এক কথায় প্রকাশ
27. ‘কি করতে হবে ভেবে পায় ন ‘ তার এই অবস্থাকে বলা হয় :
- ক. বিস্মিত
- খ. কিংকর্তব্যবিমূঢ়
- গ. সুভাষিত
- ঘ. লজ্জিত
উত্তরঃ কিংকর্তব্যবিমূঢ়
29. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ - এক কথায় কী হবে?
- ক. ইতিহাসসচেতন
- খ. ঐতিহাসিক
- গ. ইতিহাসবেত্তা
- ঘ. চিন্তাবিদ
উত্তরঃ ইতিহাসবেত্তা
30. ‘বীর সন্তান প্রসব করে যে নারী’ এর এক কথায় প্রকাশ -
- ক. বীরভোগ্যা
- খ. রত্নগর্ভা
- গ. বীরপ্রসূ
- ঘ. স্বর্নমাতা
উত্তরঃ বীরপ্রসূ
32. ‘পূর্বে ছিল এখন নেই’ - বাক্য সংকোচন কোনটি?
- ক. ভূতপূর্ব
- খ. অভূতপূর্ব
- গ. অতীত
- ঘ. বর্তমান
উত্তরঃ ভূতপূর্ব
33. ‘শত্রুকে দমন করে যে’ এক কথায় প্রকাশ -
- ক. শত্রুঘ্ন
- খ. অরিন্দম
- গ. শত্রু হত্যা
- ঘ. কৃতঘ্ন
উত্তরঃ অরিন্দম
34. ‘সকলের জন্য প্রযোজ্য’ - এক কথায় কী হবে?
- ক. সর্বজনীন
- খ. সার্বজনীন
- গ. সর্বজনস্বীকৃত
- ঘ. সর্বজনগ্রাহ্য
উত্তরঃ সর্বজনীন
35. নষ্ট হওয়া স্বভাব যার’ - এক কথায় কি বলে?
- ক. নশ্বর
- খ. অবিনশ্বর
- গ. নষ্ট স্বভাব
- ঘ. বিনষ্ট
উত্তরঃ নশ্বর
37. ‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - এক কথায় কী হবে?
- ক. দুর্গম
- খ. শ্বাপদসংকুল
- গ. অরণ্য জনপদ
- ঘ. বিপদসংকুল
উত্তরঃ শ্বাপদসংকুল
38. ‘যা দীপ্তি পাচ্ছে’ - এক কথায় কী হবে?
- ক. সন্দীপন
- খ. দেদীপ্যমান
- গ. দীপ্তমান
- ঘ. দীপ্তিমান
উত্তরঃ দেদীপ্যমান
39. ‘বীর সন্তান প্রসব করে যে নারী’ - এক কথায় তাকে কী বলে?
- ক. বীরপুত্র
- খ. রত্নগর্ভা
- গ. স্বর্ণমাতা
- ঘ. বীরপ্রসূ
উত্তরঃ বীরপ্রসূ
40. ‘যে নারীর পতি নেই, পুত্রও নেই’ - এক কথায় কী হবে?
- ক. বিধবা
- খ. অবীরা
- গ. কাকবন্ধ্যা
- ঘ. পতিপুত্রহীনা
উত্তরঃ অবীরা
41. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - এর সঠিক বাক্য সংকোচন হলো :
- ক. ইতিহাসবিদ
- খ. ইতিহাসবেত্তা
- গ. ঐতিহাসিক
- ঘ. ইতিহাসবিদ্যা
উত্তরঃ ইতিহাসবেত্তা
42. যা আঘাত পায়নি - এর সঠিক বাক্য সংকোচন হলো :
- ক. অক্ষত
- খ. অনাহত
- গ. অপরিবর্তিত
- ঘ. অচিন্তা
উত্তরঃ অনাহত
44. ‘যে আপনার রং লুকায়’ তাকে এক কথায় বলে -
- ক. ভূতপূর্ব
- খ. ফুলেল
- গ. অদৃশ্য
- ঘ. বর্ণচোরা
উত্তরঃ বর্ণচোরা
45. ‘যে ক্রমাগত রোদন করছে’ এর এক কথায় প্রকাশ কি হবে?
- ক. ক্রন্দিত
- খ. ক্রন্দনসহ্য
- গ. রোদনকৃত
- ঘ. রোরুদ্যমান
উত্তরঃ রোরুদ্যমান
46. এক কথায় প্রকাশ করুন - ‘যার দুই হাত সমান চলে’
- ক. সব্যসাচী
- খ. দোহাতী
- গ. হাতটান
- ঘ. দেহাতি
উত্তরঃ সব্যসাচী
47. ‘ইন্দ্রকে জয় করেছে যে’ বাক্যটি এক কথায় হবে -
- ক. জিতেন্দ্রিয়
- খ. ইন্দ্রজিত
- গ. জিতেন্দ্র
- ঘ. ইন্দ্রজিৎ
উত্তরঃ ইন্দ্রজিৎ
- ক. অবিনশ্বর
- খ. ভূতপূর্ব
- গ. অদৃষ্টপূর্ব
- ঘ. অবগত
উত্তরঃ ভূতপূর্ব
49. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ এর বাক্য সংকোচন কোনটি?
- ক. অনতিক্রম্য
- খ. দুরতিক্রম্য
- গ. দুর্গম
- ঘ. অগম্য
উত্তরঃ দুরতিক্রম্য
50. ‘পাখির ডাক’ এক কথায় প্রকাশ কি?
- ক. কেকা
- খ. হ্রেষা
- গ. কুজন
- ঘ. অজিন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন