বাগধারা ও প্রবাদ

101. “ডান হাতের ব্যাপার”-এর অর্থ কোনটি?

  • ক. চুরি করা
  • খ. ঘুষ গ্রহণ
  • গ. ভোজন করা
  • ঘ. দন্ড দেয়া

উত্তরঃ ভোজন করা

বিস্তারিত

102. ‘উড়োচিঠি’ কোনটি?

  • ক. কুয়েত থেকে চিঠি
  • খ. সিঙ্গাপুরের চিঠি
  • গ. বিমানযোগে চিঠি
  • ঘ. বেনামী চিঠি

উত্তরঃ বেনামী চিঠি

বিস্তারিত

103. ‘কৈ মাছের প্রাণ’ প্রবাদটির অর্থ কি?

  • ক. অতিবৃদ্ধ
  • খ. যা সহজে মরে না
  • গ. ভীষণ ব্যাপার
  • ঘ. দীর্ঘস্থায়ী বস্তু

উত্তরঃ যা সহজে মরে না

বিস্তারিত

104. ‘মণিকাঞ্চন যোগ’-এর সমার্থক বাগধারা কোনটি?

  • ক. দহরম-মহরম
  • খ. কেতা দুরস্ত
  • গ. সোনায় সোহাগা
  • ঘ. শিরে সংক্রান্তি

উত্তরঃ সোনায় সোহাগা

বিস্তারিত

105. ‘গোল্লায় যাওয়া’ প্রবাদটি কি অর্থ বহন করে?

  • ক. নষ্ট হওয়া
  • খ. ভার হওয়া
  • গ. গোলাকার হওয়া
  • ঘ. লাভে অনধিকারী

উত্তরঃ নষ্ট হওয়া

বিস্তারিত

106. ‘খাল কেটে কুমির আনা’-কথাটির অর্থ কি?

  • ক. বিপদের ওপর বিপদ
  • খ. সংসারে বিবাদ বাঁধানো
  • গ. সাহায্যের আশা দিয়ে না করা
  • ঘ. নিজের দোষে বিপদ ডেকে আনা

উত্তরঃ নিজের দোষে বিপদ ডেকে আনা

বিস্তারিত

107. ‘খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো-

  • ক. নিঃস্ব ব্যক্তি
  • খ. সৎ ব্যক্তি
  • গ. তোষামোদকারী
  • ঘ. খুব অনুগত ব্যক্তি

উত্তরঃ খুব অনুগত ব্যক্তি

বিস্তারিত

108. ‘পর্বতের মুষিক প্রসব’ প্রবনটির অর্থ-

  • ক. বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
  • খ. বহু প্রত্যাশিত তুচ্ছ অর্জন
  • গ. বহু প্রত্যাশিত অর্জন
  • ঘ. বিরাট আয়োজন

উত্তরঃ বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন

বিস্তারিত

109. ‘কানা ছেলের নাম পদ্মলোচন।’-এর অর্থ কোনটি?

  • ক. যার যে গুণ, সে গুণের কদর করা
  • খ. যার যে গুণই নাই, সে গুণের কথা বলা
  • গ. গুণহীনকে গুণ অর্জন করতে বলা
  • ঘ. অন্ধত্ব নিবারণে পদ্মফুল উপকারী

উত্তরঃ যার যে গুণই নাই, সে গুণের কথা বলা

বিস্তারিত

110. ‘বজ্র আঁটুনি ফস্কা গেঁরো।’-কথাটির অর্থ কি?

  • ক. বোকামি করা
  • খ. অসাবধানতা
  • গ. বেশি সচেতনতা
  • ঘ. কঠিন সতর্কতার ভেতরে অসতর্কতা

উত্তরঃ কঠিন সতর্কতার ভেতরে অসতর্কতা

বিস্তারিত

111. ‘উলুবনে মুক্তা ছড়ানো।’-এ প্রবাদ বাক্যটির সঠিক অর্থ কোনটি?

  • ক. নিষ্প্রয়োজনে মূল্যবান কিছু দেওয়া
  • খ. বনে টাকা-পয়সা ছড়ানো
  • গ. অপাত্রে কোন কিছু দান করা
  • ঘ. অস্থানে কিছু বলা

উত্তরঃ অপাত্রে কোন কিছু দান করা

বিস্তারিত

112. ‘চোর পালালে বুদ্ধি বাড়ে।’-প্রবচনের অর্থ কোনটি?

  • ক. সর্বনাশ করার ইচ্ছা
  • খ. লাভের হিসেব না রাখা
  • গ. হাতছাড়া হবার পর চিন্তা করা
  • ঘ. পাওয়ার আগে ভোগের আয়োজন

উত্তরঃ হাতছাড়া হবার পর চিন্তা করা

বিস্তারিত

113. ‘উপস্থিত সুযোগ ত্যাগ করা।’-এটি কোন প্রবাদের অর্থ?

  • ক. হাতের পাঁচ আঙ্গুল সমান নয়
  • খ. জোর যার মুল্লুক তার
  • গ. হাতের লক্ষী পায়ে ঠেলা
  • ঘ. বিনা মেঘে বজ্রপাত

উত্তরঃ হাতের লক্ষী পায়ে ঠেলা

বিস্তারিত

114. ‘যেমন কুকুর তেমন মুগুর।’-প্রবনের অর্থ কোনটি?

