ভাষারীতি

1. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য

  • ক. বাক্যের সরল ও জটিল রূপ
  • খ. শব্দের রূপগত ভিন্নতায়
  • গ. তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহার
  • ঘ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

বিস্তারিত

2. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-

  • ক. তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
  • খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
  • গ. শব্দের কথা ও লেখ্য রূপে
  • ঘ. বাক্যের সরলতা ও জটিলতায়

উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে

বিস্তারিত

3. সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?

  • ক. বিশেষ্য ও বিশেষণ
  • খ. সর্বনাম ও ক্রিয়া
  • গ. বিশেষণ ও ক্রিয়া
  • ঘ. বিশেষ্য ও সর্বনাম

উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া

বিস্তারিত

4. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

  • ক. কবিতার পঙ্ক্তিতে
  • খ. গানের কলিতে
  • গ. গল্পের বর্ণনায়
  • ঘ. নাটকের সংলাপে

উত্তরঃ নাটকের সংলাপে

বিস্তারিত

5. কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?

  • ক. ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
  • খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
  • গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী
  • ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়

উত্তরঃ তৎসম শব্দের প্রয়োগ বেশী

বিস্তারিত

6. কোন ভাষা-রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে?

  • ক. সাধু রীতি
  • খ. চলিত রীতি
  • গ. মিশ্র রীতি
  • ঘ. লৌকিক রীতি

উত্তরঃ চলিত রীতি

বিস্তারিত

8. বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?

  • ক. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • খ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • ঘ. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে

উত্তরঃ সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে

বিস্তারিত

9. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?

  • ক. কথ্য ভাষায়
  • খ. সাধু ভাষায়
  • গ. আঞ্চলিক ভাষায়
  • ঘ. চলিত ভাষায়

উত্তরঃ সাধু ভাষায়

বিস্তারিত

10. নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?

  • ক. তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশী
  • খ. সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
  • গ. চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
  • ঘ. নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী

উত্তরঃ চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়

বিস্তারিত

11. ‘উহা’ কোন রীতির শব্দ?

  • ক. সাধু
  • খ. চলিত
  • গ. উভয় রিতির
  • ঘ. আঞ্চলিক

উত্তরঃ সাধু

বিস্তারিত

12. ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?

  • ক. বন্যে
  • খ. বুনো
  • গ. বনো
  • ঘ. বন্য

উত্তরঃ বুনো

বিস্তারিত

14. সংস্কৃত ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে?

  • ক. বাংলা
  • খ. হিন্দি
  • গ. ফারসি
  • ঘ. ক ও খ দুটোই

উত্তরঃ ক ও খ দুটোই

বিস্তারিত

15. ‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?

  • ক. পার হয়ে
  • খ. পারায়ে
  • গ. পেরিয়ে
  • ঘ. পার হইয়ে

উত্তরঃ পার হয়ে

বিস্তারিত

16. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?

  • ক. বিশেষ্য ও বিশেষণ
  • খ. ক্রিয়া ও সর্বনাম
  • গ. বিশেষ্য ও ক্রিয়া
  • ঘ. বিশেষণ ও ক্রিয়া

উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম

বিস্তারিত

19. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ড. মুহাম্মদ শহীদুল্লাহর মত হচ্ছে-

  • ক. গৌড়ীয় অপভ্রংশ
  • খ. মাগধী অপভ্রংশ
  • গ. গৌড় অপভ্রংশ
  • ঘ. প্রাচীন অবহট্ঠ

উত্তরঃ গৌড়ীয় অপভ্রংশ

বিস্তারিত

21. নিচের কোন ভাষাটি বাংলার সমগোত্রভুক্ত?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. হিব্রু
  • ঘ. মংখেময়

উত্তরঃ মংখেময়

বিস্তারিত

22. কোনটি চলিত রূপ?

  • ক. তুলা
  • খ. তুলি
  • গ. তুলো
  • ঘ. তুলী

উত্তরঃ তুলো

বিস্তারিত

23. বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?

  • ক. ১০টি
  • খ. ১১টি
  • গ. ১২টি
  • ঘ. ১৩টি

উত্তরঃ ১২টি

বিস্তারিত

24. বাংলা ভাষার উৎস কোনটি?

  • ক. ইন্দো-এশিয়ান
  • খ. ইন্দো-অস্ট্রেলিয়ান
  • গ. ইন্দো-আফ্রিকান
  • ঘ. ইন্দো-ইউরোপীয়ান

উত্তরঃ ইন্দো-ইউরোপীয়ান

বিস্তারিত

25. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?

  • ক. তৎসম শব্দবহুলতা
  • খ. তদ্ভব শব্দবহুলতা
  • গ. প্রাচীনতা
  • ঘ. অমার্জিতা

উত্তরঃ তদ্ভব শব্দবহুলতা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects