পঙ্ক্তি ও বক্তা
1. ‘দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কোন বিদেশ ন যায়।’ কবিতাংশটি কার?
- ক. কবি আব্দুল হাকিম
- খ. মোজাম্মেল হক
- গ. কামিনী রায়
- ঘ. রজনিকান্ত সেন
উত্তরঃ কবি আব্দুল হাকিম
2. ‘রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর’ কার রচনা?
- ক. চণ্ডিদাস
- খ. জ্ঞানদাস
- গ. বিদ্যাপতি
- ঘ. লোচনদাস
উত্তরঃ জ্ঞানদাস
3. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল’- পদটির রচয়িতা কে?
- ক. জ্ঞানদাস
- খ. বিদ্যাপতি
- গ. চণ্ডীদাস
- ঘ. গোবিন্দাদাস
উত্তরঃ জ্ঞানদাস
4. ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’- কে বলেছেন?
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. রামকৃষ্ণ পরমহংস
- ঘ. বিবেকানন্দ
উত্তরঃ চণ্ডীদাস
5. ‘সই কেমনে ধরিব হিয়া আমার বুঁধূয়া আন বাড়ি যায় আমরি আঙিনা দিয়া” কার রচনা
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. জ্ঞানদাস
- ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ চণ্ডীদাস
6. ‘সই কে শুনাইল শ্যাম নামে’ পদটির রচয়িতা কে?
- ক. চণ্ডীদাস
- খ. দ্বিজ চণ্ডীদাস
- গ. জ্ঞানদাস
- ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ চণ্ডীদাস
7. ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।’ -- লিখেছেন?
- ক. চণ্ডীদাস
- খ. বিদ্যাপতি
- গ. রবীন্দ্রনাথ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ বিদ্যাপতি
8. ‘পথিক তুমি পথ হারাইয়াছ? কথাটি কার
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. মরি মোশাররফ হোসেন
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
9. ‘পথিক তুমি পথ হারাইয়াছ?’ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?
- ক. কপালকুণ্ডলা
- খ. শ্রীকান্ত
- গ. কৃষ্ণকান্তের উইল
- ঘ. উদাসীন পথিকের মনেরকথা
উত্তরঃ কপালকুণ্ডলা
10. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’-কে কাকে বলেছিল?
- ক. সীমার হোসেন (রাঃ) কে
- খ. আলেয়া সিরাজকে
- গ. কপালকুণ্ডলা নবকুমারকে
- ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ কপালকুণ্ডলা নবকুমারকে
11. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. মধুসূদন দত্ত
- গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
12. ‘হায়রে কোথাসে বিদ্যা, যে বিদ্যা বলে দূরে থাকি পার্থরথী তোমার চরণে।’ উদ্ধৃত চরণ দুটির কবি কে?
- ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- খ. কায়কোবাদ
- গ. ফররুখ আহমেদ
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- ক. মীর মশাররফ হোসেন
- খ. নজীবর রহমান
- গ. শওকত ওসমান
- ঘ. ফজলুল করিম
উত্তরঃ ফজলুল করিম
14. ‘অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে’--- কার উক্তি?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. রামরাম বসু
- ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ক. আলাওল
- খ. রামনধি গুপ্ত
- গ. আব্দুল হাকিম
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ রামনধি গুপ্ত
- ক. গোবিন্দ চন্দ্র দাশ
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রবীন্দ্রনাথঠাকুর
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ মধুসূদন দত্ত
17. ‘ওরে বাছা মাতৃকোষে রনে রাজি, এ ভিখারী দশা তবে কোন তোর আজি’-এ পঙতিদ্বয় কোন কবিতার অন্তর্গত?
- ক. বলাকা
- খ. ক্রন্দসী
- গ. বঙ্গভাষা
- ঘ. দারিদ্র্য
উত্তরঃ বঙ্গভাষা
18. ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ ভাবি এ বিরলে।’ চরণ দুটি কবি কে?
- ক. মোহিতলাল মজুমদার
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
- ক. রাজসিংহ
- খ. পুরুবিক্রম
- গ. নবাব সিরাজউদ্দৌলা
- ঘ. বিষাদ সিন্ধু
উত্তরঃ বিষাদ সিন্ধু
20. ‘যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি।’ এই পঙ্ক্তিটি কোন কবির থেকে নেয়া হয়েছে?
- ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. চণ্ডীদাস
- ঘ. কামিনী রায়
উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদার
21. ‘সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না’ বলেছেন-
- ক. শরৎচন্দ্র
- খ. নজরুল ইসলাম
- গ. বঙ্কিমচন্দ্র
- ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ রবীন্দ্রনাথ
22. ‘আমরা সবাই রাজা আামদের এই রাজার রাজত্বে’ এই পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. সিকানদার আবু জাফর
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. পুরাতন ভৃত্য
- খ. নিস্ফল উপহার
- গ. দুই বিঘা জমি
- ঘ. দেবতার গ্রাস
উত্তরঃ দুই বিঘা জমি
24. ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো, আজ তোরা যাসনে ঘরে বাহিরে’। পঙ্ক্তিটি কার লেখা?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সিকান্দার আবু জাফর
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর