বাগধারা
- ক. চৈত্র সংক্রান্তি
- খ. পৌষ সংক্রান্তি
- গ. শিরে সংক্রান্তি
- ঘ. শিব-সংক্রান্তি
উত্তরঃ শিরে সংক্রান্তি
2. ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
- ক. কাল্পনিক জন্তু
- খ. গোমড়ামুখো লোক
- গ. মুরগি
- ঘ. পুরাণোক্ত পাখি
উত্তরঃ গোমড়ামুখো লোক
3. ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
- ক. তীরে পৌঁছার ঝক্কি
- খ. সঞ্চয়ের প্রবৃত্তি
- গ. মুমূর্ষু অবস্থা
- ঘ. আসন্ন বিপদ
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি
4. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
- ক. সাহায্যকারী
- খ. তোষামুদে
- গ. বাদক
- ঘ. স্বাস্থ্যহীন লোক
উত্তরঃ তোষামুদে
- ক. বন্ধুদের আগমন
- খ. আত্মীয় সমাগম
- গ. প্রিয়জন সমাগম
- ঘ. গণ্যমান্যদের সমাগম
উত্তরঃ প্রিয়জন সমাগম
- ক. অহংকারী
- খ. স্পষ্টবাদী
- গ. মিথ্যাবাদী
- ঘ. পক্ষপাতদুষ্ট
উত্তরঃ স্পষ্টবাদী
7. ‘ব্যাঙের সর্দি’-এর অর্থ কী?
- ক. রোগবিশেষ
- খ. সম্ভাব্য ঘটনা
- গ. অসম্ভব ঘটনা
- ঘ. প্রতারণা
উত্তরঃ অসম্ভব ঘটনা
- ক. ষড়যন্ত্রকারী
- খ. বাকসর্বস্ব
- গ. দীর্ঘ প্রতীক্ষমাণ
- ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
উত্তরঃ দীর্ঘায়ু ব্যক্তি
9. ‘কৌশলে কার্যোদ্ধার’ - কোনটির অর্থ?
- ক. গাছে তুলে মই কাড়া
- খ. এক ক্ষুরে মাথা মুড়ানো
- গ. ধরি মাছ না ছুঁই পানি
- ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তরঃ ধরি মাছ না ছুঁই পানি
10. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত হয়?
- ক. আট কপালে
- খ. উড়নচণ্ডী
- গ. ছা-পোষা
- ঘ. ভূষণ্ডির কাক
উত্তরঃ আট কপালে
11. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী?
- ক. অনিষ্টের ইষ্ট লাভ
- খ. চির অশান্তি
- গ. অরাজক দেশ
- ঘ. সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো
উত্তরঃ চির অশান্তি
12. ‘যার কোন মূল্য নেই’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?
- ক. ডাকাবুকা
- খ. তুলসী বনের বাঘ
- গ. তামার বিষ
- ঘ. ঢাকের বায়া
উত্তরঃ ঢাকের বায়া
13. ‘গোঁফ-খেজুরে’ -এই বাগধারাটির অর্থ কী?
- ক. আরামপ্রিয়
- খ. উদাসীন
- গ. নিতান্ত অলস
- ঘ. পরমুখাপেক্ষী
উত্তরঃ নিতান্ত অলস
- ক. গলাধাক্কা দেয়া
- খ. অমবস্যা
- গ. দ্বিতীয়ত
- ঘ. কাস্তে
উত্তরঃ গলাধাক্কা দেয়া
15. ‘উভয় কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
- ক. কারো পৌষ মাস, কারও সর্বনাশ
- খ. চাল না চুলো, ঢেঁকি না কুলো
- গ. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
- ঘ. বোঝার উপর শাকের আঁটি
উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
16. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
- ক. যত গর্জে তত বৃষ্টি হয় না
- খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
- গ. নাচতে না জানলে উঠোন বাঁকা
- ঘ. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধা হয়
উত্তরঃ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
18. ‘শকনি মামা’-এর অর্থ কোনটি?
- ক. কুৎসিত মামা
- খ. সৎ মামা
- গ. কুচক্রী মামা
- ঘ. পাতানো মামা
উত্তরঃ কুচক্রী মামা
19. ‘হাতে দুর্বা গজানো’ বাগধারার অর্থ কী?
- ক. ছন্নছাড়া
- খ. অলুক্ষণে
- গ. আলসেমির লক্ষণ
- ঘ. অতিশয় দুর্বল
উত্তরঃ আলসেমির লক্ষণ
20. ‘অরণ্যে রোদন’ কথাটির অর্থ কী?
- ক. অবিরাম কান্না
- খ. ছিঁদকাঁদুনে
- গ. বৃথা চেষ্টা
- ঘ. বারংবার চেষ্টা করা
উত্তরঃ বৃথা চেষ্টা
- ক. বিশৃঙ্খলা
- খ. এলোমেলো
- গ. তাস খেলার ঘর
- ঘ. ক্ষণস্থায়ী
উত্তরঃ ক্ষণস্থায়ী
24. ‘হাত ধয়ে বসা’ বাগধারার অর্থ কি?
- ক. খেতে বসা
- খ. ভণ্ডামি করা
- গ. শুরু করা
- ঘ. সাধু সাজা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
25. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কি?
- ক. ক্ষণস্থায়ী বস্তু
- খ. অর্থের কুপ্রভাব
- গ. তীব্রজ্বালা
- ঘ. অসম্ভব বস্তু
উত্তরঃ অর্থের কুপ্রভাব