বাংলা উপন্যাস
1. ‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়?
- ক. কথা নিয়ে সাহিত্য
- খ. সাহিত্যের কথা
- গ. নাটক ও আবৃত্তি
- ঘ. ছোটগল্প ও উপন্যাস
উত্তরঃ ছোটগল্প ও উপন্যাস
2. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?
- ক. কলকাতা কমলালয়
- খ. নববাবু বিলাস
- গ. নববিবি বিলাস
- ঘ. ফুলমণি ও করুণার বিবরণ
উত্তরঃ কলকাতা কমলালয়
3. বাংলা কথা ভাষার আদি গ্রন্থ কোনটি?
- ক. প্রভু যিশুর বাণী
- খ. কৃপার মাস্ত্রের অর্থভেদ
- গ. মিশনারি জীবন
- ঘ. ফুলমণি ও করুণার বিবরণ
উত্তরঃ ফুলমণি ও করুণার বিবরণ
4. বাংলা ভাষারপ্রথম ঔপন্যাসিক কে?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
5. বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
6. বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
- ক. হুতোম প্যাঁচার নকশা
- খ. আলালের ঘরের দুলাল
- গ. দূর্গেশ নন্দিনী
- ঘ. পথের দাবী
উত্তরঃ আলালের ঘরের দুলাল
7. ‘আলালের ঘরের দুলাল’-এর লেখক কে?
- ক. মৃত্যুঞ্জয় বিদ্যালষ্কার
- খ. প্যারীচাঁদ মিত্র
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
8. প্যারিচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি ?
- ক. মৃত্যুক্ষধা
- খ. নৌকাডুবি
- গ. আলালের ঘরের দুলাল
- ঘ. শেষের কবিতা
উত্তরঃ আলালের ঘরের দুলাল
9. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের ‘আলালের ঘরের দুলাল’ কোন সালে প্রকাশিত হয়
- ক. ১৮৩৪
- খ. ১৮৫৮
- গ. ১৯৪৭
- ঘ. ১৮৭৩
উত্তরঃ ১৮৫৮
10. বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল?
- ক. সামাজিক কাহিনী
- খ. সমাজের রঙ্গরসাত্মক চিত্র
- গ. সামাজিক নির্যাতন
- ঘ. বাঙালির জীবন কাহিনী
উত্তরঃ সমাজের রঙ্গরসাত্মক চিত্র
11. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
- ক. বেগম রোকেয়া
- খ. মহাশ্বেতা দেবী
- গ. স্বর্ণকুমারী দেবী
- ঘ. রিজিয়া রহমান
উত্তরঃ স্বর্ণকুমারী দেবী
12. কাজী ইমদাদুল হকের আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি?
- ক. চাষী জীবনের করুণ চিত্র
- খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
- গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
- ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
উত্তরঃ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
13. বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রথম পুরুষ হলেন-
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. অক্ষয়কুমার বড়াল
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
14. প্যারীচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি?
- ক. মৃত্যুক্ষুধা
- খ. নৌকাডুবি
- গ. আলালের ঘরের দুলাল
- ঘ. তেইশ নম্বর তৈলচিত্র
উত্তরঃ আলালের ঘরের দুলাল
15. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. রামমোহন রায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
16. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
- ক. দেওয়ানা মদিনা
- খ. ফুলমণি ও করুণার বিবরণ
- গ. দুর্গেশনন্দিনী
- ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ আলালের ঘরের দুলাল
17. ‘আধ্যাত্মিকা’ ও ‘অভেদী’ -গ্রন্থ দুটির রচয়িতা কে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. কালী প্রসন্ন সিংহ
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. দেবেন্দ্রেনাথ ঠাকুর
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
18. ‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. রাবেয়া খাতুন
- খ. রিজিয়া রহমান
- গ. সেলিনা হোসেন
- ঘ. নাসরিন জাহান
উত্তরঃ সেলিনা হোসেন
19. ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. ড. নীলিমা ইব্রাহিম
- খ. আনিস চৌধুরী
- গ. আনোয়ার পাশা
- ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ড. নীলিমা ইব্রাহিম
20. ‘দুদিনের খেলাঘর’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. আকবর হোসেন
- খ. অন্নদাশঙ্কর রায়
- গ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
- ঘ. শওকত আলী
উত্তরঃ আকবর হোসেন
- ক. পাহাড়ী কাহিনী
- খ. দেয়ালের দেশ
- গ. কর্ণফুলী
- ঘ. হালদা নদীর পাড়ে
উত্তরঃ কর্ণফুলী
22. আবদুল গাফফার চৌধুরীর উপন্যাস কোনটি?
- ক. দেশে-বিদেশে
- খ. ক্ষুধা ও আশা
- গ. চন্দ্র দ্বীপের উপাখ্যান
- ঘ. আরম নগরের উপকথা
উত্তরঃ চন্দ্র দ্বীপের উপাখ্যান
23. ‘পদ্মা মেঘনা যমুনা’ নামক বৃহৎ উপন্যাসটি কোন ঔপন্যাসিক রচনা করেছেন?
- ক. আবদুল গাফফার চৌধুরী
- খ. আবু ইসহাক
- গ. আবু জাফর শামসুদ্দীন
- ঘ. আবু রুশদ
উত্তরঃ আবু জাফর শামসুদ্দীন
24. ‘আমলকীর মৌ’ উপন্যাসটি কে রচনা করেছেন?
- ক. রশীদ করিম
- খ. রাজিয়া খান
- গ. সেলিনা হোসেন
- ঘ. দিলারা হাসেম
উত্তরঃ দিলারা হাসেম
25. ‘পদ্মা মেঘনা যমুনা’ কোন শ্রেণীর উপন্যাস?
- ক. সামাজিক
- খ. ইতিহাসভিত্তিক
- গ. ধর্মনির্ভর
- ঘ. রাজনৈতিক
উত্তরঃ ইতিহাসভিত্তিক