ণত্ব ও ষত্ব বিধান
- ক. দেশী শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম
- খ. বিদেশী শব্দের অভিজ্ঞতাজাত বিধান
- গ. তৎসম শব্দের রীতি
- ঘ. বেদ নির্দেশিত রীতি
উত্তরঃ তৎসম শব্দের রীতি
- ক. নির্নিমেষ
- খ. নির্ণিমেষ
- গ. ণির্নিমেষ
- ঘ. ণির্ণিমেষ
উত্তরঃ নির্নিমেষ
10. কৃপণ, হরিণ, অর্পণ এগুলো কিসের উদাহরণ?
- ক. ষ-ত্ব বিধানের
- খ. পদান্বয়ী অব্যয়ের
- গ. ণ-ত্ব বিধানের
- ঘ. ব্যাকরণের নিয়মের
উত্তরঃ ণ-ত্ব বিধানের
11. ‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হযেছে কোন নিয়ম অনুসারে?
- ক. ণ-ত্ব বিধান
- খ. স্বাভাবিক নিয়ম
- গ. ষ-ত্ব বিধান
- ঘ. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
উত্তরঃ স্বাভাবিক নিয়ম
14. কোন তিনটি বর্ণের পর ‘ন’ হলে, তা মূর্ধন্য ‘ণ’ হয়?
- ক. ক, গ, ঘ
- খ. চ, ছ, জ
- গ. ঋ, র, ষ
- ঘ. প, ব, হ
উত্তরঃ ঋ, র, ষ
15. কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ‘ষ’-এর প্রয়োগ হয় না?
- ক. অ, আ
- খ. ই, ঈ
- গ. উ, ঊ
- ঘ. এ, ঐ
উত্তরঃ অ, আ
18. প্র, পরা উপসর্গ নিয়ে যে বিধান হয় তার নাম কি?
- ক. সমাস
- খ. সন্ধি
- গ. উপসর্গ
- ঘ. ণ-ত্ব বিধান
উত্তরঃ ণ-ত্ব বিধান
- ক. ণ-ত্ব বিধান
- খ. বর্ণ বিধান
- গ. ষ-ত্ব বিধান
- ঘ. কোনটি না
উত্তরঃ ণ-ত্ব বিধান
20. কোন জাতীয় ভাষার শব্দের ‘ণ’ থাকলে তা অবিকৃতভাবে রাখতে হয়?
- ক. দেশী শব্দে
- খ. বিদেশী শব্দে
- গ. তৎসম শব্দে
- ঘ. অর্ধতৎসম শব্দে
উত্তরঃ তৎসম শব্দে
22. নিচের কোন শব্দে মূর্ধন্য- ‘ষ’ হবে?
- ক. মাস্টার
- খ. হেডমাস্টার
- গ. পরিষ্কার
- ঘ. পুরস্কার
উত্তরঃ পরিষ্কার
There are no comments yet.