধ্যায়
  • খ. স্বর্ণকুমারী দেবী
  • গ. মীর মশাররফ হোসেন
  • ঘ. শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ তারকানাথ গঙ্গোপাধ্যায়

বিস্তারিত

25. ‘অশোক গুচ্ছ’, ‘গোলাপ গুচ্ছ’, -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?

  • ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • খ. দ্বিজেন্দ্রলাল রায়
  • গ. দেবেন্দ্রনাথ সেন
  • ঘ. গোবিন্দচন্দ্র দাস

উত্তরঃ দেবেন্দ্রনাথ সেন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects