বাগধারা ও প্রবাদ
- ক. গলা ধাক্কা দেয়া
 - খ. অমবস্যা
 - গ. দ্বিতীয়া
 - ঘ. কাস্তে
 
উত্তরঃ গলা ধাক্কা দেয়া
2. ‘আক্কেল সেলামি’-এর প্রকৃত অর্থ কোনটি?
- ক. অত্যন্ত বুদ্ধিমান
 - খ. অতি চালাক
 - গ. হাঁদরাম
 - ঘ. নির্বুদ্ধিতার দণ্ড
 
উত্তরঃ নির্বুদ্ধিতার দণ্ড
4. ‘ইঁদুর কপালে’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
- ক. মন্দ ভাগ্য
 - খ. ক্ষুদ্রায়তন কপাল
 - গ. ইদুরাকৃতির কপাল
 - ঘ. হাস্যকর চেহারা
 
উত্তরঃ মন্দ ভাগ্য
5. ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
- ক. অদৃষ্টের পরিহাস
 - খ. অন্ধকার
 - গ. একাদশে বৃহস্পতি
 - ঘ. কেউকেটা
 
উত্তরঃ একাদশে বৃহস্পতি
7. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
- ক. আশার কথা
 - খ. সৌভাগ্যের বিষয়
 - গ. মজা পাওয়া
 - ঘ. আনন্দের বিষয়
 
উত্তরঃ সৌভাগ্যের বিষয়
8. ‘কূপমণ্ডপ’- বাগধারাটি দ্বারা কি বোঝায়?
- ক. সীমতি জ্ঞানের মানুষ
 - খ. বিশ্বাসপ্রবণ
 - গ. সাধারণ মানুষ
 - ঘ. অলস
 
উত্তরঃ সীমতি জ্ঞানের মানুষ
9. ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
- ক. কাকের নিদ্রার ন্যায়
 - খ. অগভীর সতর্ক নিদ্রা
 - গ. অনিষ্ট চিন্তা
 - ঘ. কপট নিদ্রা
 
উত্তরঃ অগভীর সতর্ক নিদ্রা
10. বাংলা বাগধারায় ‘কাঠালের আমসত্ব’-এর অর্থ কি?
- ক. বেমানান সজ্জা
 - খ. অসম্ভব ব্যাপার
 - গ. বাজে কাজ
 - ঘ. নাছোড়বান্দা
 
উত্তরঃ অসম্ভব ব্যাপার
- ক. বাতাসে বালি
 - খ. আশায় নৈরাশ্য
 - গ. ভালোতে খারাপ
 - ঘ. গোবরে পদ্মফুল
 
উত্তরঃ আশায় নৈরাশ্য
12. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কি?
- ক. নিতান্ত অলস
 - খ. আরামপ্রিয়
 - গ. উদাসীন
 - ঘ. পরমুখাপেক্ষী
 
উত্তরঃ নিতান্ত অলস
13. ‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
- ক. আপন মনে বাদশাহী করা
 - খ. কোন দায়িত্ব গ্রহণ না করা
 - গ. বেকার মত চলা
 - ঘ. দাংগাবাজি করা
 
উত্তরঃ কোন দায়িত্ব গ্রহণ না করা
14. ‘তেলও কম ভাজাও মুচমচে’ বাগধারার বিশিষ্ট অর্থ-
- ক. অভাবে সান্ত্বনা
 - খ. অল্প উপকরণে ভাল ব্যবস্থা
 - গ. অল্পে সন্তুষ্ট
 - ঘ. তেলে ভাজা
 
উত্তরঃ অল্প উপকরণে ভাল ব্যবস্থা
- ক. বন্ধুদের সমাগম
 - খ. আত্মীয় সমগম
 - গ. প্রিয়জন সমাগম
 - ঘ. গণ্যমান্যদের সমাগম
 
উত্তরঃ প্রিয়জন সমাগম
16. ‘ঝাঁকের কই’ বাগধারাটির অর্থ
- ক. অসম্ভব চালাক
 - খ. বর্ষকালীন মাছ
 - গ. একই দলের লোক
 - ঘ. একতাই বল
 
উত্তরঃ একই দলের লোক
- ক. ষড়যন্ত্রকারী
 - খ. বাক সর্বস্ত
 - গ. দীর্ঘ প্রত্যক্ষমাণ
 - ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
 
উত্তরঃ দীর্ঘায়ু ব্যক্তি
19. ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
- ক. কাল্পনিক জন্তু
 - খ. মুরগি
 - গ. গোমড়ামুখো লোক
 - ঘ. পুরাণোক্ত পাখি
 
উত্তরঃ গোমড়ামুখো লোক
20. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?
- ক. অনিষ্টে ইষ্ট লাভ
 - খ. চির অশান্তি
 - গ. অরাজক দেশ
 - ঘ. সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
 
উত্তরঃ চির অশান্তি
21. ‘রাজঘোটক’ বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?
- ক. চমৎকার মিল
 - খ. অন্ত:সারশূন্য
 - গ. বড়লোক
 - ঘ. পণ্ডশ্রম
 
উত্তরঃ চমৎকার মিল
- ক. চৌকস ব্যক্তি
 - খ. সৌখিন ব্যক্তি
 - গ. পোষাক সর্বস্ব
 - ঘ. বাইরের ঠাট বজায় রেখে চলা
 
উত্তরঃ বাইরের ঠাট বজায় রেখে চলা
- ক. কুৎসিৎ মামা
 - খ. সৎ মামা
 - গ. কুচক্রী মামা
 - ঘ. পাতানো মাম
 
উত্তরঃ কুচক্রী মামা
25. কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে?
- ক. সাতেও না পাঁচেও না
 - খ. দা-কুমড়া
 - গ. সাপে-নেউলে
 - ঘ. আদায় কাঁচকলায়
 
উত্তরঃ সাতেও না পাঁচেও না