পঙ্ক্তি ও বক্তা
26. ‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?
- ক. বঙ্কিমচন্দ্র
- খ. রবীন্দ্রনাথ
- গ. মোহাম্মদ বরকতুল্লাহ
- ঘ. মোতাহের হোসেন চৌধুরী
উত্তরঃ রবীন্দ্রনাথ
27. ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান’ পঙ্ক্তিটির রচয়িতা কে?
- ক. অতুল প্রসাদ সেন
- খ. মুকুন্দরাম
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
28. ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরেন নাই’ উক্তিটি কোন গল্প লেখকের?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
- খ. মানিক বন্দোপাধ্যায়
- গ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. সুকুমার রায়
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
31. নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি’।
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
32. ‘এ যে দুর্লভ, এ যে মানবী, ইহাররহস্যের কি অন্ত আছে?’ এই উক্তিটি কার?
- ক. প্রমথ চৌধুরী
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
33. ‘মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না’ --- কার কথা?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. শেক্সপিয়ার
- ঘ. কবি কায়কোবাদ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
34. ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’- রবীন্দ্রনাথের কোন্ কাব্যের কবিতা?
- ক. পূরবী
- খ. শেষলেখা
- গ. আকাশ প্রদীপ
- ঘ. সেঁজুতি
উত্তরঃ শেষলেখা
35. ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
- ক. বলাকা
- খ. সোনার তরী
- গ. চিত্রা
- ঘ. পুনশ্চ
উত্তরঃ বলাকা
36. ‘একখানি ছোটো খেত, আমি একেলা’- রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ?
- ক. চিত্রা
- খ. বলাকা
- গ. সোনার তরী
- ঘ. সাধারণ মেয়ে
উত্তরঃ সোনার তরী
- ক. শরচৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. বঙ্কিমচন্দ্র
- গ. তারাশংকর
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. মোজাম্মেল হক
- ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
39. ‘শিশুরাজ্যে এই মেয়েটি একট ছোটখাট বর্গির উপদ্রব বলিলে হয়’। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
- ক. একরাত্রি
- খ. শুভা
- গ. সমাপ্তি
- ঘ. পোস্টমাস্টার
উত্তরঃ সমাপ্তি
- ক. শেষের কথা
- খ. করুণা
- গ. কাবুলিওয়ালা
- ঘ. হৈমন্তী
উত্তরঃ কাবুলিওয়ালা
- ক. চিত্রা
- খ. পুরান ভৃত্য
- গ. দুই বিঘা জমি
- ঘ. দিন শেষে
উত্তরঃ দুই বিঘা জমি
- ক. অমিত রায়
- খ. লাবণ্য
- গ. শোভন লাল
- ঘ. কেতকী
উত্তরঃ অমিত রায়
43. ‘আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে’ উদ্ধৃতাংশটি কোন কবির কোন কবিতার অংশ?
- ক. প্রশ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. রক্তাম্বরধারিণী মা-কাজী নজরুল ইসলাম
- গ. সিঁড়ি-সুকান্ত ভট্টাচার্য
- ঘ. সোমের প্রতি তারা-মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ প্রশ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. আশুতোষ মুখোপাধ্যায়
- গ. নবীনচন্দ্র
- ঘ. চিত্তরঞ্জন দাস
উত্তরঃ চিত্তরঞ্জন দাস
- ক. রচনাখানি
- খ. কবিতাখানি
- গ. গ্রন্থখানি
- ঘ. কাব্যখানি
উত্তরঃ কবিতাখানি
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. দ্বিজেন্দ্রলাল রায়
- গ. সতোন্দ্রনাথ দত্ত
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
47. ‘ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী’ কার লেখা?
- ক. মোহিতলাল মজুমদার
- খ. দীননাথ সেন
- গ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কবি কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর
48. ‘নমো নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি’ উদ্ধৃতাংশের লেখক-
- ক. বঙ্কিমচন্দ্র
- খ. সুফিয়া কামাল
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ রবীন্দ্রনাথ
49. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলা বান’ কার রচনা?
- ক. যতীনদ্রনাথ সেন
- খ. রজনীকান্ত
- গ. রবীন্দ্রনাথ
- ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ রবীন্দ্রনাথ
50. ‘চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক’ বলেছেন-
- ক. কবি ইকবাল
- খ. নজরুল ইসলাম
- গ. গোলাম মোস্তফা
- ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ নজরুল ইসলাম