পঙ্ক্তি ও বক্তা

126. ‘খাঁচার ভিতর অচিন পাখি’-পঙক্তিটির উৎস কি?

  • ক. হাসন রাজার গান
  • খ. রবীন্দ্র সঙ্গীত
  • গ. ভজন
  • ঘ. লালন গীতি

উত্তরঃ লালন গীতি

বিস্তারিত

127. এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’- পঙ্ক্তিটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. জীবনানন্দ দাস
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

বিস্তারিত

129. ‘তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে’-এই চরণটির রচয়িতা নিম্নের কোন কবি?

  • ক. সুফিয়া কামাল
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

বিস্তারিত

130. ‘জন্মই আমার আজন্ম পাপ’-উক্তিটি কার?

  • ক. কবির চৌধুরী
  • খ. তসলিমা নাসরিন
  • গ. শামসুর রাহমান
  • ঘ. জিয়া হায়দার

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

131. গাহি তাহাদের গান- ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।-পংক্তিটি কোন কবির রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. কায়কোবাদ
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

132. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।-পংক্তিটি কোন কবির রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. কবি জসীম উদদীন
  • গ. আবদুল কাদির
  • ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ কবি জসীম উদদীন

বিস্তারিত

133. ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। -এই উদ্ভৃতাংশটি কোন কবির রচনা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. নবীনচন্দ্র সেন
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. সুফী মোতাহার হোসেন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

135. ‘লোকে বলে’-উক্তিটির তাৎপর্য কোনটি?

  • ক. একজন লোক বলে
  • খ. দুই জন লোক বলে
  • গ. সাধারণ মানুষ বলে
  • ঘ. নির্দিষ্ট কেউ বলে

উত্তরঃ সাধারণ মানুষ বলে

বিস্তারিত

136. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?-‘ভিখারী রাঘব’ কে?

  • ক. রাবণ
  • খ. মেঘনাধ
  • গ. রাম
  • ঘ. বিভীষণ

উত্তরঃ রাম

বিস্তারিত

137. ‘পথিক, তুমি পথ হারাইয়াছ?’-উদ্ধৃতাংশের পথিক কে?

  • ক. কাথালিক
  • খ. নবকুমার
  • গ. অধিকারী
  • ঘ. সেলিম

উত্তরঃ নবকুমার

বিস্তারিত

138. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’-কার উক্তি?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. মীর মোশাররফ হোসেন
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

139. বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে?

  • ক. লালন ফকির
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মাধব বিবি
  • ঘ. ফরিদা পারভীন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

140. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?- কার লেখা?

  • ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. কামিনী রায়
  • ঘ. যতীন্দ্র মোহন বাগচী

উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদার

বিস্তারিত

141. ‘করো সুখী, থাকো সুখে প্রীতিভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পার চিরদিন, একদিন এসনা তবু কাছে।’- কবিতার চরণ দুটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. অক্ষয়কুমার বড়াল
  • ঘ. বিষ্ণু দে

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

142. ‘দন্ডিতের সাথে দণ্ড দাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার’-কবিতাংশটির রচয়িতা কে?

  • ক. ইসমাইল হোসেন সিরাজী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. গোলাম মোস্তফা

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

143. ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা ও সুরকার হলেন যথাক্রমে-

  • ক. গোবিন্দচন্দ্র ও আলতাফ মাহমুদ
  • খ. আলতাফ মাহমুদ ও আবদুল গাফফার চৌধুরী
  • গ. আবদুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদ
  • ঘ. আল মাহমুদ ও আলতাফ মাহমুদ

উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদ

বিস্তারিত

144. ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?

  • ক. আব্দুল গাফফার চৌধুরী
  • খ. আলতাফ মাহমুদ
  • গ. আবদুল লতিফ
  • ঘ. আব্দুল আলীম

উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী

বিস্তারিত

145. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’- কার রচনা?

  • ক. কানাহরি দত্ত
  • খ. ভারতচন্দ্র রায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ ভারতচন্দ্র রায়

বিস্তারিত

146. 'আজি শচীমাতা কেন চমকিলে, ঘুমাতে ঘুমাতে উঠিয়া বসিলে।' পংক্তিটি কার?

  • ক. বঙ্কিমচন্দ্র
  • খ. বিহারীলাল
  • গ. কামিনী রায়
  • ঘ. শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ শিবনাথ শাস্ত্রী

বিস্তারিত

147. 'মৃত্যুকে যে যথার্থরূপে দেখিয়াছে, সে দ্বিজত্ব লাভ করিয়াছে- মিথ্যা হইতে সত্য নব-জন্ম লাভ করিয়াছে।' -উক্তিটি কার?

  • ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • খ. হরপ্রসাদ শাস্ত্রী
  • গ. মোহিতলাল মজুমদার
  • ঘ. পাঁচ কড়ি বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ মোহিতলাল মজুমদার

বিস্তারিত

148. 'আশরাফ' মুসলমানের ভাষা উর্দূ এবং 'আতরাফ' মুসলমানের ভাষা বাংলা।' উক্তিটি কার?

  • ক. নবাব আবদুল লতিফ
  • খ. স্যার সৈয়দ আহমেদ
  • গ. গোলাম আজম
  • ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ নবাব আবদুল লতিফ

বিস্তারিত

149. 'ঠকচাচী মোড়ার ওপর বসিয়া জিজ্ঞাসা করিতেছেন- তুমি হয় রোজ এখানে ওখানে ফিরে বেড়াও তাতে মোর আর লেকড়াবালার কি ফায়দা?'- উক্তিটি কোন গ্রন্থের?

  • ক. নৌকাডুবি
  • খ. তেল-নুন-লাকড়ী
  • গ. হুতোম প্যাঁচার নকশা
  • ঘ. আলালের ঘরের দুলাল

উত্তরঃ আলালের ঘরের দুলাল

বিস্তারিত

150. 'ঈশ্বরগুপ্তের কাব্য চালের কাঁটায়, রান্না ঘরের ধূঁয়ায়, নাটুরে মাঝির ধ্বজির ঠেলায়... পাঠার মজ্জায়' উক্তিটি কার?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
  • খ. সুনীতিকুমারের
  • গ. মুহাম্মদ শহীদুল্লাহর
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects