পঙ্ক্তি ও বক্তা
51. দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার’ গানটির রচয়িতা কে?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. নজরুল ইসলাম
- গ. ইসমাইল হোসেন সিরাজী
- ঘ. ফররুখ আহমেদ
উত্তরঃ নজরুল ইসলাম
52. ‘রমযানের ঐ রোযার শেষে এল খুশির ঈদ’ গানটির রচয়িতা কে?
- ক. গোলাম মোস্তফা
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. ফররুখ আহমেদ
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
53. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশীর, আর হাতে রণতুর্য’ নজরুল ইসলামের-
- ক. ‘প্রলয়োল্লাস’ কবিতার একটি চরণ
- খ. ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
- গ. ‘খেয়াপারের তরণী’ কবিতার একটি চরণ
- ঘ. ‘শাতিল আরব’ কবিতার একটি চরণ
উত্তরঃ ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
54. ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে’ এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?
- ক. বিদ্রোহী
- খ. কামাল পাশা
- গ. অগ্রপথিক
- ঘ. আমার কৈফিয়ৎ
উত্তরঃ আমার কৈফিয়ৎ
- ক. নারী
- খ. সাম্যবাদী
- গ. জীবন-বন্দনা
- ঘ. মানুষ
উত্তরঃ জীবন-বন্দনা
56. ‘সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নেই’। কবিতাংশটির রচয়িতা কে?
- ক. বেগম সুফিয়া কামাল
- খ. শেখ ফজলুল করিম
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. কবি কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম
- ক. কাণ্ডারী হুঁশিয়ার
- খ. খেয়াপারেরতরণী
- গ. সিদ্ধু : প্রথম তরঙ্গ
- ঘ. সিন্ধু : দ্বিতীয় তরঙ্গ
উত্তরঃ খেয়াপারেরতরণী
- ক. বেনজির আহমেদ
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনানন্দ দাস
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. বন্দে আলী মিয়া
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. ফররুখ আহমেদ
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. গোলাম মোস্তফা
- ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
61. 'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' -এই উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. সুকান্ত ভট্টচার্য
- ঘ. বেনজীর আহমেদ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. সুকান্ত ভট্টাচার্য
- ঘ. কবি গোলাম মোস্তফা
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
63. ‘এ ধরার মাখে তুলিয়া নিনাদ চাহিনা করিত বাদ প্রতিবাদ।’ কোন কবির উক্তি?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
64. ‘আমি চাইনা বচিার হাশরের দি চাই করুণা তোমার ওগো হাকীম।’ চরণ দুটি নিচের কোন কবির?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. গোলাম মোস্তফা
- গ. কায়কোবাদ
- ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
- ক. বিদ্রোহী
- খ. আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- গ. কাণ্ডারী হুশিয়ার
- ঘ. সাম্যবাদী
উত্তরঃ বিদ্রোহী
66. ‘ভায়া লাভ দেয় তিন হাত, হেসে গান গায় দিনরাত।’ ছড়াটি কার সম্পর্কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. জসীম উদ্দীন
- গ. পাগলা কানাই
- ঘ. লালন শাহ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
67. কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া’ কবি কার প্রসঙ্গে বলেছেন?
- ক. সাজু
- খ. দুলি
- গ. রূপাই
- ঘ. সোজন
উত্তরঃ রূপাই
68. ‘ঠগ পীরের পানি পড়ায় কি কোন কাম হয়? লালসালু উপন্যাসে এ উক্তিটি কার?
- ক. ধলা মিঞার
- খ. আক্কাসের
- গ. তাহেরের
- ঘ. খালেক ব্যাপারির
উত্তরঃ আক্কাসের
69. আমার স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন- কোন কবি বলেছেন?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. সমর সেন
- গ. জসীমউদ্দীন
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ সমর সেন
- ক. রামনিধি গুপ্ত
- খ. আলাওল
- গ. আব্দুল হাকিম
- ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ আব্দুল হাকিম
71. ‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি’- কোন কবি একথা বলেছিলেন?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. বুদ্ধদেব বসু
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. কামিনী রায়
উত্তরঃ জীবনানন্দ দাশ
72. ‘আবার আসিব ফেরে ধান সিঁড়ি নদীর তীরে’ কোন কবির কবিতা থেকে নেওয়া?
- ক. মাইকেল মদুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. জীবনান্দ দাস
- ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ জীবনান্দ দাস
73. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কার লেখা ?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. জসীমউদ্দিন
- গ. জীবনানন্দ দাস
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ জীবনানন্দ দাস
74. পাখির ..... মত চোখ তুলে বলেছিল নাটোরের বনলতা সেন।
- ক. বাসার
- খ. চোখের
- গ. নীড়ের
- ঘ. দৃষ্টির
উত্তরঃ নীড়ের
75. ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’ পঙক্তিটি কোন কবিতার অন্তর্গত?
- ক. কবর
- খ. আসমানী
- গ. দাওয়াত
- ঘ. পল্লীস্মৃতি
উত্তরঃ কবর