এক কথায় প্রকাশ
2. ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
- ক. ক্লান্তিহীন
 - খ. অক্লান্ত
 - গ. অক্লান্ত কর্মী
 - ঘ. অবিশ্রাম
 
উত্তরঃ অক্লান্ত কর্মী
3. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ এর সংক্ষিপ্ত রূপ কী?
- ক. অনতিক্রম্য
 - খ. অলঙ্ঘ্য
 - গ. দুরতিক্রম্য
 - ঘ. দুর্গম
 
উত্তরঃ দুরতিক্রম্য
7. ‘যা পূর্বে ছিল এখন নেই’- এক কথায় কী হবে?
- ক. অপূর্ব
 - খ. অদৃষ্টপূর্ব
 - গ. অভূতপূর্ব
 - ঘ. ভূতপূর্ব
 
উত্তরঃ ভূতপূর্ব
9. ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন-
- ক. ক্ষমার্হ
 - খ. ক্ষমাপ্রার্থী
 - গ. ক্ষমা
 - ঘ. ক্ষমাপ্রদ
 
উত্তরঃ ক্ষমার্হ
10. ‘যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
- ক. অনতিক্রম্য
 - খ. অলঙ্ঘ্য
 - গ. দূরতিক্রম্য
 - ঘ. দুর্গম
 
উত্তরঃ অনতিক্রম্য
12. বাক্য সংকোচন কী?
- ক. ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
 - খ. অসম্পূর্ণ বাক্য
 - গ. ক্ষুদ্রতম বাক্য
 - ঘ. একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
 
উত্তরঃ একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
13. ‘উপকারীর অপকার করে যে’- নিচের কোনটি শুদ্ধ?
- ক. কৃতজ্ঞ
 - খ. বেঈমান
 - গ. কৃতঘ্ন
 - ঘ. কৃতগ্ন
 
উত্তরঃ কৃতঘ্ন
14. ‘শুভক্ষণে জম্ম যার’ -এক কথায় কী হবে?
- ক. ক্ষণজন্মা
 - খ. শুভজন্মা
 - গ. জন্মাধীর
 - ঘ. শুভজন্মকাল
 
উত্তরঃ ক্ষণজন্মা
16. ‘কি করিতে হইবে বুঝিতে না পারা’ - এক কথায় হব -
- ক. অবুঝ
 - খ. অমনোনিবেশ
 - গ. কিংকর্তব্যঅনুঢ়
 - ঘ. কিংকর্তব্যবিমুঢ়
 
উত্তরঃ কিংকর্তব্যবিমুঢ়
19. এক কথায় প্রকাশ করুন - ‘শক্রকে দমন করে যে’
- ক. শত্রুঘ্ন
 - খ. অরিন্দম
 - গ. অজাতশত্রু
 - ঘ. কোনোটিই নয়
 
উত্তরঃ অরিন্দম
21. ‘কর্মে ক্লান্তি নাই যাহার’ এক কথায় প্রকাশ -
- ক. অক্লান্ত কর্মী
 - খ. অক্লান্ত
 - গ. ক্লান্তিহীন
 - ঘ. অবিশ্রাম
 
উত্তরঃ অক্লান্ত কর্মী
23. যে নারী জীবনে একটিমাত্র সন্তান প্রসব করেছে তাকে কি বলে?
- ক. বন্ধ্যা
 - খ. কাকবন্ধ্যা
 - গ. অনূঢ়া
 - ঘ. ফুলটুসি
 
উত্তরঃ কাকবন্ধ্যা
24. ‘শত্রু’ কে দমন করে যে’ এক কথায় প্রকাশ কর -
- ক. শত্রুঘ্ন
 - খ. অরিন্দম
 - গ. কত্রু হনতা
 - ঘ. কৃতঘ্ন
 
উত্তরঃ অরিন্দম
25. এক কথায় প্রকাশ করুন : ‘যা দীপ্তি পাচ্ছে’।
- ক. আলোকিত
 - খ. দীপ্তিমান
 - গ. দীপ্যমান
 - ঘ. দেদীপ্যমান
 
উত্তরঃ দেদীপ্যমান