  • ক. লাভের আশায় বিপদে পড়া
  • খ. প্রসঙ্গ ছেড়ে অপ্রসঙ্গিক কোন কিছু
  • গ. যেমন দুর্বৃত্ত তেমন শাসনকর্তা
  • ঘ. যে দরে কেনা সে দরে বেচা

উত্তরঃ যেমন দুর্বৃত্ত তেমন শাসনকর্তা

বিস্তারিত

115. ‘মশা মারতে কামান দাগা’-অর্থ কি?

  • ক. অতি বাড়াবাড়িতে বুঝা যায়, ভেতরে কোন মতলব আছে
  • খ. ইচ্ছা করে দুঃখকে ডেকে আনা
  • গ. লাভের আশায় বিপদে পড়া
  • ঘ. সামান্য কাজের জন্য বিরাট আয়োজন

উত্তরঃ সামান্য কাজের জন্য বিরাট আয়োজন

বিস্তারিত

116. ‘যত দোষ নন্দ ঘোষ।’-অর্থ কোনটি?

  • ক. শক্তির কাছে সবাই নত
  • খ. অভাবে স্বভাব নষ্ট
  • গ. অপ্রসঙ্গিক প্রসঙ্গে
  • ঘ. সবার দোষ একজনের ঘাড়ে চাপানো

উত্তরঃ সবার দোষ একজনের ঘাড়ে চাপানো

বিস্তারিত

117. ‘চোরা না শুনে ধর্মের কাহিনী।’ প্রবাদের অর্থ কোনটি?

  • ক. আইন অমান্য করে পদের জোরে আধিপত্য
  • খ. সুযোগ পেলেই কিছু করা
  • গ. শত উপদেশ দিয়েও দুষ্টু লোককে সৎ পথে আনা যায় না
  • ঘ. বিপদ একবারেই শেষ হয়ে যায় না

উত্তরঃ শত উপদেশ দিয়েও দুষ্টু লোককে সৎ পথে আনা যায় না

বিস্তারিত

118. ‘বিপদ একবারেই শেষ হয় না’।-এর প্রবাদ বাক্য কোনটি?

  • ক. এক মাঘে শীত যায় না
  • খ. গেঁয়ো যোগী ভিখ পায় না
  • গ. সস্তার তিন অবস্থা
  • ঘ. নুন খাই যার গুণ গাই তার

উত্তরঃ এক মাঘে শীত যায় না

বিস্তারিত

119. ‘গোপনে কাজ করা’-এর প্রবাদ হল-

  • ক. ঠেলার নাম বাবাজী
  • খ. তিলকে তাল করা
  • গ. ডুবে ডুবে জল খাওয়া
  • ঘ. ছাই ফেলতে ভাঙ্গা কুলা

উত্তরঃ ডুবে ডুবে জল খাওয়া

বিস্তারিত

120. ‘মুখে বড় বড় কথা; কিন্তু কাজের বেলায় কিছুই না।’-এর প্রবাদ কোনটি?

  • ক. যত গর্জে তত বর্ষে না
  • খ. গাঁয়ে মানে না আপনি মোড়ল
  • গ. পরের ধনে পোদ্দারী
  • ঘ. কথায় খই ফোটে

উত্তরঃ যত গর্জে তত বর্ষে না

বিস্তারিত

121. ‘যে সহে সে রহে।’-এর সমার্থক প্রবাদ কোনটি

  • ক. সবুরে মেওয়া ফলে
  • খ. যার লাঠি তার মাটি
  • গ. জোর যার মূল্লুক তার
  • ঘ. বুদ্ধি যার বল তার

উত্তরঃ সবুরে মেওয়া ফলে

বিস্তারিত

122. ‘পাপ কখনো গোপন থাকে না’ অর্থে প্রবাদ কোনটি?

  • ক. কড়িতে বাঘের দুধ মিলে
  • খ. অতি লোভে তাঁতী নষ্ট
  • গ. অভাবে স্বভাব নষ্ট
  • ঘ. ধর্মের ঢাক আপনি বাজে

উত্তরঃ ধর্মের ঢাক আপনি বাজে

বিস্তারিত

123. ‘সামান্য অবস্থা থেকে বিপুল সম্পদের মালিক হওয়া’ অর্থে প্রবাদ কোনটি?

  • ক. এক ঢিলে দুই পাখি মারা
  • খ. আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া
  • গ. পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা
  • ঘ. কাঁটা দিয়ে কাঁটা তোলা

উত্তরঃ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া

বিস্তারিত

124. ‘উভয় সংকট’এর প্রবাদ হল-

  • ক. কিল খেয়ে কিল চুরি
  • খ. গাছে না উটতেই এক কাঁদি
  • গ. কুল রাখি না শ্যাম রাখি
  • ঘ. ঘর থাকতে বাবুই ভেজা

উত্তরঃ কুল রাখি না শ্যাম রাখি

বিস্তারিত

125. ‘শত্রু লোকের পাল্লায় পড়া।’-বাক্যের পরিবর্তে কোন প্রবাদ বাক্য ব্যবহৃত হয়?

  • ক. ঠেলার নাম বাবাজী
  • খ. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
  • গ. খাল কেটে কুমির আনা
  • ঘ. বজ্র আাঁটুনি ফসকা গেঁরো

উত্তরঃ ঠেলার নাম বাবাজী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects