রাজা রামমোহন রায়

1. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?

  • ক. হরপ্রসাদ শাস্ত্রী
  • খ. মোহিতলাল মজুমদার
  • গ. রাজা রামমোহন রায়
  • ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

2. গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে?

  • ক. রাজা রামমোহন রায়
  • খ. পাণিনি
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর
  • ঘ. উইলিয়াম কেরি

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

3. বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ কি?

  • ক. বাঙলা ব্যাকরণ
  • খ. মাগধী ব্যাকরণ
  • গ. গৌড়ীয় ব্যাকরণ
  • ঘ. সনাতন বাংলা ব্যাকরণ

উত্তরঃ গৌড়ীয় ব্যাকরণ

বিস্তারিত

4. রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল?

  • ক. মি. ইন্ডিয়া
  • খ. রাজা
  • গ. শিবপ্রসাদ রায়
  • ঘ. অমিয় ধারা

উত্তরঃ শিবপ্রসাদ রায়

বিস্তারিত

5. কার আন্দোলনের ফলে উইলিয়াম বেন্টিং আইনের দ্বারা সতীদাহ প্রথা নিরোধ করেন?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. রামমোহন রায়
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. অক্ষয়কুমার বড়াল

উত্তরঃ রামমোহন রায়

বিস্তারিত

6. পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন কোন বাঙালি?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. রাম রাম বসু
  • গ. রাজা রামমোহন রায়
  • ঘ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

7. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. রামমোহন রায়
  • ঘ. দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রামমোহন রায়

বিস্তারিত

8. ‘দিগদর্শন’ পত্রিকা কত সালে প্রকাশিত হয়?

  • ক. ১৮১৬ সালে
  • খ. ১৮১৮ সালে
  • গ. ১৮২০ সালে
  • ঘ. ১৮২২ সালে

উত্তরঃ ১৮১৮ সালে

বিস্তারিত

9. কবি ঈশ্বরগুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

  • ক. দিগদর্শন
  • খ. সমাচার দর্পণ
  • গ. সংবাদ প্রভাকর
  • ঘ. তত্ত্ববোধিনী

উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

10. বাঙালিদের মধ্যে প্রথম বিজ্ঞানমনস্ক গদ্য লেখক কে?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রাজা রামমোহন রায়
  • ঘ. অক্ষয় কুমার দত্ত

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

11. ব্রাক্ষধর্মের প্রতিষ্ঠাতা কে?

  • ক. অক্ষয়কুমার দত্ত
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. রামমোহন রায়

উত্তরঃ রামমোহন রায়

বিস্তারিত

12. সতীদাহ প্রথা রোধ করেন-

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. দেবেন্দ্রনাথ সেন
  • গ. রাজা রামমোহন রায়
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

13. কোণ গ্রন্থটি রাজা রামমোহন রচনা নয়?

  • ক. বেদান্ত চন্দ্রিকা
  • খ. বেদান্ত গ্রন্থ
  • গ. বেদান্ত সার
  • ঘ. পথ্য প্রদান

উত্তরঃ বেদান্ত চন্দ্রিকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects