আখতারুজ্জামান ইলিয়াস
1. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
- ক. মোতাহের চৌধুরী
- খ. বিনয় ঘোষ
- গ. আখতারুজ্জামান ইলিয়াস
- ঘ. রাধারমণ মিত্র
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
2. ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা-
- ক. শওকত ওসমান
- খ. জ্যোতি প্রকাশ দত্ত
- গ. আখতারুজ্জামান ইলিয়াস
- ঘ. হাসান আজিজুল হক
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
3. ‘দুধ-ভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াস এর একটি-
- ক. কাব্য
- খ. উপন্যাস
- গ. গল্পগ্রন্থ
- ঘ. নাটক
উত্তরঃ গল্পগ্রন্থ
4. ‘চিলোকোঠার সেপাই’ উপন্যাসটি কার লেখা?
- ক. আখতারুজ্জামান ইলিয়াস
- খ. আবুল ফজল
- গ. শওকত ওসমান
- ঘ. জহির রায়হান
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
5. কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ?
- ক. খেলারাম খেলে যা
- খ. চিলেকোঠার সেপাই
- গ. রুদ্ধাদ্বার মুক্তপ্রাণ
- ঘ. সারেং-বৌ
উত্তরঃ চিলেকোঠার সেপাই
7. ‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. শওকত ওসমান
- খ. আখতারুজ্জামান ইলিয়াস
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
8. ‘খোঁয়ারি’, ‘দোযখের ওম’, ‘দুধ ভাতে উৎপাত’- প্রভৃতি ছোট গল্পের রচয়িতা-
- ক. সেলিনা হোসেন
- খ. আখতারুজ্জামান ইলিয়াস
- গ. শওকত আলী
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
9. নিম্নে কোন গ্রন্থে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের স্মৃতি ফুটে উঠেছে?
- ক. বালুবেলা
- খ. চিলেকোঠার সেপাই
- গ. নয়া খান্দান
- ঘ. গ্রানাডার শেষ বীর
উত্তরঃ চিলেকোঠার সেপাই
10. 'চিলে কোঠার সেপাই' এর রচয়িতা কে?
- ক. আখতারুজ্জান ইলিয়াস
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. জহির রায়হান
- ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ আখতারুজ্জান ইলিয়াস
11. 'দুধে-ভাতে উৎপাত' আখতারুজ্জামান ইলিয়াস- এর একটি--
- ক. কাব্য
- খ. উপন্যাস
- গ. গল্পগ্রন্থ
- ঘ. নাটক
উত্তরঃ গল্পগ্রন্থ