বাগধারা ও প্রবাদ
- ক. সক্রিয় দর্শক
- খ. নিষ্ক্রিয় দর্শক
- গ. কর্তব্যবিমুখ
- ঘ. কর্তব্যপরায়ণ
উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক
27. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
- ক. যত গর্জে তত বৃষ্টি হয়
- খ. নাচতে না জানলে উঠোন ভাঙা
- গ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
- ঘ. যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়
উত্তরঃ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
28. ‘অল্প বিদ্যা ভয়ঙ্কর’- কোন শ্রেণীর অন্তর্গত?
- ক. বাগধারা
- খ. প্রবাদ
- গ. বিশিষ্টার্থক শব্দ
- ঘ. বাগবিচিত্রা
উত্তরঃ প্রবাদ
30. ‘উভয় কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
- ক. চাল না চুলো, ঢেকী না কুলো
- খ. কারো পৌষ মাস, কারও সর্বনাশ
- গ. বোঝার উপর শারেক আাঁটি
- ঘ. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
31. ‘কত ধানে কত চাল’ বাগধারাটির অর্থ-
- ক. হিসাব নেওয়া
- খ. পরিমাণ জানা
- গ. ষড়যন্ত্র
- ঘ. টের পাওয়ানো
উত্তরঃ টের পাওয়ানো
32. ‘জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ’ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?
- ক. ভাগ্য চিরসঙ্গী
- খ. ছোটবড় যাবতীয় কাজ করা
- গ. কারও সুসময়, কারও দুঃসময়
- ঘ. সুযোগের সদ্ব্যবহার করা
উত্তরঃ ছোটবড় যাবতীয় কাজ করা
33. ‘ঝিকে মেরে বৌকে শেখানো’- বাক্যটির অর্থ কি?
- ক. বৌ ও ঝিকে একই সাথে মারা
- খ. একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া
- গ. কাজের মেয়েকে শাস্তি দিয়ে স্ত্রীকে শেখানো
- ঘ. স্ত্রীকে কিছু না বলে মেয়েকে মারা
উত্তরঃ একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া
34. ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি এলো-
- ক. খনার বচন
- খ. প্রবাদ বাক্য
- গ. কবিতার চরণ
- ঘ. বাগধারা
উত্তরঃ প্রবাদ বাক্য
35. “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
- ক. বনের পশু বনে থাতেই ভালবাসে
- খ. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
- গ. জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
- ঘ. প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
উত্তরঃ জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
36. ‘যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন্ জন’- প্রবচনটির অর্থ কি?
- ক. সৃজনেরা তেঁতুল পছন্দ করে
- খ. আসলে মোঘল নেই, ঢেকি করে চাদোয়া
- গ. মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
- ঘ. সজনে ডাটায় নুন জোটেনা, মশুর ডালে ঘি
উত্তরঃ মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
38. ‘বৈরাগ্য সাধনে-সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করুন।
- ক. আনন্দ
- খ. মুক্তি
- গ. বিশ্বাস
- ঘ. আশ্বাস
উত্তরঃ মুক্তি
39. “সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা-বেশী।” শূণ্যস্থানে সঠিক শব্দটি বসান-
- ক. কণ্টক
- খ. পতঙ্গ
- গ. বৃক্ষ
- ঘ. কীট
উত্তরঃ কীট
40. নিম্নের বাক্যসমূহরে মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন-
- ক. বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল
- খ. বাংলাদেশীরা আলস বলে পরিচিত
- গ. সমুদ্রে লোনাপানির ঢেউ উঠেছে
- ঘ. ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না
উত্তরঃ বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল
41. কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত?
- ক. আট কপালে
- খ. উড়নচণ্ডী
- গ. ছা-পোষা
- ঘ. ভূশণ্ডির কাক
উত্তরঃ আট কপালে
42. ‘কাকভূষণ্ডী’ বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন।
- ক. ভণ্ডলোক
- খ. স্বল্পজীবী লোক
- গ. অশিষ্ট ব্যক্তি
- ঘ. দীর্ঘজীবী ব্যক্তি
উত্তরঃ ভণ্ডলোক
43. ‘অনুরোধে ঢেকিঁ গেলা’ বাগ্ধারাটির সঠিক অর্থ হচ্ছে-
- ক. অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
- খ. অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু বলা
- গ. চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
- ঘ. অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
উত্তরঃ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু বলা
44. ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ কি?
- ক. তারকা
- খ. অবাস্তব
- গ. নীল রং
- ঘ. আকেশে ফুটন্তকুসুম
উত্তরঃ অবাস্তব
45. ‘হাতটান’ বাগধারাটির অর্থ হচ্ছে-
- ক. টাকা-পয়সার অভাব
- খ. চুরির অভ্যাস
- গ. খুব কৃপণ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ চুরির অভ্যাস
46. ‘গোবরে পদ্মফুল’-বাগধারা দিয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্য কোনটি?
- ক. সার থাকে বলে গোবরে পদ্মফুল ফোটে
- খ. গোবরে পদ্মফুল ফুটলেও দুর্গন্ধ থাকে
- গ. গোবরে পদ্মফুল কেন সব ফুল ফোটে
- ঘ. দিনমজুর আব্দুলের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে-একেবারে গোবরে পদ্মফুল
উত্তরঃ দিনমজুর আব্দুলের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে-একেবারে গোবরে পদ্মফুল
47. ‘কানে তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
- ক. কোনো কথা উত্থাপন করা
- খ. কান ধরে তোলা
- গ. কান পেতে শোনা
- ঘ. কুমন্ত্রণা দেয়া
উত্তরঃ কোনো কথা উত্থাপন করা
48. বাংলা বাগধারায় ‘কাঁঠালের আমসত্ব’- এর অর্থ কি?
- ক. বেমানান সজ্জা
- খ. অসম্ভব ব্যাপার
- গ. বাজে কথা
- ঘ. নাছোড়বান্দা
উত্তরঃ অসম্ভব ব্যাপার
49. ‘ব্যাঙের আধুলি’ এই বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল-
- ক. সামান্য ধনে অহংকর
- খ. অসম্ভব ঘটনা
- গ. কৃপণের ধন
- ঘ. যার কোন মূল্য নেই
উত্তরঃ সামান্য ধনে অহংকর
50. ‘গা করা’ দ্বারা নিচের কোনটি বুঝায়?
- ক. আঘাত করা
- খ. উপেক্ষা করা
- গ. উদ্যোগী হওয়া
- ঘ. অবহেলা করা
উত্তরঃ উদ্যোগী হওয়া