ক্রিয়ার কাল
- ক. অনুজ্ঞা
- খ. বাচ্য
- গ. বাক্য, অলংকার
- ঘ. উক্তি
উত্তরঃ অনুজ্ঞা
2. কোন পুরুশের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় কোনো বিভক্তি যুক্ত হয় না ?
- ক. উত্তম পুরুষে
- খ. নাম পুরুষে
- গ. মধ্যম পুরুষে
- ঘ. সবগুলো
উত্তরঃ মধ্যম পুরুষে
3. প্রাচীন বাংলার রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে কি যোগ করার নিয়ম ছিল ?
- ক. অ
- খ. ও
- গ. হ
- ঘ. ল
উত্তরঃ হ
4. প্রাচীন বাংলা অনুজ্ঞায় ক্রিয়ার শেষে 'হ' বর্তমানে কিসে রুপান্তরিত হয়েছে ?
- ক. অ এবং ও
- খ. অ এবং হ
- গ. হ ও ল
- ঘ. রে আবগ
উত্তরঃ অ এবং ও
- ক. মধ্যম পুরুষে
- খ. উত্তম পুরুষ
- গ. নাম পুরুষ
- ঘ. খ + গ
উত্তরঃ উত্তম পুরুষ
6. উত্তম পুরুষে অনুজ্ঞা পদ হতে পারে না, কারণ ?
- ক. প্রত্যক্ষ বলে
- খ. পরোক্ষ বলে
- গ. কেউ নিজেকে আদেশ করতে পারে না
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ কেউ নিজেকে আদেশ করতে পারে না
7. অনুজ্ঞা কোন কোন কালে ব্যবহৃত হয় ?
- ক. বর্তমান ও ভবিষ্যৎ কালে
- খ. ভবিষ্যৎ ও অতীতকালে
- গ. অতীত ও বর্তমান কালে
- ঘ. ভবিষ্যৎ কালে
উত্তরঃ বর্তমান ও ভবিষ্যৎ কালে
8. নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্নক মধ্যম পুরুষের বিভক্তি কি ?
- ক. উক
- খ. এন
- গ. ও
- ঘ. ইস্
উত্তরঃ এন
10. ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না ?
- ক. মধ্যম
- খ. উত্তম
- গ. নাম
- ঘ. নাম ও উত্তম
উত্তরঃ উত্তম
11. কড়া রোদে ঘোরাফেরা করিসনে -এই বাক্যে অনুজ্ঞা কি অর্থ প্রকাশ করে ?
- ক. অনুরোধ
- খ. উপদেশ
- গ. আদেশ
- ঘ. নিষেধ
উত্তরঃ উপদেশ
12. আমার দরখাস্তটা পড়ুন - এই বাক্যে অনুজ্ঞা কি অর্থ প্রকাশ করে ?
- ক. প্রার্থনা
- খ. অনুরোধ
- গ. নির্দেশ
- ঘ. উপদেশ
উত্তরঃ প্রার্থনা
13. রোগ হলে ওষুধ খাবে - এই বাক্যে অনুজ্ঞা কি অর্থ প্রকাশ করে ?
- ক. আদেশ
- খ. নির্দেশ
- গ. বিধান
- ঘ. উপদেশ
উত্তরঃ বিধান
14. কোন ক্রিয়াটি ভবিষ্যৎকালের অনুজ্ঞায় সম্ভাবনা বুঝাচ্ছে ?
- ক. রোগ হলে ওষুধ খাবে
- খ. সদা সত্য কথা বলবে
- গ. চেষ্টা কর, বুঝতে পারবে
- ঘ. কাল এসো
উত্তরঃ চেষ্টা কর, বুঝতে পারবে
15. তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি ?
- ক. উন
- খ. ন
- গ. স
- ঘ. শূন্য
উত্তরঃ স
16. সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি ?
- ক. উন
- খ. ন
- গ. ও
- ঘ. শূন্য
উত্তরঃ ও
18. নাম পুরুষের অনুজ্ঞা পদ হতে পারে না, কারন -
- ক. প্রত্যক্ষ বলে
- খ. অপ্রত্যক্ষ বলে
- গ. নিজেকে আদেশ করতে পারে না বলে
- ঘ. তুচ্ছার্থক বলে
উত্তরঃ অপ্রত্যক্ষ বলে
19. সদা সত্য কথা বলবো - এটি কোন অনুজ্ঞার উদাহরণ ?
- ক. বর্তমান কালের অনুজ্ঞা
- খ. অতীয় কালের অনুজ্ঞা
- গ. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা
- ঘ. অতীত - বর্তমান কালের অনুজ্ঞা
উত্তরঃ ভবিষ্যৎ কালের অনুজ্ঞা
20. আমার কাজটা অবশ্যই করিও - এই বাক্যের অনুজ্ঞা কোন অর্থ প্রকাশক ?
- ক. প্রার্থনা
- খ. আদেশ
- গ. অনুরোধ
- ঘ. উপদেশ
উত্তরঃ অনুরোধ
22. 'ফির' বিদেশী ধাতুটি কি অর্থে ব্যবহৃত হয় ?
- ক. গমন
- খ. আগমন
- গ. পুনরাগমন
- ঘ. প্রত্যাগমন
উত্তরঃ পুনরাগমন
23. ধাতু ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
- ক. বাক্যতত্ত্বে
- খ. রূপতত্ত্ব
- গ. অর্থতত্ত্ব
- ঘ. ধ্বনিতত্ত্ব
উত্তরঃ রূপতত্ত্ব
25. ধাতু বা ক্রিয়ামূল চেনার অন্যতম উপায় কোনটি ?
- ক. বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যমপুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়
- খ. বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক উত্তম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়
- গ. ক্রিয়ার মূল দেখে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যমপুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়