পঙ্ক্তি ও বক্তা

51. দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার’ গানটির রচয়িতা কে?

  • ক. সুকান্ত ভট্টাচার্য
  • খ. নজরুল ইসলাম
  • গ. ইসমাইল হোসেন সিরাজী
  • ঘ. ফররুখ আহমেদ

উত্তরঃ নজরুল ইসলাম

বিস্তারিত

52. ‘রমযানের ঐ রোযার শেষে এল খুশির ঈদ’ গানটির রচয়িতা কে?

  • ক. গোলাম মোস্তফা
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ফররুখ আহমেদ
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

53. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশীর, আর হাতে রণতুর্য’ নজরুল ইসলামের-

  • ক. ‘প্রলয়োল্লাস’ কবিতার একটি চরণ
  • খ. ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
  • গ. ‘খেয়াপারের তরণী’ কবিতার একটি চরণ
  • ঘ. ‘শাতিল আরব’ কবিতার একটি চরণ

উত্তরঃ ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ

বিস্তারিত

54. ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে’ এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?

  • ক. বিদ্রোহী
  • খ. কামাল পাশা
  • গ. অগ্রপথিক
  • ঘ. আমার কৈফিয়ৎ

উত্তরঃ আমার কৈফিয়ৎ

বিস্তারিত

56. ‘সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নেই’। কবিতাংশটির রচয়িতা কে?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. শেখ ফজলুল করিম
  • গ. বিহারীলাল চক্রবর্তী
  • ঘ. কবি কাজী নজরুল ইসলাম

উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

57. নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? ‘কাণ্ডারীএ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ী মুখে সারিগান-লা শরীক আল্লাহ’।

  • ক. কাণ্ডারী হুঁশিয়ার
  • খ. খেয়াপারেরতরণী
  • গ. সিদ্ধু : প্রথম তরঙ্গ
  • ঘ. সিন্ধু : দ্বিতীয় তরঙ্গ

উত্তরঃ খেয়াপারেরতরণী

বিস্তারিত

58. ‘বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।’-এই কবিতাংশটুকুর কবি কে?

  • ক. বেনজির আহমেদ
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জীবনানন্দ দাস
  • ঘ. শামসুর রহমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

59. ‘নিঃশেষে নিশাচর নিশাচর, গ্রামে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃশেষে।’- কবিতাংশটুকু কোন কবির লেখা।

  • ক. বন্দে আলী মিয়া
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ফররুখ আহমেদ
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

60. ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’ কবিতাংশটুকু কোন কবির লেখা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. বেগম সুফিয়া কামাল

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

61. 'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' -এই উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. সুকান্ত ভট্টচার্য
  • ঘ. বেনজীর আহমেদ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

63. ‘এ ধরার মাখে তুলিয়া নিনাদ চাহিনা করিত বাদ প্রতিবাদ।’ কোন কবির উক্তি?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. শামসুর রহমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

64. ‘আমি চাইনা বচিার হাশরের দি চাই করুণা তোমার ওগো হাকীম।’ চরণ দুটি নিচের কোন কবির?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. গোলাম মোস্তফা
  • গ. কায়কোবাদ
  • ঘ. শেখ ফজলুল করিম

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

66. ‘ভায়া লাভ দেয় তিন হাত, হেসে গান গায় দিনরাত।’ ছড়াটি কার সম্পর্কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. জসীম উদ্দীন
  • গ. পাগলা কানাই
  • ঘ. লালন শাহ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

68. ‘ঠগ পীরের পানি পড়ায় কি কোন কাম হয়? লালসালু উপন্যাসে এ উক্তিটি কার?

  • ক. ধলা মিঞার
  • খ. আক্কাসের
  • গ. তাহেরের
  • ঘ. খালেক ব্যাপারির

উত্তরঃ আক্কাসের

বিস্তারিত

69. আমার স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন- কোন কবি বলেছেন?

  • ক. সুকান্ত ভট্টাচার্য
  • খ. সমর সেন
  • গ. জসীমউদ্দীন
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ সমর সেন

বিস্তারিত

71. ‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি’- কোন কবি একথা বলেছিলেন?

  • ক. সুকান্ত ভট্টাচার্য
  • খ. বুদ্ধদেব বসু
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. কামিনী রায়

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

72. ‘আবার আসিব ফেরে ধান সিঁড়ি নদীর তীরে’ কোন কবির কবিতা থেকে নেওয়া?

  • ক. মাইকেল মদুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. জীবনান্দ দাস
  • ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তরঃ জীবনান্দ দাস

বিস্তারিত

73. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কার লেখা ?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. জসীমউদ্দিন
  • গ. জীবনানন্দ দাস
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ জীবনানন্দ দাস

বিস্তারিত

74. পাখির ..... মত চোখ তুলে বলেছিল নাটোরের বনলতা সেন।

  • ক. বাসার
  • খ. চোখের
  • গ. নীড়ের
  • ঘ. দৃষ্টির

উত্তরঃ নীড়ের

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects